For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘আম্ফানে’র পর চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়‘ গতি’! পুজোর বাংলায় দুর্যোগের অশনি সংকেত

‘আম্ফানে’র পর চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়‘গতি’! পুজোর বাংলায় দুর্যোগের অশনি সংকেত

Google Oneindia Bengali News

পুজোর আকাশে ফের দুর্যোগের মেঘ ঘনিয়ে আসছে। একে তো করোনা ভাইরাসের থাবা আছেই। তার উপর আকাশের কোণে দেখা দিয়েছে দুর্যোগের মেঘ। সাগরে দেখা দিয়েছে জোড়া নিম্নচাপ। তা দেখেই আবহাওয়া দফতর যা পূর্বাভাস দিয়েছে, তাতে অশনি সংকেত দেখছে বাংলা। এর আগে আম্ফান তাণ্ডব চালিয়ে গিয়েছে, এবার হানা দিতে পারে ঘূর্ণিঝড় 'গতি'।

‘আম্ফানে’র পর ধেয়ে আসবে ঘূর্ণিঝড় ‘গতি’

‘আম্ফানে’র পর ধেয়ে আসবে ঘূর্ণিঝড় ‘গতি’

২০২০-র ২০ মে বাংলার বুকে হানা দিয়েছিল ঘূর্ণিঝড় আম্ফান। তার জেরে বাংলার সমুদ্র তীরবর্তী জেলাগুলি লন্ডভন্ড হয়ে গিয়েছিল। বাংলা এখনও সেই ধ্বংসলীলার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লেগে গিয়েছিল এক মাসেরও বেশি। আবারও কি বাংলা অভিমুখেই ধেয়ে আসবে ঘূর্ণিঝড় ‘গতি'।

ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা

ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা

হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, অক্টোবরে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এর মধ্যে একটি নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ৩০ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আর একটি নিম্নচাপ তৈরি হয়েছে।

সমুদ্র পেরিয়ে কবে হানা দিতে পারে ঘূর্ণিঝড়

সমুদ্র পেরিয়ে কবে হানা দিতে পারে ঘূর্ণিঝড়

দ্বিতীয় নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এবং এই ঘূর্ণিঝড় ভেস্তে দিতে পারে দুর্গাপুজোর আনন্দ। আবহবিদরা মনে করছেন, অক্টোবরের তৃতীয় সপ্তাহে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। তবে এখনই সুস্পষ্ট নয় কোনদিকে অভিমুখ হতে পারে ওই ঘূর্ণিঝড়ের।

কোন দিকে অভিমুখ হতে পারে ঘূর্ণিঝড়ের

কোন দিকে অভিমুখ হতে পারে ঘূর্ণিঝড়ের

আবহবিদরা মনে করছেন, নিম্নচাপ ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তা এবার বাংলাদেশের দিকে বয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাংলার রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে. তবে আতাস পড়তে পারে বাংলাতেও। এবার প্রকৃতির খেয়ালে যদি ঝড়ের অভিমুখ অন্য দিকে ঘরে যায়, তখন বাংলাও প্রকোপে পড়তে পারে।

এবার আসছে ঘূর্ণিঝড় ‘গতি’, সিঁদুরে মেঘ আকাশে

এবার আসছে ঘূর্ণিঝড় ‘গতি’, সিঁদুরে মেঘ আকাশে

এবার যে ঘূর্ণিঝড় বয়ে আসবে, তার নাম হবে ‘গতি'। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, যদি নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে তার নাম হবে ‘গতি'। উত্তর ভারত মহাসাগরীয় ক্ষেত্রে নয়া তালিকায় দ্বিতীয় ঝড় হল ‘গতি'। এই নাম দিয়েছে ভারত। এর আগে নয়া তালিকার প্রথম ঝড় নিসর্গ আছড়ে পড়ে মুম্বইয়ে। এবার গতি আসে কি না তারই প্রতীক্ষায় সিঁদুরে মেঘ দেখছে বাংলা।

নতুন তালিকায় ভারতের দেওয়া প্রথম নাম

নতুন তালিকায় ভারতের দেওয়া প্রথম নাম

উত্তর ভারত মহাসাগরীয় সাইক্লোনের নতুন তালিকার ১৩টি দেশ এবার ১৩টি করে ঝড়ের নাম দিয়েছে। তার মধ্যে প্রত্যেকে প্রথম যে একটি করে ঝড়ের নামকরণ করেছে তা হল পর্যায়ক্রমে- নিসর্গ, গতি, নিভার, বুরেভি, তকলি, যাস, গুলাব, শাহীন, জওয়াদ, অশনি, সিতরং, ম্যানডৌস এবং মোচা। এর মধ্যে পূর্ব তালিকার শেষ ঝড় ‘আম্ফানে'র পর ঘূর্ণিঝড় ‘নিসর্গ' আছড়ে পড়ে মুম্বইয়ে। পরবর্তী ঝড় ‘গতি' এখনও অপেক্ষমান।

প্রতীকী ছবি

বিহারে বিরোধী শিবিরে শুটারের হানা! নেতার মেয়ের যোগ বিজেপিতে বিহারে বিরোধী শিবিরে শুটারের হানা! নেতার মেয়ের যোগ বিজেপিতে

English summary
Cyclone ‘Gati’ can rush toward Bengal or Bangladesh in Durga Puja season according to weather forecast
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X