For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live- মোদীর সভায় সামিয়ানা ভেঙে জখম ৯১, দুর্ঘটনার কারণ নিয়ে বিবৃতির দাবি তৃণমূলের

মেদিনীপুরের কলেজ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় সামিয়ানা ভেঙে পড়ার ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক তদন্তে জানানো হয়েছে দূর্বল সামিয়ানার কাঠামোর উপরে জনতারা চেপে বসেছিলেন

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

মেদিনীপুরের কলেজ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় সামিয়ানা ভেঙে পড়ার ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক তদন্তে জানানো হয়েছে দূর্বল সামিয়ানার কাঠামোর উপরে জনতারা চেপে বসেছিলেন। আর মানুষের অতিরিক্ত ভার সামলাতে না পারায় প্যান্ডেলটি ভেঙে পড়ে।

মোদীর সভায় কী কারণে দুর্ঘটনা, সামনে এল তথ্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সামিয়ানায় চেপে বসা মানুষদের নিচে নামতে অনুরোধ করেছিলেন। কিন্তু, উত্তেজিত জনতা সেই কথা শোনেনি। আর এরপরই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। মোট ৯১ জন জখম হয়েছেন। গুরুতর অবস্থা ৩ জনের। আহতদের মধ্যে ১৫ জন মহিলাও রয়েছেন।

Newest First Oldest First
8:36 PM, 16 Jul

মোদীর ভাষণ চলাকালীন ভেঙে পড়েছিল প্যান্ডেলের একাংশ। আর সন্ধ্য়ায় ভেঙে পড়ে আরও একটা অংশ।
8:26 PM, 16 Jul

আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১।
6:40 PM, 16 Jul

নরেন্দ্র মোদীর জনসভায় আসার পথে পুলিশ পেটাল বিজেপি সমর্থকরা, খড়গপুরে এই ঘটনা, যানজটে মিটিং-এ যোগ দিতে দেরি হচ্ছে এই অভিযোগে পুলিশের উপরে চড়াও হন বিজেপি সমর্থকরা।
5:27 PM, 16 Jul

এভাবেই রঙিন সাজে মেদিনীপুরে প্রধানমন্ত্রী মোদীর সভা ভরিয়ে তুললেন বিজেপি সমর্থকরা, এই ছবি আবার টুইট করেছেন বাবুল সুপ্রিয়।
5:23 PM, 16 Jul

সামিয়ানা ভেঙে পড়ে আহত হওয়া মহিলা ভক্তের আব্দার ফেলতে পারলেন না, হাসপাতালে বেডে শুয়ে থাকা মহিলা ভক্তকে সন্তুষ্ট করতে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী মোদী।
5:20 PM, 16 Jul

এই সেই সামিয়ানা, তখনও ভেঙে পড়েনি, নিশ্চিন্ত মনে মোদীর বক্তব্য শুনছেন মানুষ জন।
5:03 PM, 16 Jul

এক আহতকে হাসপাতালে দেখছেন মোদী, চিকিৎসকদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছেন জখমের মাত্রা।
4:56 PM, 16 Jul

সামিয়ানা ভেঙে পড়ে জখম তবু হাসপাতালের বেডে প্রধানমন্ত্রীর অটোগ্রাফ শিকারি হলেন এক মহিলা।
4:49 PM, 16 Jul

মেদিনীপুরের কলেজ ময়দানে মোদীর সভা, ভিডিওটি আপলোড করেছে বিজেপি।
3:58 PM, 16 Jul

মেদিনীপুর থেকে আপাতত দিল্লি ফিরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
3:57 PM, 16 Jul

দিলীপ ঘোষের দাবি, সামিয়ানা ভেঙে পড়া নিয়ে বাবুল তাঁকে কড়া কথা বলেন, এমনকী কেন এই ঘটনা ঘটল তা বাবুল নাকি জানতে চান, ক্ষুব্ধ দিলীপ পাল্টা উত্তর দিয়ে জানান, 'ব্যবস্থাপনার দায়িত্ব তো আপনার উপরেও ছিল তাহলে আপনি যথাসময়ে আসেননি কেন?'
3:55 PM, 16 Jul

দুর্ঘটনার পরই কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র সঙ্গে দিলীপ ঘোষের কথা কাটাকাটি, গোটা ঘটনায় ক্ষুব্ধ দিলীপ ঘোষ।
3:54 PM, 16 Jul

'ঘটনায় দায় বিজেপি-র, এর পিছনে কোনও বিজেপি কর্মীর গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।'- প্রতিক্রিয়া বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-এর।
3:53 PM, 16 Jul

প্য়ান্ডেল তৈরির দায়িত্বে থাকা বিজেপি কর্মীদের দাবি যেখানে সামিয়ানাটি ভেঙে পড়েছে সেখানে মাটি নরম ছিল, তার পরে টানা বৃষ্টি মাটিতে পুঁতে থাকা লোহার বিম-এর খুঁটিকে দূর্বল করে দেয়, এর উপরে মানুষ চেপে বসায় তা ভেঙে পড়ে।
3:50 PM, 16 Jul

নরেন্দ্র মোদীকে দেখতে এদিন ভীড় উপচে পড়েছিল কলেজ ময়দানে। মূল সামিয়ানার পাশে আলাদা করে থাকা সামিয়ানাগুলোতেও ভীড় জমে গিয়েছিল, কিছু মানুষ সামিয়ানার লোহার বিমে-র উপরেও চেপে বসেছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
3:48 PM, 16 Jul

সামিয়ানা ভেঙে পড়তেই এসপিজি অফিসারদের সঙ্গে কথা বলছেন নরেন্দ্র মোদী, তখনও তিনি মঞ্চে,কেউ আহত হয়েছেন কি না তা খতিয়ে দেখতে এসপিজি পার্সোনালদের নাকি নির্দেশ দিয়েছিলেন মোদী।
3:46 PM, 16 Jul

হাসপাতালে আহতদের দেখেতে নরেন্দ্র মোদী, কথা বলেন সকলের সঙ্গে, চিকিৎসায় যাতে কোনও রকমের ফাঁক না থাকে তার জন্য চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।
3:44 PM, 16 Jul

হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আহতদের, মূল মঞ্চের পাশে তৈরি হয়েছিল দুটো ছোট ছোট সামিয়ানা। এরমধ্যে মঞ্চের দিকে মুক করে থাকা ডানদিকের সামিয়ানাটি ভেঙে পড়ে।
3:39 PM, 16 Jul

মেদিনীপুরের কলেজ ময়দানে নরেন্দ্র মোদীর সভায় ভেঙে পড়া সামিয়ানা এবং তারপরের ছবি।

English summary
Iron roof collapsed in Narendra Modi's public rally in Midnapore. Get Live Update on the incident.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X