For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাগরদিঘির জলে দাঁড় করিয়ে রাখা হবে দিলীপকে, এনকাউন্ডারের পাল্টা দিলেন মমতার মন্ত্রী

বিজেপি ক্ষমতায় তৃণমূলের পান্ডাদের এনকাউন্টার করে মারার হুমকি দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপরও কি মাথা ঠান্ডা রাখা যায়!

Google Oneindia Bengali News

শুক্রবার রবীন্দ্রনাথ রাখঢাক না করে বলেই দিলেন, কোচবিহার আসুন দিলীপ ঘোষ। আপনাকে সাগরদিঘিতে গলা পর্যন্ত জলে দাঁড় করিয়ে রাখা হবে। আসলে পঞ্চায়েত নির্বাচনে হেরে গিয়ে দিলীপ ঘোষের মাথা গরম হয়ে গিয়েছে, ওনাকে একটু ঠান্ডা করতে হবে। সাগরদিঘিতে গলা পর্যন্ত ডুবিয়ে রাখলেই ঠান্ডা হয়ে যাবেন।

সাগরদিঘির জলে দাঁড় করিয়ে রাখা হবে দিলীপকে, এনকাউন্ডারের পাল্টা দিলেন মমতার মন্ত্রী

কোচবিহারে জেলাশাসকের দফতরে পেট্রোপণ্যের মূল্যূবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অবস্থানে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য রবীন্দ্রনাথ ঘোষ বিজেপির রাজ্য সভাপতিকে হুঁশিয়ারি দিয়ে রাখেন। রাজনৈতিক মহল মনে করছে, দিলীপ ঘোষ কদিন আগেই উত্তরবঙ্গে দাঁড়িয়েই তৃণমূলের গুন্ডাবাহিনীকে এনকাউন্টারে মারার হুমকি দিয়েছিলেন। এদিন রবীন্দ্রনাথের হুঁশিয়ারি তারই পাল্টা।

সাগরদিঘির জলে দাঁড় করিয়ে রাখা হবে দিলীপকে, এনকাউন্ডারের পাল্টা দিলেন মমতার মন্ত্রী

দিলীপ ঘোষকে অপদার্থ বলে ব্যাখ্যা করে রবীন্দ্রনাথ বলেন, আমাকে একটা দিন সময় দিনেই দিলীপ ঘোষের গরম মাথা ঠান্ডা হয়ে যাবে। সাগরদিঘির জলে স্রেফ ২৪ ঘণ্টা গলা পর্যন্ত ডুবিয়ে দাঁড় করিয়ে রাখতে হবে, তাহলে ঠান্ডা হয়ে যাবেন তিনি। সাগরদিঘি চত্বরে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের এই হুঁশিয়ারির পর বিজেপি সাইলেন্স জোনে মাইক বাজিয়ে সভা করা নিয়ে অভিযোগ তুলেছে।

[আরও পড়ুন:সারদা-নারদ তদন্তে কঠোর হচ্ছে সিবিআই, তদন্তকারী অফিসারকে সরিয়ে বার্তা আস্থানার][আরও পড়ুন:সারদা-নারদ তদন্তে কঠোর হচ্ছে সিবিআই, তদন্তকারী অফিসারকে সরিয়ে বার্তা আস্থানার]

English summary
Minister Rabindranath Ghosh counters BJP state president Dilip Ghosh. He says Dilip ghosh would be sinking up to neck in water of Sagar dighi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X