কাঁকিনাড়া স্টেশনে দুষ্কৃতী তাণ্ডব, বোমাবাজিতে মৃত ট্রেনযাত্রী
উত্তর ২৪ পরগনার কাকিনাড়া স্টেশনে দুষ্কৃতীদের তাণ্ডব। বোমাবাজিতে মৃত্যু হয়েছেন এক ট্রেনযাত্রীও। শুক্রবার গভীর রাতে বিশ্বজিৎ বিশ্বাস নামে এক যাত্রী ট্রেন থেকে নামার সময় দুষ্কৃতীরা তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। যাত্রী বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। ব্যাগ নিতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হয় তাঁর। নদিয়া জেলার মাজদিয়ার ভীমপুরের বাসিন্দা মৃত যাত্রী। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে।

কাঁকিনাড়া ও নৈহাটি এবং তার সনলগ্ন এলাকায় গত কয়েক মাস ধরে বেশ কিছু রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবার স্টেশনে এই ঘটনার পর রেল যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
[ সিউড়িতে আক্রান্ত মৃত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের বাবা, অভিযোগের তির তৃণমূলের দিকে]
শনিবার সকালে কাঁকিনাড়া যান শিয়ালদহ রেল পুলিশ সুপার অশেষ বিশ্বাস। তিনি জানান যে দুষ্কৃতীদের খোঁজ চলছে। ওই বোমাবাজির ঘটনায় এক দুষ্কৃতীও আহত হয়েছে বলে রেল পুলিশ জানতে পেরেছে। তবে এলাকার বাসিন্দাদের দাবি দুষ্কৃতীদের গ্যাং ওয়ারের কারণে এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিস।