For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবাস-দুর্নীতির ‘তিন’-কাহন, অভিযোগ-বিক্ষোভ-বহিষ্কারের রণক্ষেত্র ৩ জেলা

আবাস-দুর্নীতির ‘তিন’-কাহন, অভিযোগ-বিক্ষোভ-বহিষ্কারের রণক্ষেত্র ৩ জেলা

  • |
Google Oneindia Bengali News

বঙ্গ আবাস-বিক্ষোভের শেষ হচ্ছে না কিছুতেই। প্রতিদিন জেলায় জেলায় বিক্ষোভ রণক্ষেত্রের চেহারা নিচ্ছে। যেমন পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে তুলকালাম-কাণ্ড ঘটে গেল। তেমন কোচবিহারে আবাসে কাটমানি খাওয়ার অভিযোগে বহিষ্কার করা হল তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে। আর জলপাইগুড়িতে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের লড়াই প্রকট হয়েছে।

আবাস-দুর্নীতির ‘তিন’-কাহন, অভিযোগ-বিক্ষোভ-বহিষ্কারের রণক্ষেত্র ৩ জেলা


বিডিওর কাছে ডেপুটেশন, বিক্ষোভ নন্দকুমারে
আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে এবং প্রকৃত গরিবদের আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে শুক্রবার নন্দকুমার ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালিত সিপিএমের ডাকে। আন্দোলনকারীরা বিডিওর কাছে ডেপুটেশন জমা দিতে গেলে পুলিশ বাধা দেয়। তখন আন্দোলনকারীরা পথে বসে বিক্ষোভ শুরু করে।

এক ঘণ্টা অবরোধ, রণক্ষেত্র নন্দকুমার
এক ঘন্টা ধরে নন্দকুমার-হলদিয়া রাজ্য সড়ক অবরোধ করে রাখে বাম কর্মী সমর্থকরা। এরপর তারা দ্বিতীয়বার জোর করে বিডিও অফিসে প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। বাম-বিক্ষোভকারীরা গেট ভেঙে ঢোকার চেষ্টা করলে বিশৃঙ্খল পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জের পর বামসর্মথকরাও পাল্টা পুলিশের ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ। এই ঘটনায় দু'জন পুলিশকর্মী আহত হন। পাশাপাশি ৮ থেকে ৯ জন বামকর্মী আহত হন।

আবাস যোজনায় দুর্নীতি, কোচবিহারে বহিষ্কার পঞ্চায়েত সদস্য

এদিকে আবাস যোজনায় দুর্নীতির জেরে দল থেকে বহিষ্কার করা হয় নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ক্ষিতীশ চন্দ্র মোদক। শুক্রবার দিনহাটা বিধানসভার দুটি ব্লকে বর্ধিত সভা ছিল। সভা শেষে দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ সাংবাদিক বৈঠক করে বলেন, আবাস যোজনার ঘর নিয়ে কিছু দুর্নীতির কথা আমাদের কানে এসেছে।

দুর্নীতির সাথে যুক্ত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা তৃণমূলে
ইতিমধ্যে দল সিদ্ধান্ত নিয়েছে কোনওভাবেই দুর্নীতি রেয়াত করা হবে না। কোনও পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে দলের কোন নেতা ঘর নিতে পারবেন না। যদি তাদের নামে ঘর আসে সেক্ষেত্রে তা বিডিও অফিসে গিয়ে কাটিয়ে আসতে হবে। তৃণমূলের কোন নেতা দুর্নীতির সাথে যুক্ত হল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল।

অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হল পঞ্চায়েত সদস্যকে
দিনহাটা ২ ব্লকের নাজিরহাট ১ পঞ্চায়েতের সদস্য গোপাল মোদক ওরফে ক্ষিতীশচন্দ্র মোদকের বিরুদ্ধে দীর্ঘদিন অভিযোগ ছিল। সেই অভিযোগ তিনি স্বীকারও করে নিয়েছিলেন। সেইমতো তাকে সাবধান করা হয়। কিন্তু তিনি সেই পথ থেকে সরে না আসায় সর্বসম্মতিক্রমে শুক্রবার তাঁকে তৃণমূল কংগ্রেস দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হল।

সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
আবার জলপাইগুড়িতে অভিযোগ উঠেছে, টাকার বিনিময়ে অযোগ্য লোকেদের আবাস যোজনার তালিকায় নাম রেখে দেওয়া হচ্ছে। কেটে দেওয়া হচ্ছে গরিবদের নাম। বিডিওর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তৃনমূলের প্রধান। সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হল তৃণমূল।

চা বাগানের আদিবাসী চা-শ্রমিকদের বিক্ষোভ
আবাস যোজনার তালিকা থেকে যোগ্যদের নাম কেটে অযোগ্যদের নাম রেখে দেওয়া হয়েছে। প্রকৃত প্রাপকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে শুক্রবার দুপুরে বিডিও অফিস ঘেরাও করেন তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পাহাড়পুর, পাতকাটা,অরবিন্দ, বারোপেটিয়া এই চার গ্রামপঞ্চায়েতের অধীনে থাকা রায়পুর, ডেঙ্গুয়াঝাড়, করলা ভ্যালি-সহ ৫টি চা বাগানের আদিবাসী চা-শ্রমিকরা।

তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্বে তৃণমূলই
বিক্ষোভে নেতৃত্ব দেন পাতকাটা গ্রামপঞ্চায়েতের প্রধান। তারা বিডিওর সাথে দেখা করে যোগ্য ব্যাক্তিদের একটি তালিকা জমা দিয়ে দাবি করেন, এই তালিকার সকল নাম যুক্ত করতে হবে। প্রায় ৩ ঘন্টা ঘেরাও চলে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘেরাও তুলে দেয়।

English summary
Left Front in East Midnapur and TMC in Jalpaiguri show agitation due to Abas yojona Corruption
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X