For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিছিয়ে গেল কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ! অঙ্কিতা-কাণ্ডের পরে কারণ নিয়ে জল্পনা

পিছিয়ে গেল কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ! অঙ্কিতা-কাণ্ডের পরে কারণ নিয়ে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

নোটিশ দিয়ে স্থগিত করে দেওয়া হল কলেজ সার্ভিস কমিশনের (college service commission) ইন্টারভিউ (interview)। কলেজ সার্ভিস কমিশনের প্যানেলে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (paresh adhikari) কন্যা অঙ্কিতা অধিকারীর (ankita adhikari)
নাম-সহ তালিকা সামনে আসার পরে এই ইন্টারভিউ স্থগিত নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও কলেজ সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে অন্য কারণ দেখানো হয়েছে।

পরীক্ষা স্থগিতের নির্দেশিকা কলেজ সার্ভিস কমিশনের

পরীক্ষা স্থগিতের নির্দেশিকা কলেজ সার্ভিস কমিশনের

রলেজ সার্ভিস কমিশনের তরফে ২৭ মে নির্দেশিকা প্রকাশ করে বলা হয় সহকারী অধ্যাপক নিয়োগের জন্য জুন মাসে যে ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত থাকছে। কারণ হিসেবে বলা হয়েছে, দফতেরর কিছু মেরামতির কাজের জন্য পরীক্ষার নির্ধারিত সূচি বাতিল করা হয়েছে। তবে জুলাই মাসে ফের ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, সেই সময় কোন কোন দিন ইন্টারভিউ নেওয়া হবে, তা কমিশনের ওয়েবসাইটে
আপলোড করা হবে।

জল্পনা উড়িয়েছে কলেজ সার্ভিস কমিশন

জল্পনা উড়িয়েছে কলেজ সার্ভিস কমিশন

তাহলে কি অঙ্কিতা অধিকারীকে নিয়ে কোনও সমস্যা। এব্যাপারে কলেজ সার্ভিস কমিশনের তরফে বলা হয়েছে বিষয়টি নিয়ে জল্পনার কোনও কারণ নেই। এছাড়া এমন কোনও নির্দেশ নেই যে অঙ্কিতাকে ডাকা যাবে না। মেরিট লিস্টে থাকলে কেন ডাকা যাবে না, তা নিয়ে প্রশ্ন করেছে কলেজ সার্ভিস কমিশন। পাশাপাশি কলেজ সার্ভিস কমিশনের তরফে বলা হয়েছে, নামের প্রথম হরফ যে ভাবে এসেছে, সেইভাবেই তালিকা তৈরি করা হয়েছে। সব আবেদনকারীই কলেজ সার্ভিস কমিশনের
কাছে সমান বলে দাবি।তবে সরকারিভাবে কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইন্টারভিউ দেননি পরেশ কন্যা

ইন্টারভিউ দেননি পরেশ কন্যা

এদিকে, জানা গিয়েছে, ২৬ এপ্রিল কলেজ সার্ভিস কমিশনে সহকারী অধ্যাপক পদের জন্য ইন্টারভিউ দেওয়ার কথা ছিল অঙ্কিতা অধিকারীর। কিন্তু তিনি ওইদিন ইন্টারভিউ দেননি বলেই জানা গিয়েছে।

অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখান্তের নেটিশ

অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখান্তের নেটিশ

স্কুল সার্ভিস কমিশনে চাকরিতে ইন্টারভিউ না দিয়ে সহকারী শিক্ষকপদে চাকরি পান অঙ্কিতা অধিকারী। সেই সংক্রান্ত মামলার শুনানিতে কড়া সাজা শোনায় হাইকোর্ট। পাশাপাশি গত কয়েকমাসে যে টাকা তিনি অঙ্কিতা নিয়েছেন, দুমাসের মধ্য দু কিস্তিতে ফেরতের নির্দেশও দেয় আদালত। তবে এব্যাপারে কমিশনের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্রের খবর অনুযায়ী, পরেশ অধিকারীকে সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন, মেয়ের চাকরি কীভাবে হলো, কার কাছে সুপারিশ করেছিলেন মন্ত্রী, সেই প্রশ্নও তোলেন সিবিআই আধিকারিকরা।

'আন্ডার প্রসেস ব্যাপারটা কী?' কত টাকা ঘুষ প্রশাসনের বৈঠকই ফাঁস করলেই মমতাই 'আন্ডার প্রসেস ব্যাপারটা কী?' কত টাকা ঘুষ প্রশাসনের বৈঠকই ফাঁস করলেই মমতাই

English summary
College Service Commission of WB postpones interview after list comes including Ankita Adhikari's name
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X