For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE ঘূর্ণিঝড় আম্ফান: কলকাতায় ধীরে ধীরে স্বাভাবিকের পথে বিদ্যুৎ পরিষেবা

  • By
  • |
Google Oneindia Bengali News

সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আম্ফান সুপার সাইক্লোনে পরিণত হয়ে কলকাতাকে কার্যত তছনছ করে দিয়েছে। বলা হয়েছিল, ১৯৯৯ সালে ওড়িশায় যে সাইক্লোন হয়েছিল, এই ঘূর্ণিঝড়ের গতি সেটাকেও ছাপিয়ে যাবে। প্রায় ২০০ কিমি বেগে তা স্থলভাগে আছড়ে পড়ার কথা ছিল। কলকাতার ওপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে ১৩৩ কিলোমিটার বেগে। বাংলা ও ওড়িশায় চূড়ান্ত সতর্কতা নেওয়া হলেও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। একনজরে দেখে নেওয়া যাক এই সাইক্লোনের সমস্ত আপডেট।

LIVE ঘূর্ণিঝড় আম্ফান

Newest First Oldest First
10:39 AM, 25 May

১০০ ঘণ্টা ধরে বিদ্যুৎ সংযোগ নেই রাজ্যের বিভিন্ন জায়গায়।
10:31 AM, 25 May

আম্ফানের দাপটে উপড়ে পড়া গাছ কাটতে দেরি হওয়ার জন্য সিইএসসি-কে দায়ি করলেন ফিরহাদ হাকিম।
10:28 AM, 25 May

অন্ধ্রপ্রদেশ থেকে রাজ্যে ফিরে হতভম্ব শ্রমিকরা। স্বস্তি পাওয়ার জায়গায় আমফান বিদ্ধস্ত গ্রাম দেখে দিশেহারা হয়ে পড়েছেন সাগর দ্বীপে ফেরা ২৫ জন শ্রমিক।
10:03 AM, 25 May

দক্ষিণবঙ্গের ৩-৪ জেলা হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা ও আশপাশের আকাশ মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে।
10:02 AM, 25 May

আগামী ৩-৪ দিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
7:17 AM, 25 May

রাজ্যের বিভিন্ন অংশে ধীরে ধীরে ফিরছে বিদ্যুৎ পরিষেবা।
12:49 AM, 25 May

আম্ফানের তাণ্ডবে বিধ্বস্ত ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশনগুলিও। ৬ মাসও হয়নি চালু হয়েছে পরিষেবা। অত্যাধুনিক পরিষেবা দিয়ে সাজানো স্টেশনগুলিতে তাণ্ডব চালিয়েছে আম্ফান। কোথাও উড়ে গিয়েছে স্টেশনের শেড। কোথাও কাচ ভেঙে পড়ে রয়েছে প্লাটফর্মে।
12:49 AM, 25 May

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে কলকাতায় দেশীয় বিমান পরিষেবা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার নয় কলকাতায় অভ্যন্তরীন বিমান পরিষেবা শুরু হবে ২৮ মে থেকে। যদিও সারা দেশে ২৫ তারিখ থেকে চালু হচ্ছে এই পরিষেবা।
12:47 AM, 25 May

আম্ফান বিধ্যস্ত এলাকায় রান্না করা খাবার বিতরন শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ।সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, আম্ফান আছড়ে পড়ার পরের দিনই উত্তর ২৪ পরগনার মহেন্দ্রগঞ্জে রান্না করা খাবার বিতরন শুরু হয়। শনিবার থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে হিঙ্গলগঞ্জ ও যোগেশগঞ্জে ২০ হাজার লোকের জন্যে রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু হয়েছে। রবিবার থেকে দুই ২৪ পরগনায় পুরদমে এই কাজ শুরু হয়েছে।
5:23 PM, 24 May

কলকাতা, সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আসছে বিদ্যুৎ পরিষেবা। সিইএসই-র দেওয়া তথ্য অনুযায়ী রবিবার দুপুরে যাদবপুর, সেলিমপুর, মুকুন্দপুর, পাচুলি, সার্ভে পার্কে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রয়েছে। বিদ্যুৎ রয়েছে রিজেন্ট পার্ক এস্টেট, এনএসসি বোস রোড, বেহালা চৈরাস্তা, জেমস লঙ সরনি, শীলপাড়া, লেকডাউন, যশোহর রোডের একদিকে, নাগেরবাজার, রারসবিহারী কানেক্টর , বিবি চ্যাটার্জি স্ট্রিটে।
4:40 PM, 24 May

ফনী, বুলবুলের দাপট সামলে দিয়েছিল হাওড়ার শিবপুরের ২৭০ বছরের ঐতিহাসিক বিরল বটগাছটি। মাটি আঁকড়ে পড়েছিল ঐতিহ্য মণ্ডিত বোটানিক্যাল গার্ডেনের এক কোণে। লড়ে চলেছিল অবিরাম। কিন্তু সে লড়াই শেষ হয় গত ২০ মে। ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া হাওয়ার ঝাপটায় নিজেকে আর সামলাতে পারেনি।
3:36 PM, 24 May

হুগলিতে আম্ফান বিধ্বস্ত এলাদা দেখতে গিয়ে বাধা পেলেন সায়ন্তন।
3:36 PM, 24 May

সাইক্লোন বিধ্বস্ত এলাকা দেখতে রাজ্যে তমলুকে বাধা পেলেন দিলীপ ঘোষ।
2:27 PM, 24 May

দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি জায়গায় এলো বিদ্যুৎ।
1:02 PM, 24 May

ওড়িশাকে ৫০০ কোটি টাকা অনুদান কেন্দ্রের।
12:33 PM, 24 May

বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন বিজেপি নেতা-কর্মীদের। তিনি বলেন, কেন্দ্রে রাজ্যের ঘূর্ণিঝড়বিধ্বস্ত এলাকায় ত্রাণের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।
12:33 PM, 24 May

আম্ফানের ত্রাণ নিয়ে মোদী চলে যাওয়ার পর থেকেই মমতাকে একহাত নিয়েছেন বঙ্গ বিজেপির নেতা-নেত্রীর।
12:32 PM, 24 May

ঐশীর কথায়, প্রধানমন্ত্রীর দেওয়া হাজার কোটির গ্রাউন্ড রিয়্যালিটি শূন্য। এই হাজার কোটির অনুদান সাধারণ মানুষের হাতে পৌঁছলে তবেই এর গুরুত্ব থাকবে।
10:14 AM, 24 May

এদিন সকালে একটি টুইটে রাজ্যপাল জানান, রাজ্যের বিভিন্ন অংশের পরিস্থিতি দেখে আমি কষ্ট পাচ্ছি। ভয়াবহ পরিস্থিতি গোটা দেশে। বহুদিন ধরে অত্যাবশ্যকীয় পরিষেবা পাচ্ছে না রাজ্যগুলি।
7:19 AM, 24 May

আজও রাজ্য়ের কিছু অংশে বৃ্ষ্টির আশঙ্কা
11:32 PM, 23 May

বাংলায় ঘূর্ণিঝড় বিধ্বস্ত অবস্থা সামাল দিতে ৫০০ জন বিপর্যয় মোকাবিলা ও দমকল বিভাগের কর্মী পাঠাচ্ছে ওড়িশা সরকার। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক নিজেই সেকথা জানিয়েছেন।
11:32 PM, 23 May

রাজ্য সরকারের আবেদনের পর কেন্দ্রীয় বাহিনী নামল ঘূর্ণিঝড় বিধ্বস্ত বাংলার মাটিতে উদ্ধারের কাজে।
11:31 PM, 23 May

শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিকে উৎসাহ না দেওয়ার আবেদন জানালেন রাজ্যবাসীর কাছে।
4:03 PM, 23 May

ঘূর্ণিঝড় বিধ্বস্ত কলকাতায় রাণীকুঠি থেকে বাঘাযতীন রাস্তার বিভিন্ন জায়গায় জল ও বিদ্যুতের দাবিতে সাধারণ মানুষের রাস্তা অবরোধ।
4:03 PM, 23 May

এখনও কলকাতা বিভিন্ন জায়গায় বড় বড় গাছ পড়ে রয়েছে। পড়ে রয়েছে বিদ্যুৎ এর খুঁটি সহ বিভিন্ন জঞ্জাল। কলকাতায় যেভাবে গাছ, ইলেকট্রিক পোল সহ একাধিক জিনিস পড়ে রয়েছে সেটা সরাতে আরও দু তিন দিন লাগতে পারে বলে মনে করছে কলকাতা পুরসভা।
4:01 PM, 23 May

কলকাতার পাঁচটি জায়গা উদ্ধার কাজে নামলেন কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এন ডি আর এফ ইন্ডিয়া। এক একটা টিম এর সঙ্গে রয়েছেন 18 জন করে সদস্য। একজন ইন্সপেক্টর, সব ইন্সপেক্টর সহ মত 18 জন এক একটি জায়গা নেমেছেন সুপার সাইক্লোন অম্ফান এর বিদ্ধস্ত ক্ষতিগ্রস্ত গাছগুলো কে কেটে ফেলে রাস্তা পরিষ্কার করার কাজে। এই ধরনের পাঁচটা টিম বিভিন্ন ভাবে ভাগ করে কলকাতা মূল পথ থেকে গাছ গুলো সরানো কাজে নেমে পড়েছে। এই কাজে তার দক্ষতা অর্জন করার ফলে খুব তাড়াতাড়ি উদ্ধার কাজ করে ফেলছেন তারা।
4:01 PM, 23 May

আম্ফান বপর্যয় পরিদর্শনে আসবে কেন্দ্রীয় প্রতিনিধিদল। তাঁরা যেন সঠিক তথ্য পান সেবিষয়ে প্রশাসনকে সচেতন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বসিরহাটের আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন। তারপরে রাজ্যেকে প্রাথমিক ভাবে ১০০০ কোটি টাকা আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন।
4:00 PM, 23 May

বছরের প্রথম সাইক্লোন আম্ফান বা আমফানের (থাইল্যান্ডের স্থানীয় উচ্চারণ উমপুন) তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলার বিস্তীর্ণ অঞ্চল। বিশেষ করে দুই ২৪ পরগনা বিধ্বস্ত আম্ফানের তাণ্ডবে। বঙ্গোপসাগর দিয়ে এই সুপার সাইক্নোন বয়ে যাওয়ার পরই আরও এক মহাপ্রলয় অপেক্ষা করছে। তার নাম নিসর্গ।
10:53 AM, 23 May

বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও। সামান্য হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।
10:53 AM, 23 May

উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।
READ MORE

English summary
Cyclone Amphan in West Bengal live updates in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X