For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধেয়ে আসছে ‘তিতলি’, সতর্কতায় রেল পরিষেবায় লাগাম, একনজরে কোন রুটে কোন ট্রেন

সমুদ্র-বক্ষ ধরে ওড়িশা অভিমুখে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তিতলি’। তার প্রভাব এসে পড়ল দক্ষিণ ভারতগামী ট্রেন চলাচলেও।

Google Oneindia Bengali News

সমুদ্র-বক্ষ ধরে ওড়িশা অভিমুখে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'তিতলি'। তার প্রভাব এসে পড়ল দক্ষিণ ভারতগামী ট্রেন চলাচলেও। ফলে ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য ট্রেন পরিষেবায় লাগাম টানল কর্তৃপক্ষ। বেশ কিছু ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বদল হয়েছে ট্রেনের রুটও।

ধেয়ে আসছে ‘তিতলি’, সতর্কতায় রেল পরিষেবায় লাগাম, একনজরে কোন রুটে কোন ট্রেন

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান, খুরদা রোড ও বিজয়নগরমের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে ঘুরপথে চলবে চেন্নাই ও হায়দরাগামী ট্রেন। তবে পুরীগামী সমস্ত ট্রেন নির্দিষ্ট রুটে ও নির্দিষ্ট সময়ে চলবে বলে জানিয়েছেন তিনি।

একনজরে দক্ষিণ ভারতগামী ট্রেনের সূচি ও রুটবদল

  • বাতিল হয়েছে শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস।
  • রুট বদল করা হচ্ছে আগরতলা-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, শ্রীসত্যসাঁই প্রশান্তনীলম এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস,
  • বুধবার রাত ১০টা থেকে খুরদা রোড ও বিজয়নগরমের মধ্যে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। ট্রেন যাবে খুরদা রোড পর্যন্ত।
  • হাওড়া ও খড়গপুর থেকে দক্ষিণ উপকূল অভিমুখী সমস্ত আপ ট্রেন বাতিল করা হয়েছে।
  • ভদ্রক থেকেও দক্ষিণ উপকূল অভিমুখী ট্রেন বাতিল।
  • হাওড়া-চেন্নাই মেল বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার সকাল ৮টায় ছাড়বে।
  • হাওড়া-চেন্নাই মেন লাইনের ট্রেন নাগপুর থেকে ঘুরিয়ে দেওয়া হবে।
  • হায়দরাবাদ ও বিশাখাপত্তনম থেকে উত্তরমুখী ডাউন ট্রেনও বাতিল করা হয়েছে। বুধবার সন্ধার পর কোনও উত্তরগামী ট্রেন বিশাখাপত্তনমের দুভাদা স্টেশন থেকে ছাড়া হয়নি।
  • মেন লাইনের বেশ কিছু ট্রেন পরিস্থিত বুঝে বাতিল করা হতে পারে।
  • পুরীগামী সমস্ত ট্রেন নির্দিষ্ট রুটে চলবে। নির্দিষ্ট সময়েই ছাড়বে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় তিতলি উত্তর-পশ্চিম অভিমুখ ধেয়ে আসছে। ফলে ওড়িশা উপকূলে তা আছড়ে পড়তে পারে। সেই কারণে ওড়িশা উপকূলমুখী কোনও ট্রেন ছাড়া হচ্ছে না। দক্ষিণ-পূর্ব রেলের তরফে আগাম সতর্কতা নেওয়া হয়েছে। মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, যাত্রী সুরক্ষার কথা ভেবে, ওড়িশা উপকূলের যে অংশে সাইক্লোন আছড়ে পড়ার কথা, সেই ৩৬২ কিলোমিটার রেলপথে আমরা রাতের দিকে কোনও ট্রেন রাখছি না।

[আরও পড়ুন: ১৫০ কিমি বেগের 'তিতলি' ' ফুঁসছে সাগরে, সাইক্লোন মোকাবিলায় কতটা তৈরি প্রশাসন][আরও পড়ুন: ১৫০ কিমি বেগের 'তিতলি' ' ফুঁসছে সাগরে, সাইক্লোন মোকাবিলায় কতটা তৈরি প্রশাসন]

এদিকে ট্রেন বাতিল হওয়ায় হাওড়ায় বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। আগের দিন টিকিয়াপাড়ায় ট্রেন অবরোধের জেরে বহু ট্রেন বাতিল হয়েছিল। তার রেশ চলছিলই। তারপরই তিতলির প্রভাব রেল পরিষেবাতেও। আগামীকাল ভুবনেশ্বরে রেলের পরীক্ষা রয়েছে। সেই কারণে পরীক্ষার্থীরা এদিন হাওড়া স্টেশনে আসেন। কিন্তু ট্রেন বাতিল হওয়ায় তাঁরা সময়ে পৌঁছতে পারবেন না। ফলে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা।

[আরও পড়ুন:'তিতলি'র প্রভাবে বৃষ্টি শুরু, সতর্কতা জারি! ফেরাবে কি 'আয়লা'র মতো বীভৎসতা, উঠছে প্রশ্ন][আরও পড়ুন:'তিতলি'র প্রভাবে বৃষ্টি শুরু, সতর্কতা জারি! ফেরাবে কি 'আয়লা'র মতো বীভৎসতা, উঠছে প্রশ্ন]

English summary
Rail decides to cancel several train service due to Cyclone ‘Titly’. ‘Titly’will hit on Orisha coast with 150 km speed. ‘
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X