For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাহিনীকে মদ-মাংস দিয়ে কিনতে চাইছেন শুভেন্দু অধিকারী, বিস্ফোরক অভিযোগ নিয়ে কমিশনে বামেরা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩ মে : কখনও অনুব্রত মন্ডলের বিরুদ্ধে, কখনও মদন মিত্রর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছে বাম-কং জোট প্রতিনিধিরা, কখনও বিজেপি। শেষ দফা ভোটের আগে এবার নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী শুভেন্দ অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিয়ে দিল্লিয়ে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বামেরা।

সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রর অভিযোগ, গত ১ মে রাত ১ টা ৪০ মিনিটে পাশকুড়ার বনমালি কলেজে ৫ ওসিকে নিয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারি। বৈঠকে ছিলেন, মারিশদা, রামনগর, পাঁশকুড়া, ময়না, হলদিয়া থানার ওসি। এই বৈঠকে ভোট লুঠের ছক কষেছিলেন শুভেন্দু। মোতায়েন কেন্দ্রীয় বাহিনীকে কীভাবে, কোথায় প্রভাবিত করা হবে, এবং তারা যাতে নীরব হয়ে থাকে সে বিষয়েই এদিন বৈঠক করে শুভেন্দু।

কেন্দ্রীয় বাহিনীকে মদ-মাংস দিয়ে কিনতে চাইছেন শুভেন্দু অধিকারী, বিস্ফোরক অভিযোগ নিয়ে কমিশনে বামেরা

পাশাপাশি বামেদের অভিযোগ, এই বৈঠকে শুভেন্দু ওসিদের নির্দেশ দেন কেন্দ্রীয় বাহিনীকে মদ-মাংসর যোগান দিতে । মদ ও মাংসের টাকা শুভেন্দু নিজে দেবেন বলেও এই বৈঠকে জানিয়েছেন। কমিশনে যাওয়া বাম দলের নেতৃত্বে থাকা রবীন দেবের কথায়, কোন দোকান থেকে মদের অর্ডার দেওয়া হয়েছে, তার তথ্য প্রমাণও রয়েছে তাদের কাছে।

যদিও শুভেন্দু অধিকারী অবশ্য নিজে এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে না চাইলেও তাঁর কটাক্ষ, সূর্যকান্ত মিশ্রকে ডাক্তার দেখাতে বলুন।

একই সুর শুভেন্দুর বাবা তথা তৃণমূল নেতা শিশির অধিকারির গলাতেও। তিনি বলেন, "প্রয়োজনে ওর গতিবিধি রেকর্ড করা হোক। ওই সময় শুভেন্দু পাঁশকুড়ায় ছিলেন না। আইনি পদক্ষেপের পথে হাঁটছে শুভেন্দু। সূর্যবাবু নেশার ঘোরে এসব বলছেন। নিজেরা দলে এজেন্ট দিতে পারে না, আমাদের বলুন এজেন্ট দেব।"

এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাল্টা সূর্যকান্ত মিশ্রকে আক্রমণ শানায় তৃণমূল। তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন, "নিজের কেন্দ্রে প্রাসঙ্গিকতা হারিয়েছেন সূর্য। নিজের কেন্দ্রে হারবেন উনি। জোটের কর্মসূচী নেই, আদর্শ নেই। জনগনের ভোটে কুপোকাৎ হবে সূর্য। এসবের কারণেই মাথা ঘুরে গিয়েছে ওদের। হাস্যকর এই যুক্তি। ওদের এখন একটাই উদ্দেশ্য কমিশনকে ব্যতিব্যস্ত কর, পুলিশকে ভয় দেখাও আর মানুষকে ভোট দিতে দিও না। "

English summary
Left lodges complaint with EC against Subhendu Adhikari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X