For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশের জোট সঙ্গী বাছা নিয়ে হাইকমান্ড বনাম অধীর? কংগ্রেসের প্রস্তুতি নিয়ে বৈঠকে রাহুল গান্ধী

Google Oneindia Bengali News

সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠন মজবুত করতে উঠেপড়ে লেগেছে বিজেপি। ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূলও সাংগঠনিক শক্তি ঝালিয়ে নিচ্ছে । তৃণমূল-বিজেপির এই কড়া প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই হাত ধরাধরি করে ভোটযুদ্ধে নামতে চাইছে বাম-কংগ্রেস। এই পরিস্থিতিতে দল কী অবস্থায় দাঁড়িয়ে আছে তা খতিয়ে দেখতে দলের প্রদেশ নেতৃত্বের সঙ্গে আজ ভার্চুয়াল বৈঠকে বসছেন রাহুল গান্ধী।

আলোচনায় বসবেন রাহুল গান্ধী

আলোচনায় বসবেন রাহুল গান্ধী

আগামী বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনায় বসবেন রাহুল গান্ধী। বৈঠকে অংশ নেবেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা জিতিন প্রসাদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং রাজ্য় বিধানসভা কংগ্রেসের নেতা আবদুল মান্নান৷ পুরো বৈঠকটি ভার্চুয়ালি আয়োজন করা হয়েছে৷ প্রসঙ্গত, সম্প্রতি আবদুল মান্নান কোরোনা আক্রান্ত হয়েছেন৷

বিধানসভার নির্বাচনের প্রস্তুতি

বিধানসভার নির্বাচনের প্রস্তুতি

বছরের শুরুতেই ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন হবে৷ যেখানে বাংলার ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বড় পরীক্ষা সরকার বাঁচানোর৷ কারণ, ২০১৯ লোকসভার পর বিজেপি তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে৷ সেখানেই কংগ্রেসের কাছে নিজেদের হারানো মাটি ফিরে পাওয়ার লড়াই৷

৪৪ বিধায়কের মধ্য়ে অধিকাংশই যোগ দিয়েছেন তৃণমূলে

৪৪ বিধায়কের মধ্য়ে অধিকাংশই যোগ দিয়েছেন তৃণমূলে

গত বিধানসভায় বামেদের জোটে সঙ্গে লড়াই করে ৪৪ আসন নিয়ে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছিল কংগ্রেস৷ তবে, সেই ৪৪ বিধায়কের মধ্য়ে অধিকাংশই এখন শাসক দল তৃণমূলে যোগ দিয়েছেন৷ ফলে নিজেদের হারানো জমি আবারও ফিরে পাওয়ার লক্ষ্য়ে শুক্রবার ওই বৈঠকে বসছেন রাহুল৷

কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে দোলাচলে

কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে দোলাচলে

তবে, কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে দোলাচলে রয়েছে৷ সূত্রের খবর, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের একটা অংশ তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেছে৷ তবে, রাজ্য় নেতৃত্ব আবার মৌখিকভাবে বামেদের সঙ্গে আসন বণ্টন নিয়ে কথা বলে রেখেছে৷ তবে, সে বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি কংগ্রেস হাইকমান্ড৷

বৈঠকে কী বলতে পারেন অধীর চৌধুরী

বৈঠকে কী বলতে পারেন অধীর চৌধুরী

তৃণমূলের সঙ্গে জোটের সম্পূর্ণ বিরোধী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং দীপা দাশমুন্সি৷ তবে, বামেদের সঙ্গে জোটে তাঁদের কোনও আপত্তি নেই বলেই সূত্রের খবর৷ এই পরিস্থিতিতে জোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব৷ কারণ বিধানসভা নির্বাচনের দ্রুত প্রস্তুতি শুরু করতে চাইছে তারা৷

মিম বড় ফ্যাক্টর হতে চলেছে

মিম বড় ফ্যাক্টর হতে চলেছে

অন্য়দিকে, বিহার নির্বাচনের মতো, এবার পশ্চিমবঙ্গ বিধানসভাতেও মিম বড় ফ্য়াক্টর হতে চলেছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন৷ আর পশ্চিমবঙ্গের লড়াইয়ে ২৯৪ আসনের মধ্য়ে ৯০টি আসনে সংখ্য়ালঘু ভোটারের আধিক্য় অনেক বেশি৷ আর এই বিপুল পরিমাণ সংখ্য়ালঘু ভোট সরকার গড়তে বড় ভূমিকা নিতে চলেছে বাংলার রাজনীতিতে৷ আর সেখানেই মিম আর তৃণমূলের বিরুদ্ধে ত্রিমুখী লড়াইয়ে নামতে হবে কংগ্রেসকে৷

<strong>ব্যারিকেডেও অটুট কৃষক উদ্যম, 'সীমান্তের কাঁটাতার' পার করতে মোদীর দ্বারস্থ সংগঠনগুলি</strong>ব্যারিকেডেও অটুট কৃষক উদ্যম, 'সীমান্তের কাঁটাতার' পার করতে মোদীর দ্বারস্থ সংগঠনগুলি

English summary
Rahul Gandhi to meet WB Congress leaders over prep of 2021 Election as high command wants TMC as ally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X