
বাংলার জননেত্রী মমতার ৬৬তম জন্মদিন, শুভেচ্ছার বন্যা ছেয়ে গিয়েছে ফেসবুক-পেজ
বাংলার অগ্নিকন্যা হিসেবে তাঁর পরিচিত রয়েইছে, এখন আবার তিনি বাংলার মুখ্যমন্ত্রী। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন রবিবার। ৫ জানুয়ারি তিনি ৬৫ বছর পূর্ণ করে ৬৬-তে পা দিচ্ছেন। তাঁর শুভ জন্মদিনে সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। ফেসবুকের পাতায় মমতাকে শুভেচ্ছার বন্যা বইছে একবারে।

এখনও জনপ্রিয়তার শিখরে
জন্মদিনের এই শুভেচ্ছা প্রমাণ করছে তিনি এখনও জনপ্রিয়তার শিখরে। শুধু বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তিনি যে বাংলার নয়নের মণি হয়ে ই রয়েছেন, তার অন্যতম কারণ তাঁর মানুষের পাশে থাকার ইতিহাস। মানুষকে পাশে নিয়ে দীর্ঘ আন্দোলনের ইতিহাসই তাঁকে মানুষের কাছে করে দিয়েছে।

বাংলার কুর্সিতে আট বছরেরও বেশি
২০১১ সালে বাংলা থেকে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছিলেন তিনি। প্রতিষ্ঠা করেছিলেন মামাটি-মানুষের সরকারের। তারপর বাংলার কুর্সিতে কেটে গিয়েছে নয় নয় করে আট বছরেরও বেশি সময়কাল। ২০২১-এ তৃতীয়বার কুর্সি দখলের লড়াইের আগে তিনি ফের এক গণ আন্দোলনে মেতে রয়েছেন।

পথেই পথ চিনেছেন মমতা
সিঙ্গুর-নন্দীগ্রামের মতো আন্দোলন দিয়ে তাঁর পথচলা শুরু হয়েছিল। সেই আন্দালনই তাঁকে নতুন পথ দেখিয়েছিল। আবারও তিনি গণ আন্দোলন স্বাক্ষরিত করতে পথে নেমেছেন। কেন্দ্রের নয়া নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তিনি গণ আন্দালন গড়ে তুলতে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেছেন।

প্রতিবাদের আর এক নাম মমতা
প্রতিটি মিছিলেই বিপুল জন সমাবেশ, তাঁরে ফের একবার জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিচ্ছে। আবারও উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, তাঁর ডাকা সাড়া দিয়ে লাখো লাখো মানুষ রাস্তায় নেমেছেন। এমনই এক নেত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছার বন্যা তো বইবেই। কারণ প্রতিবাদের আর এক নাম হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়।
Recommended Video


আবেগ ও ভালোবাসার মোড়কে মমতাকে শুভেচ্ছা
এদিন আবেগ ও ভালোবাসার মোড়কে মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নানা বয়সের নানা ধর্মের নানা বর্ণের নানা ভাষাভাষি মানু। ফেসবুক মমতার ছবিতে ভর্তি। প্রশংসা ভরে গিয়েছে ছত্রে ছত্রে। তাঁর প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তাঁর সাহিত্যপ্রীতি, সংস্কৃতিমনস্কতায় ধন্য ধন্য করছেন মানুষ।