For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জল সংরক্ষণের বার্তা নিয়ে মণ্ডপ সাজিয়েছে রামচন্দ্রপুর মিলন সঙ্ঘ

জলের অপচয়। সেটা এখনও রাজ্যের বাসিন্দারা তেমন সচেতন নন। সেই সচেতনতা প্রচারের লক্ষ্যেই নরন্দ্রপুরের এলাচি রামচ্ন্দ্রপুর মিলন সঙ্ঘের পুজোর এবারের থিম জল বাঁচাও বা সেভ ওয়াটার।

Google Oneindia Bengali News

জলের অপচয়। সেটা এখনও রাজ্যের বাসিন্দারা তেমন সচেতন নন। সেই সচেতনতা প্রচারের লক্ষ্যেই নরন্দ্রপুরের এলাচি রামচ্ন্দ্রপুর মিলন সঙ্ঘের পুজোর এবারের থিম জল বাঁচাও বা সেভ ওয়াটার। এবার গরমে কী তীব্র জল সংকট তৈরি হয়েছিল গোটা দেশে। বিশেষ করে দক্ষিণ ভারতে। চেন্নাইয়ের বাসিন্দারা ১ লিটার জল ৪০০ টাকা দিয়ে কিনেছেন। বেঙ্গালুরুতেও জল সংকটক তীব্র আকার নিয়েছিল।

জল সংরক্ষণের বার্তা নিয়ে মণ্ডপ সাজিয়েছে রামচন্দ্রপুর মিলন সঙ্ঘ

সেকথা মাথায় রেখেই এই থিমের ভাবনা বলে জানিয়েছেন উদ্যোক্তারা। পৃিথবীতে যে পানীয় জলের তীব্র সংকট তৈরি হতে চলেছে সেটা সম্পর্কে সচেতন করতেই এই থিমের ভাবনা। সেই অনুযায়ী সাজানো হয়েছে মণ্ডপ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

[নিজেকে কার্টুনের চরিত্রে পরিণত করেছেন ইমরান, ফের কটাক্ষ রাজনাথের][নিজেকে কার্টুনের চরিত্রে পরিণত করেছেন ইমরান, ফের কটাক্ষ রাজনাথের]

আর কয়েকদিন পরেই খুলে যাবে মণ্ডব। দর্শনার্থীরা ভিড় করতে শুরু করবেন। থিমের আঙ্গিকে সাধারণের মধ্যে জল সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য বলে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এবারে এই ক্লাবের পুজো ৭৩ বছরে পড়ল। স্বাভাবিক ভাবেই দর্শনার্থীরা নতুন কিছু পাবেন তাতে কোনও সন্দেহ নেই।

 [রাষ্ট্রপুঞ্জে ইমরানের পুরো নাম বলে কী বার্তা দিল ভারত? ] [রাষ্ট্রপুঞ্জে ইমরানের পুরো নাম বলে কী বার্তা দিল ভারত? ]

English summary
NarendraPur Milan sangha Pujo Thim Save Water
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X