For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি পাহাড়ে অন্য অঙ্ক কষছে, গুরুংপন্থী মোর্চা দোসর এবার জিএনএলএফও

গোর্খা জনমুক্তি মোর্চা এবার জোট গড়েছে তৃণমূলে সঙ্গে। কিন্তু সেই মোর্চায় নেই গুরুংপন্থীরা। গুরুংপন্থী মোর্চা আবার হুঙ্কার ছেড়েছে, তারা বিজেপিকেই সমর্থন করবে।

Google Oneindia Bengali News

গোর্খা জনমুক্তি মোর্চা এবার জোট গড়েছে তৃণমূলে সঙ্গে। কিন্তু সেই মোর্চায় নেই গুরুংপন্থীরা। গুরুংপন্থী মোর্চা আবার হুঙ্কার ছেড়েছে, তারা বিজেপিকেই সমর্থন করবে। গুরুংপন্থীরা মোর্চা আবার জিএনএলএফের সঙ্গে জোট করেই লোকসভা ভোটে অংশ নিতে পারে বলে জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে লোকসভা ভোটের আগে দার্জিলিং আসনে বিজেপির সমর্থন বাড়ছে।

পাহাড়ে বিজেপির সঙ্গে গোপন আঁতাত গুরুংপন্থীদের! এবার কি দোসর জিএনএলএফও

সুবাস ঘিসিংয়ের দল জিএনএসএফের তরফে জানানো হয়েছে, পাহাড়, তরাই, ডুয়ার্সের মানুষের স্বার্থেই তাঁরা জোট গড়ে লড়তে চান। সেই লক্ষ্যেই তাঁরা বিমল গুরুংয়ের মোর্চার সঙ্গে জোট করতে পারে বলে জানিয়েছে। একইসঙ্গে বিমব গুরুংও অজ্ঞাসবাস থেকে বার্তা দিয়েছেন জিএনএলএফকে দলে টানতে। একইসঙ্গে বিজেপিকে সমর্থনের বার্তাও দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: 'মায়াবতী নিজে চুল রঙ করেন, ফেশিয়াল করেন আবার মোদীকে বলেন', কোন প্রসঙ্গে তোপ বিজেপি নেতার][আরও পড়ুন: 'মায়াবতী নিজে চুল রঙ করেন, ফেশিয়াল করেন আবার মোদীকে বলেন', কোন প্রসঙ্গে তোপ বিজেপি নেতার]

গুরুংপন্থী মোর্চার পক্ষ থেকে রোশম গিগি জানিয়েছেন, পাহাড়ের দাবি আদায়ে লোকসভা নির্বাচনের জোট বাঁধছে দুই দল। মোর্চা ও জিএনএলএফ যৌথ সাংবাদিক সম্মেলন করে শীঘ্রই সেই বার্তা দেবে। অর্থাৎ লোকসভা ভোটের আগে ফের বিমল গুরুং-রোশন গিরিরা যে সক্রিয় হয়ে উঠবেন, সেই আভাস মিলল।

[আরও পড়ুন: কংগ্রেসের জেতা আসনে প্রার্থী না দিয়ে সৌজন্য! বামেদের অবস্থান ভাবতে বললেন বিমান][আরও পড়ুন: কংগ্রেসের জেতা আসনে প্রার্থী না দিয়ে সৌজন্য! বামেদের অবস্থান ভাবতে বললেন বিমান]

বিমল গুরুং ও রোশন গিরিদের অনুপস্থিতিতে মোর্চার দায়িত্ব নিয়েছেন বিনয় তামাং। বিনয় তামাংয়ের মোর্চা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে লোকসভা নির্বাচনে লড়াইয়ের বার্তা দিয়েছে। এরপরই গুরুংপন্থীদের বিজেপি যোগের বার্তায় দার্জিলিংয়ে লড়াই হয়ে উঠছে শেয়ানে শেয়ানে।

[আরও পড়ুন: বাঁকুড়ায় চতুর্মুখী লড়াইয়ে রেকর্ড ভোটে জেতার আশ্বাস সুব্রত মুখোপাধ্যায়ের ][আরও পড়ুন: বাঁকুড়ায় চতুর্মুখী লড়াইয়ে রেকর্ড ভোটে জেতার আশ্বাস সুব্রত মুখোপাধ্যায়ের ]

English summary
GJM of Gurung gives message to support BJP and allies with GNLF. Roshan Giri gives message for Morcha before Lok Sabha Election 2019,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X