For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলকে ‘কনভেনর’ করে এগোবে তৃণমূল! পুরভোটের লক্ষ্য স্থির করলেন মমতা

পুরভোটের দামামা বেজে গিয়েছে। এনআরসি-সিএএ প্রতিবাদের আঙ্গিকেই এবার প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের লক্ষ্য উদ্বাস্তু ভোট। সেই লক্ষ্যে উদ্বাস্তু সেল তৈরি করল তারা। আর এই সেলের মাথায় বসানো হয়ে

  • |
Google Oneindia Bengali News

পুরভোটের দামামা বেজে গিয়েছে। এনআরসি-সিএএ প্রতিবাদের আঙ্গিকেই এবার প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের লক্ষ্য উদ্বাস্তু ভোট। সেই লক্ষ্যে উদ্বাস্তু সেল তৈরি করল তারা। আর এই সেলের মাথায় বসানো হয়েছে মুকুলকে। পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে বৈঠকের পর ঘোষণা করেছেন তাঁর নাম।

উদ্বাস্তু সেল গড়ে লড়াই

উদ্বাস্তু সেল গড়ে লড়াই

লোকসভা ভোটে উদ্বাস্তু ভোটের কারণে বেশ কয়েকটি আসন হারাতে হয়েছিল তৃণমূলকে। এবার পুরভোটে তাই উদ্বাস্তু ভোটকে পাখির চোখ করল তৃণমূল। বিজেপি যেভাবে উদ্বাস্তু ভোটের দিকে নজর দিয়েছে, তার মোকাবিলায় তৃণমূলের এই পরিকল্পনা। তারাও এবার বিজেপির মিথ্যাচার মুছে দিতে উদ্বাস্তু সেল গড়ে লড়াই চালাবে।

আহ্বায়ক করা হচ্ছে মুকুল বৈরাগ্যকে

আহ্বায়ক করা হচ্ছে মুকুল বৈরাগ্যকে

সেই কারণের পার্থ চট্টোপাধ্যায় এদিন ঘোষণা করেছেন উদ্বাস্তু সেলের কনভেনর বা আহ্বায়ক করা হচ্ছে মুকুল বৈরাগ্যকে। তিনিই এদিকটা দেখভাল করবেন। উদ্বাস্তুদের সমস্যা, অভাব-অভিযোগ নিয়ে কাজ করবেন। পুরভোটের আগে সিএএ ও এনআরসির বিরুদ্ধে দলীয় মতকে উদ্বাস্তুদের কাছে পৌঁছে দিতেই তিনি কাজ করবেন।

তৃণমূল হাতিয়ার করছে জনসংযোগকেই

তৃণমূল হাতিয়ার করছে জনসংযোগকেই

সিএএ-র প্রতিবাদ এবং পুরভোটের প্রচার-দুই কর্মসূচিই একইসঙ্গে চালিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। আর এ জন্য তৃণমূল হাতিয়ার করছে জনসংযোগকেই। বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল সিএএ-র প্রতিবাদ ও পুরভোট নিয়ে প্রচার চালাবে বলে মনস্থ করেছে। শুক্রবার তৃণমূল ভবনে বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

দলীয় সংগঠনেও রদবদল

দলীয় সংগঠনেও রদবদল

এদিন দলীয় সংগঠনেও রদবদল করার সিদ্ধান্ত নেয় তৃণমূল। তৃণমূল ভবনে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া বাঁকুড়ার সভাপতি বদলের। বাঁকুড়ার নয়া সবাপতি হন শুভাশিস বটব্যাল। সহ সভাপতি করা হয় শ্যামল সাঁতরাকে। উল্লেখ্য, লোকসভা ভোটের পরই শ্যামল সাঁতরাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল।

English summary
TMC decides to build refugee cell in leadership of Mukul Bairagya. Partha announces Mukul’s name as convener of refugee cell.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X