For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের আরও এক হেভিওয়েট বেঁকে বসলেন! দল নয় নিজের প্রতীকে দাঁড়ানোর বার্তায় জল্পনা তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

আর মাঝে মাত্র কয়েক মাস নির্বাচনের আগে। তার আগে দলের রণনীতি গোছানোর চেয়ে অমেক বেশি সময় তৃণমূলকে দিতে হচ্ছে দলের বিক্ষুব্ধদের মানভঞ্জনে। এমন পরিস্থিতিতে ডিসেম্বর মাস পড়তেই দলের একের পর এক হেভিওয়েট নেতা হাইকমান্ডের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে দিয়েছেন। এবার সেই তালিকায় নাম এল কোচবিহারের আরও এক নেতার।

 মিহিরের পর বেসুরো আরও এক উত্তরের দাপুটে নেতা

মিহিরের পর বেসুরো আরও এক উত্তরের দাপুটে নেতা

মিহির গোস্বামী বহুদিন আগে থেকেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে শুরু করেছিলেন। এরপর বিজেপি , কংগ্রেস সহ একাধিক দলের নেতারা তাঁর বাড়ি যান। মিহিরকে দলে রাখতে চেষ্টাও চালায় তৃণমূল। তবে শেষমেশ তিনি বিজেপি শিবিরে চলে যান। এরপর গ্রেটার কোচবিহারের তৃণমূল নেতা বংশীবদন বর্মন বেঁকে বসলেন। ফলে আরও এক তৃণমূল হেভিওয়েট এবার বেসুরো।

 মুখ্যন্ত্রীর কোচবিহার সফর ও দলীয় অস্বস্তি

মুখ্যন্ত্রীর কোচবিহার সফর ও দলীয় অস্বস্তি

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কোচবিহারেও যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই তিনি দলীয় নেতাদের সমস্যা মিটিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন। আর তাঁর কোচবিহার সফরের আগে বংশীবদন বর্মন জানিয়েছেন, তিনি তৃণমূলের প্রতীকে ন, এই ভোটে নিজের প্রতীকে ভোটে দাঁড়াতে চান।

কোন কেন্দ্র থেকে ভোটে লড়ার ইঙ্গিত?

কোন কেন্দ্র থেকে ভোটে লড়ার ইঙ্গিত?

বংশীবদন বর্মন জানিয়েছেন যদি ভোটে লড়তেই হয়, তাহলে তিনি দিনহাটা কেন্দ্র থেকে লড়বেন। আর সদ্য জিতেন তিওয়ারি, রাজীব বন্দ্যোপাধ্যয় পর্বের পর নতুন করে গ্রেটার কোচবিহারের নেতার মুখে এমন বার্তায় অস্বস্তিতে পড়ে গিয়েছে দল।

মুখে মমতার সুনাম , তবে..

মুখে মমতার সুনাম , তবে..

এক বেসরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বংশীবদন বর্মন এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম করতে পিছপা নন। রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন জানান , রাজবংশীদের জন্য মমতা অনেক কিছু করেছেন। এদিকে, একাধিক সরকারি পদে থাকা বংশীবদন বর্মন ভোট আসতেই এমন 'বেসুরো' হয়ে পড়ায় ফের দলের অন্দরে উদ্বেগ বাড়ছে।

English summary
TMC's Bansibadan Burman of Greater Coochbihar says he will contest west bengal assembly election on his own symbol
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X