For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়লা কাণ্ডে নয়া মোড়, সিবিআইকে জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার

Google Oneindia Bengali News

সিবিআইকে উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা। ২৩ ফেব্রুয়ারি সিবিআইয়ে হাজিরা দেবেন, সিবিআইকে পাঠানো চিঠিতে এই কথাই জানান রুজিরা। সেদিন সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কোনও আপত্তি নেই বলে তিনি জানান। তিনি আজকে সিবিআইকে পাঠানো চিঠিতে জানান, তাঁকে কোন তদন্তে ডাকা হয়েছে তা তিনি জানেন না। গতকাল সিবিআইয়ের যখন চিঠি এসেছিল তখন তিনি বাড়ি ছিলেন না। পাশাপাশি তিনি আরও জানান, ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত তাঁর বাড়িতে এসে সিবিআই কর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। এবং তদন্তে সবরকম সহযোগিতা করবেন।

কয়লাকাণ্ডের তদন্তে নতুন তথ্য মিলেছে বলে দাবি সিবিআই সূত্রে

কয়লাকাণ্ডের তদন্তে নতুন তথ্য মিলেছে বলে দাবি সিবিআই সূত্রে

কয়লাকাণ্ডের তদন্তে নতুন তথ্য মিলেছে বলে দাবি সিবিআই সূত্রে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, তদন্তে লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে প্রচুর অর্থ। সিবিআই সূত্রে দাবি, ওই অ্যাকাউন্টের সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই আধিকারিকরা আগামিকালকের জন্যে প্রস্তুতি নিচ্ছে

সিবিআই আধিকারিকরা আগামিকালকের জন্যে প্রস্তুতি নিচ্ছে

সূত্রের খবর, অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আজই জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন সিবিআই আধিকারিকরা। অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে। সিবিআইয়ের সন্দেহ, ওই মোটা অঙ্কের টাকা লেনদেনের সঙ্গে কয়লাকাণ্ডের যোগ রয়েছে। এদিকে রুজিরার চিঠি পাওয়ার পর সিবিআই আধিকারিকরা কালকের জন্যেই প্রস্তুতি নিচ্ছে। তৈরি করা হচ্ছে প্রশ্নমালা

অভিষেকের বাড়িতে কেউ ছিল না

অভিষেকের বাড়িতে কেউ ছিল না

এর আগে রবিবার সিবিআই-এর আধিকারিকরা যখন অভিষেকের বাড়িতে যান, তখন বাড়িতে কেউ ছিলেন না। সূত্রের খবর, অভিষেকের স্ত্রী বাড়ি ফিরলেই তাঁকে ফোন করার জন্য বলা হয়েছিল। তবে রুজিরাকে তলব করা হয়নি বলে সূত্রের খবর। সাক্ষী হিসেবে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। এ বার সমন পাঠানো হল ডায়মন্ডহারবারের সাংসদের শ্যালিকা মানেকা গম্ভীরকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আইনের প্রতি তিনি আস্থাশীল

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আইনের প্রতি তিনি আস্থাশীল

রবিবার তাঁর বাড়িতে সিবিআই হানা দেওয়ার পর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক টুইট করে সে কথা জানান। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আইনের প্রতি তিনি আস্থাশীল। কিন্তু তাঁর স্ত্রীকে সিবিআইয়ের মাধ্যমে নোটিস দিয়ে যদি কেউ তাঁদের চাপে ফেলতে চায়, তাহলে তাঁদের মাথা নিচু করা যাবে না৷ রবিবার এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷

'এত সহজে মাথা নিচু হবে না'

'এত সহজে মাথা নিচু হবে না'

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আইনের প্রতি তিনি আস্থাশীল৷ কিন্তু তাঁর স্ত্রীকে সিবিআইয়ের মাধ্যমে নোটিশ দিয়ে যদি কেউ চাপে ফেলতে চায়, তাহলে জেনে রাখা ভালো, এত সহজে মাথা নিচু হবে না৷ টুইটে তিনি সিবিআইয়ের নোটিশের একটি ছবিও পোস্ট করেছেন৷ সেটি কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর সেই নোটিশ, যেখানে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে৷

English summary
Rujira Narula, wife of Abhishek Banerjee replied to CBI's notice, asks officer to meet her on 23rd Feb
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X