For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাবেন বামপন্থীরা, সরকারকে তালিকা দেওয়ার অনুরোধ সূর্যকান্তের

বাংলার পরিযায়ী শ্রমিকদের সুষ্ঠুভাবে ঘরে ফেরার বিষয়ে সিপিএম কর্মীদের সজাগ হতে বললেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

Google Oneindia Bengali News

বাংলার পরিযায়ী শ্রমিকদের সুষ্ঠুভাবে ঘরে ফেরার বিষয়ে সিপিএম কর্মীদের সজাগ হতে বললেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, শুধু সরকারের ভরসায় না থেকে জেলায় জেলায় সিপিএমে'র নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দকেও সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার কথা ভেবে তাঁদেরই একাজ করতে হবে।

পরিযায়ী শ্রমিকদের ধরে ফেরাবেন তারা, আবেদন সূর্যের

সূর্যকান্ত মিশ্র বলেন, ট্রেনে শ্রমিকদের ফেরার প্রসঙ্গে কোন ট্রেন কোথা থেকে কোথায় আসছে তার সূচিগুলো সরকার স্পষ্ট করে জানালে আমাদের বামপন্থী কর্মীরা কাজে নামতে পারেন পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার জন্য। বামপন্থীকর্মীরা ঘরে ফেরাদের সাহায্য করতে প্রস্তুত।

সিপিএম রাজ্য সম্পাদক বলেন, এর জন্য আমরা জেলায় জেলায় পার্টিকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকতে বলেছি। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কোনও বিরোধ নৈরাজ্য বা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা যাতে না হতে পারে তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, অযথা বিলম্ব করা হচ্ছে শ্রমিকদের ঘরে ফেরানোর কাজে। কেন্দ্র এবং এ রাজ্যের সরকার সময়ে দায়িত্ব পালন করেনি বলেই এই অবস্থা। কেন্দ্রের মতো বাংলার সরকারও শ্রমিকদের ফেরাতে কোনও আগ্রহ দেখায়নি। কেরালা থেকে বাংলার শ্রমিকদের ফেরা আটকাতে আমাদের মুখ্যমন্ত্রীই ট্রেন আটকে রেখেছিলেন।

সূর্যকান্ত মিশ্র আরও বলেছেন, এখন শ্রমিকদের ফিরিয়ে আনার কথা যা বলা হচ্ছে সেটা অবিরাম লড়াইয়ের ফল। রাজ্য সরকারকে স্পষ্ট করে জানাতে হবে, কবে কোথায় কোন ট্রেনে শ্রমিকরা আসছেন এবং সেই অনুযায়ী প্রশাসনকে প্রস্তুতি নিতে হবে। শুধু তো ট্রেনে আনলেই হবে না, তাঁদের যথাযথভাবে ঘরে ফেরাতে স্বাস্থ্যপরীক্ষা, প্রয়োজনে কোয়ারান্টিনে রাখা এবং অন্যান্য সাহায্যের ব্যবস্থা রাজ্য সরকারকেই নিশ্চিত করতে হবে।

অন্য রাজ্য থেকে এরাজ্যের শ্রমিকদের আনা ছাড়াও আমাদের রাজ্যের ওপর দিয়ে অনেক শ্রমিক অন্য রাজ্যে যাচ্ছেন, এখনও তাঁরা রেললাইনের ওপর দিয়ে হাঁটছেন বলে আমাদের কাছে খবর আছে। এদের সবার ঘরে ফেরার যথাযথ ব্যবস্থা করতে হবে। আর এই সব কাজে অযথা কালক্ষেপ করা হলে আবারও কোনও খারাপ ঘটনা ঘটতে পারে।

English summary
CPM state secretary Surjyo Kanta Mishra gives message CPM and left front are ready to return migrant labors.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X