For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নানা প্রশ্ন ও বিতর্ক শুরুর মুখে বাতিল রাজ্যে পিপিপি মডেলে স্কুল তৈরির ভাবনা! ভিত্তি নেই, বললেন শিক্ষা সচিব

বিতর্ক শুরুর মুখেই রাজ্যে স্কুল শিক্ষায় পিপিপি (ppp) মডেলের ভাবনা বাতিল (Reject)। এদিন শিক্ষা সচিব জানিয়েছেন, এর কোনও ভিত্তি নেই। কিন্তু পিপিপি মডেলের স্কুল (School) তৈরির জন্য মমতা চেয়ে সরকারি নির্দেশিকা নিয়ে বিভিন্

  • |
Google Oneindia Bengali News

বিতর্ক শুরুর মুখেই রাজ্যে স্কুল শিক্ষায় পিপিপি (ppp) মডেলের ভাবনা বাতিল (Reject)। এদিন শিক্ষা সচিব জানিয়েছেন, এর কোনও ভিত্তি নেই। কিন্তু পিপিপি মডেলের স্কুল (School) তৈরির জন্য মমতা চেয়ে সরকারি নির্দেশিকা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়। অনেকেই অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মোদী সরকারের জাতীয় শিক্ষানীতি অনুসরণ করছেন। আবার অনেকেই রাজ্যে শিক্ষায় বেসরকারিণের অভিযোগও তুলতে শুরু করেছিলেন।

ছিল না মেমো নম্বর এবং তারিখ

ছিল না মেমো নম্বর এবং তারিখ

বিভিন্ন সংবাদ মাধ্যমে রাজ্যে পিপিপি মডেলে স্কুল তৈরি ভাবনা সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়েছিল একটি খসড়ার কথা। যা নিয়ে এরাজ্যের শিক্ষামহলে চাঞ্চল্য ছড়ায়। অনেকেই প্রশ্ন করতে শুরু করেন, তাহলে কি সরকারি স্কুল শিক্ষায় বেসরকারিকরণের উদ্যোগ শুরু হয়ে গেল? তবে সরকারি সূত্রে দাবি করা হয়েছে, যেটিকে খসড়া বলে বলা হচ্ছে, সেখানে কোনও মেমো নম্বর কিংবা তারিখ ছিল না।

বিতর্কের কেন্দ্রে ছিল যা

বিতর্কের কেন্দ্রে ছিল যা

শিক্ষায় পিপিপি মডেল অনুসরণ নিয়ে যে খবরে বিতর্ক সেখানে শিরোনাম ছিল স্কুল ইন পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) মোজ ২০২২। সূত্রের খবর অনুযায়ী স্কুল শিক্ষা দফতরের তৈরি ওই খসড়ায় মতামত চেয়ে পাঠানো হয়েছিল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর, কারিদরি শিক্ষা দফতর, নগরোন্নয়ন দফতর, কলকাতা কর্পোরেশন, সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা দফতর এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের প্রধান সচিবদের মতামত। সেই মতামত পৌঁছেও গিয়েছিল শিক্ষা দফতরে।

তাহলে কি বন্ধ স্কুল দিয়ে শুরু, উঠেছিল প্রশ্ন

তাহলে কি বন্ধ স্কুল দিয়ে শুরু, উঠেছিল প্রশ্ন

পিপিপি মডেলে স্কুল তৈরির ভাবনা সরকারের, এই খবর প্রকাশের পরেই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া ৭৯ টি জুনিয়ার এবং হাইস্কুলকে দিয়েই পিপিপি মডেল স্কুল শুরু হবে? কেননা ওইসব স্কুলের শিক্ষকদের অন্য স্কুলে সরানো হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় প্রকাশিত বিজ্ঞাপন নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছিল। সেখানে বলা হয়েছিল এসএসসি ছাড়াই রাজ্যের সরকারি স্কুলে শিক্ষাকতা করতে আবেদনের কথা। কিন্তু রাজ্যে সরকারি স্কুলে শিক্ষকতা করতে তো এসএসসি ছাড়া উপায় নেই।

আদানি গোষ্ঠী কি রাজ্যের শিক্ষায়, উঠেছিল প্রশ্ন

আদানি গোষ্ঠী কি রাজ্যের শিক্ষায়, উঠেছিল প্রশ্ন

এছাড়াও রাজ্যে আদানি গোষ্ঠী কি স্কুল শিক্ষায় যুক্ত হতে চলেছে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। ডিসেম্বরের শুরুতে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। অন্যদিকে গত সপ্তাহের তার ছেলে করণ আদানি নবান্নে মুখ্যসচিব এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে গিয়েছিলেন। সেই সময় সূত্র মারফত জানা গিয়েছিলেন রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে রাজ্যে পিপিপি মডেলে স্কুল তৈরির ভাবনা শুরু হতেই অনেকেই বলতে শুরু করেন, আদানি গোষ্ঠীর সঙ্গে শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। কেননা ২০০৩ সালে গুজরাতে আদানি গোষ্ঠী 'আদানি বিদ্যা মন্দির' তৈরি করে শিক্ষা ক্ষেত্রেই প্রবেশ করেছে।

বাংলায় পিপিপি মডেল স্কুল নিয়ে খসড়া নীতি তৈরি! মোদীর পথেই হাঁটছেন মমতা, উঠছে অভিযোগবাংলায় পিপিপি মডেল স্কুল নিয়ে খসড়া নীতি তৈরি! মোদীর পথেই হাঁটছেন মমতা, উঠছে অভিযোগ

English summary
Education Secretary informs idea of PPP model school in West Bengal is rejected
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X