For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার আম্ফান সার্ভের আগেই জেলা সফরে বেরোচ্ছেন দিলীপ, ঘোষণা বিজেপির রাজ্যসভাপতির

মমতার আম্ফান সার্ভের আগেই জেলা সফরে বেরোচ্ছেন দিলীপ, ঘোষণা বিজেপির রাজ্যসভাপতির

Google Oneindia Bengali News

আম্ফানের দাপটে ক্ষতি গ্রস্ত শহর থেকে গ্রাম। আবহাওয়ার উন্নতি হলে দুই ২৪ পরগনায় আকাশ পথে সার্ভে করবেন তিনি। বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক করে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই ময়দানে নেমে পড়তে চান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামী কাল থেকেই তিনি জেলা সফর শুরু করবেন বলে জানিয়েছেন।

জেলা সফরে যাবেন দিলীপ

জেলা সফরে যাবেন দিলীপ

আম্ফানের অভিঘাত কোন জেলায় কতটা তীব্র তা সরজমিনে খতিয়ে দেখতে আগামিকাল থেকেই জেলা সফরে যাবেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার নিজের বাড়িতেই সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন বিেজপির রাজ্য সভাপতি। তবে তার জন্য রাস্তা ঠিক হতে হবে। তাই যেখানে রাস্তা পরিষ্কার পাবেন সেখানেই আগে সফর করবেন বলে জানিয়েছেন তিনি। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, একদিন যাব বাসন্তী, গোসাবা, আর একদিন নামখানা, মেদিনীপুরের কাঁথি তমলুকে যাওয়ার পরিকল্পনা রয়েছে দিলীপের।

রাজ্য সরকারকে সহযোগিতার বার্তা

রাজ্য সরকারকে সহযোগিতার বার্তা

প্রবল প্রতিপক্ষ হলেও রাজ্যের এই কঠিন পরিস্থিতিতে সরকারকে সবরকরম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আম্ফানের আগেই নাকি বিজেপি কর্মীরা মানুষকে সচেতন করেছেন। জেলায় জেলায় কতটা ক্ষতি হয়েছে। কত বাড়ি ঘর ভেঙেছে তার খোঁজ খবর নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট পাঠাবেন বলে জানিয়েছেন দিলীপ।

নজরে বিধানসভা ভোট

নজরে বিধানসভা ভোট

সামনেই রাজ্যের বিধানসভা ভোট। করোনার জেরে সংগঠন জোরদার করার কাজে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর বেশি সময় নেই হাতে। তাই এই সুযোগকে হাত ছাড়া করতে চাননি িবজেপির রাজ্য সভাপতি। যত দ্রুত সম্ভব মানুষের পাশে দাঁড়িয়ে বিজেপির ভাবমূর্তি জনমানসে আরও সুগঠিত করে গড়ে তুলতে চান।

অমিত শাহের ফোন মমতাকে

অমিত শাহের ফোন মমতাকে

আম্ফান নিয়ে রাজ্যের পরিস্থিতি জানতে চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজ্যকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ।

আম্ফানে বাংলায় 'ন্যূনতম ক্ষতি' হয়েছে, জানালেন মর্মাহত রাজ্যপালআম্ফানে বাংলায় 'ন্যূনতম ক্ষতি' হয়েছে, জানালেন মর্মাহত রাজ্যপাল

English summary
Dilip Ghosh going to visit cyclone amphan effected district in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X