For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অণ্ডাল বিমানবন্দরে ফের বিপত্তি, অবতরণ করতে না পেরে ফিরে গেল স্পাইসজেটের বিমান

অণ্ডাল বিমানবন্দরে ফের বিপত্তি, অবতরণ করতে না পেরে ফিরে গেল স্পাইসজেটের বিমান

Google Oneindia Bengali News

ফের অণ্ডাল বিমানবন্দরে অবতরণে সমস্যা। অবতরণ করতে না পেরে ফিরে গেল স্পাইসজেটের বিমান। মুম্বই থেকে অন্ডাল বিমানবন্দরে অবতরণের কথা ছিল বিমানটির। কিন্তু অণ্ডাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বিমানটি। যাত্রীদের নিয়ে ফিরে যায় চেন্নাই। ইঞ্জিনে সমস্যা থাকার কারণেই বিমানটি অবতরণ করতে পারেনি বলে জানা গিয়েছে।

অণ্ডাল বিমানবন্দরে ফের বিপত্তি

ফের বিপত্তি অণ্ডাল বিমানবন্দরে। ইঞ্জিনে সমস্যার জেরে অবতরণ করতে পারল না মুম্বই থেেক অণ্ডালগামী বিমান। শেষে অবতরণ করতে না পেরে বিমানটি ফিরে যায় চেন্নাই বিমানবন্দরে। এই নিয়ে পর পর ২ দিন অণ্ডাল বিমানবন্দরে বিমান বিপত্তির ঘটনা ঘটল। এখনও পর্যন্ত গত রবিবারের স্পাইসজেটের বিমানে এয়ার টার্বুলেন্স তৈরি হয়। তার জেরে আহত হয়েছিলেন অনেক যাত্রী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

অণ্ডাল বিমানবন্দরে ফের বিপত্তি

বরিবার অণ্ডাল বিমানবন্দরের এয়ার টার্বুল্যান্সের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিল ডিজিসিএ। কেন এই ঘটনা ঘটল তার কারণ দর্শাতে বলা হয়েছে। প্রশ্ন উঠেছে বিমানসংস্থার দিকেও। কেন যাত্রীরা সকলে সিটবেল্ট পরে ছিলেন না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য রবিবার কালবৈশাখীর কবলে পড়েছিল মুম্বই থেকে অন্ডালগামী
স্পাইসজেটের বিমান। প্রবল এয়ার টার্বুল্যান্সে তৈরি হয় বিমানে। ১৮৫ জন যাত্রী ছিলেন সেই বিমানে। হঠাৎ করে ফ্রি ফল হতে শুরু করেছিল বিমানটি।

রবিবার ঝোড়ো আবহাওয়ার জেরে বড়সড় বিপদের মুখে পড়ে মুম্বই অন্ডালগামী স্পাইসজেটের যাত্রীবাহী বিমান। এয়ার টার্বুলেন্সের জেরে অবতরণের সময় মারাত্মক আহত হন যাত্রীরা। বিমানটিতে সেসময় ছিলেন ১৮৫ জন যাত্রী। তার মধ্যে ৪০ যাত্রী আঘাত পান। গুরুতর আহত হন ১৭ জন যাত্রী। তাদের মধ্যে দুজন এখন আইসিইউ-তে চিকিৎসাধীন। সেই আতঙ্কের রাত এখনও কাটিয়ে উঠতে পারছেন না যাত্রীরা। এই ঘটনার পর ডিজিসিএ-র পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিমান সংস্থার গাফিলতিতেইএই ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানেও এই একই ঘটনা ঘটেছে। তাঁর বিমানও পর পর দুবার দমদম বিমানবন্দরে অবতরণের সময় এয়ার টার্বুল্যান্সের ঘটনার শিকার হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে একবার আহতও হয়েছিলেন। তাঁর কোমরে চোট লেগেছিল। তার পরে নবান্নের তরফ থেকে ডিজিসিএকে তদন্তের জন্য ডেকে পাঠানো হয়। কেন মুখ্যমন্ত্রীর বিমােনর সঙ্গে এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্তে করার কথা বলা হয়েছে। তার পরে ফের একই ঘটনা ঘটায় রীতিমত উদ্বেগে রয়েছেন সকলে।

English summary
Spice jet plane landing problem
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X