For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সব থেকে বেশি অপমান যাদের, তারাই প্রণববাবুকে নিয়ে মরা কান্না কাঁদছেন! ব্যাখ্যা করলেন দিলীপ ঘোষ

সব থেকে বেশি অপমান যাদের, তারাই প্রণববাবুকে নিয়ে মরা কান্না কাঁদছেন! ব্যাখ্যা করলেন দিলীপ ঘোষ

  • |
Google Oneindia Bengali News

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে ভারত রাজনীতির এক অভিভাবককে হারাল এদিন সকালে চা চক্রে বেরিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, যারা প্রণববাবুকে সব থেকে বেশি অপমান করেছেন, অসম্মান করেছে, ভোট দেননি, তারাই আজ মরা কান্না কাঁদছেন।

 রাজ্যে চলছে ২১-এর আইন

রাজ্যে চলছে ২১-এর আইন

কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন, রাজ্যে একুশের আইন চলছে। কোনও আইন রাজ্যে মান হয় না। একইসঙ্গে তিনি বলেন, কোন দফতরে কত টাকা আসছে, কত খরচ হচ্ছে তার কোনও হিসেব নেই।

পরিবর্তনের পরিবেশ শেষ করে দেওয়া হচ্ছে

পরিবর্তনের পরিবেশ শেষ করে দেওয়া হচ্ছে

দিলীপ ঘোষ বলেন, পরিবর্তনের জন্য প্রয়োজন গণতান্ত্রিক পরিবেশ। সেই পরিবেশ শেষ করে দেওয়া হচ্ছে। এব্যাপারে তিনি পঞ্চায়েত নির্বাচনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সেই নির্বাচনে ৪০ শতাংশ প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল।

প্রণববাবুকে অসম্মান করে এখন মরা কান্না

প্রণববাবুকে অসম্মান করে এখন মরা কান্না

দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, সেই সরকারের মুখ্যমন্ত্রী সব কিছুকে হাইজ্যাক করে নেন। দুর্ভাগ্য তারা কান্নাকাটি শুরু করেছেন। তিনি আরও বলেন, যারা প্রণববাবুকে সব থেকে বেশি অপমান করেছেন, অসম্মান করেছে, ভোট দেননি, তারাই আজ মরা কান্না কাঁদছেন।

মোদী প্রণব মুখোপাধ্যায়কে অভিভাবক মনে করতেন

মোদী প্রণব মুখোপাধ্যায়কে অভিভাবক মনে করতেন

মোদী তাঁকে অভিভাবক মনে করতেন বলে জানিয়েছেন তিনি। সেই মতো তাঁকে সম্মানও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি উল্লেখ করেন প্রণব মুখোপাধ্যায়ের ঘোষিত রাজনীতির বিরোধী ছিলেন তাঁরা।

লাদাখে চিনের উন্নত প্রযুক্তির সেন্সরকে উপেক্ষা করে লালফৌজের টুঁটি টিপে ধরে ভারত! কিছু তথ্য়লাদাখে চিনের উন্নত প্রযুক্তির সেন্সরকে উপেক্ষা করে লালফৌজের টুঁটি টিপে ধরে ভারত! কিছু তথ্য়

English summary
Dilip Ghosh criticises TMC on respect to Ex President Pranab Mukherjee's death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X