For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঐশী-দীপ্সিতাদের একুশের ভোট প্রচারে ঝড় তুলতে আসছেন কানহাইয়া-কাফিলরা

এবার বিধানসভা নির্বাচনে চমক দিয়ে বামেরা প্রার্থী করেছে একেবারে তরুণ-তুর্কিদের। অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধনই এবার বামেদের ইউএসপি।

Google Oneindia Bengali News

এবার বিধানসভা নির্বাচনে চমক দিয়ে বামেরা প্রার্থী করেছে একেবারে তরুণ-তুর্কিদের। অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধনই এবার বামেদের ইউএসপি। একুশের লড়াইয়ে বাম প্রার্থী হয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ঐশী ঘোষও দীপ্সিতা ধরও। তাঁদের সমর্থনে এবার প্রচারে আসছেন কানহাইয়া কুমার ও কাফিল খান।

ঐশী-দীপ্সিতাদের ভোট প্রচারে ঝড় তুলতে আসছেন কানহাইয়া-কাফিলরা

জেনইউয়ের বর্তমান দুই ছাত্রীর হয়ে ভোটপ্রচারে আসবেন দুই প্রাক্তনী। ইতিমধ্যা কানহাইয়া কুমার ও কাফিল খান জাতীয় রাজনীতিতে নজর কেড়েছেন। তাঁরা এবার বাংলায় বামেদের প্রচারে অন্যতম মুখ হয়ে উঠচে চলেছেন। আরও বেশ কিছু প্রাক্তনী আসতে পারেন বাংলার ঐশী-দীপ্সিতার হয়ে ভোট প্রচারে।

গুজরাটের জিগনেশ মেবানি বা বিহারের কানহাইয়া কুমার তাঁর সহপাঠীদের জন্য সবসময় ঝাঁপিয়ে পড়েন। সহপাঠীদের ভোটের লড়াই নিজেদের কাঁধে তুলে নিতে কসুর করেন না। এদিকে চিকিৎশক কাফিল খানের আন্দোলন ছিল যোগী সরকারে বিরুদ্ধে। তিনি জেলবন্দি থাকাকালীন তাঁর মুক্তির দাহিতে আন্দোলনে সামিল হয়েছিলেন ঐশী-দীপ্সিতারা।

কাফিল মুক্তি পাওয়ার পর ঐশী-দীপ্সিতার দেখা করেন তাঁর সঙ্গে। কাফিল জানান, এবার ঐশীদের হেয় প্রচারে আসতে চান তিনি। কাফিলকে প্রচারে এনে সংখ্যালঘু ভোটারদের বার্তা দিতে চাইছে বামেরা। বামেরা চাইছে প্রতিবাদী ও আপোশহীন ভাবমূর্তিকে কাজে লাগাতে। সেইমতো কাফিল, কানহাইয়া, জিগনেশ-সহ অনেকেই আসবেন প্রচারে।

English summary
Kanhaiya Kumar and Kafil Khan will come in vote campaign for Aishi and Dipsita in Bengal Election 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X