For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এ প্রান্তিক ভোট ফেরানোর লক্ষ্যে ‘মাস্টারস্ট্রোক’, বাজেটে ‘ছক্কা’ হাঁকালেন মমতা

২০২১-এ প্রান্তিক ভোট ফেরানোর লক্ষ্যে ‘মাস্টারস্ট্রোক’, বাজেটে ‘ছক্কা’ হাঁকালেন মমতা

Google Oneindia Bengali News

বাজেট ২০২০-র, লক্ষ্য ২০২১। প্রান্তিক ভোটের দিকে চেয়েই বাজেট করল মমতার সরকার। ছ-টি এমন প্রকল্প আনা হচ্ছে এবার বাজেটে, যাতে বিশেষ সুবিধা পাবেন প্রান্তিক মানুষ। হাতছাড়া ভোটব্যাঙ্ক ফেরাতেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাজেটে নিয়েছেন, তা ১০০ শতাংশ নিশ্চিত রাজনৈতিক মহল।

মমতার মাস্টারস্ট্রোক

মমতার মাস্টারস্ট্রোক

২০২১-এর ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। তাই তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নিলেন। বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১-এর ভোটের আগে ‘ছক্কা' হাঁকালেন। যা তাঁকে বিধানসভা ভোটের আগে নতুন করে মাইলেজ দিতে পারে।

‘হাসির আলো’

‘হাসির আলো’

দিল্লির তখতে বসে অরবিন্দ কেজরিওয়াল বিদ্যুৎ মাশুল কমিয়ে দিয়েছিলেন। এবার তিনি ২০০ ইউনিট পর্যন্ত নিঃশুল্ক বিদ্যুৎ পরিষেবা ঘোষণা করেন। সেই মোতাবেক মমতা বন্দ্যোপাধ্যায়ও ‘হাসির আলো' প্রকল্প চালু করলেন। এই প্রকল্পে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা ফ্রিতে পাবেন রাজ্যবাসী। যাঁরা তিনমাসে ৭৫ ইউনিট বিদ্যুৎ খরচ করেন, তাঁদের জন্যই এই পরিষেবা। ২০০ কোটি টাকা বরাদ্দ হল এই বাজেটে। ৩৫ লক্ষ পরিবার এর সুবিধা পাবে

‘চা সুন্দরী’

‘চা সুন্দরী’

চা শ্রমিকদের জন্যও এবার কল্পতরু হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গৃহহীন চা শ্রমিকদের জন্য ‘চা-সুন্দরী' প্রকল্প চালু করলেন। এই প্রকল্পে গৃহহীন চা শ্রমিকরা বাড়ি পাবেন। চা শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা ভেবেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে বরাদ্দ করা হল ৫০০ কোটি টাকা। রাজ্যে প্রায় ৩৫০টি চা বাগান আছে। যেখানে বেশিরভাগ শ্রমিকই মহিলা এবং আদিবাসী। তাঁরা পরিষেবা পাবেন এই প্রকল্পে।

‘জয় জহর’

‘জয় জহর’

আদিবাসীদের জন্য এবার বাজেট এক পেনশন প্রকল্প আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা কোনওদিন পেনশন পান না, এমন পরিবার ষাটোর্ধ আদিবাসীরা এক হাজার টাকা করে মাসে ভাতা পাবেন। এই প্রকল্পে প্রায় চার লক্ষ মানুষ সুবিধা পাবেন। বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা।

‘বন্ধু’

‘বন্ধু’

আদিবাসীদের জন্য যখন ‘জয় জহর' প্রকল্প আনা হয়েছে, তখন তপশিলিদের জন্যও ‘বন্ধু' প্রকল্পে এমনই এক পরিষেবা এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে তপশিলি মানুষেরা মাসে এক হাজার টাকা করে ভাতা পাবেন। এই প্রকল্পে ২১ লক্ষ মানুষ পরিষেবা পাবেন। বরাদ্দ করা হয়েছে মোট ২৫০০ কোটি টাকা।

সামাজিক সুরক্ষা প্রকল্প

সামাজিক সুরক্ষা প্রকল্প

অসংগঠিত শ্রমিকদের জন্য একটি সামাজিক সুরক্ষা প্রকল্প আগেই চালু করা হয়েছিল। এই প্রকল্পে এবার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল। এই প্রকল্পে ২৫ টাকা করে প্রত্যেক শ্রমিককে দিতে হত। সেই টাকা আর দিতে হবে না অসংগঠিত শ্রমিকদের। এবার থেকে রাজ্যই ওই ২৫ টাকা করে দিয়ে দেবে। রাজ্যের প্রদেয় ৩০ টাকা তো দেবেই। বিনা ব্যয়ে সামাজিক সুরক্ষা পাবেন অসংগঠিত শ্রমিকরা।

কর্মসাথী প্রকল্প

কর্মসাথী প্রকল্প

এবার বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্যও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বেকার যুবক-যুবতীরা কর্মসাতী প্রকল্পে ২ লক্ষ টাকা অনুদান পাবেন। রাজ্যের প্রায় এক লক্ষ বেকার যুবক-যুবতী এই আওতায় আসবেন। তিন বছর ধরে এই প্রকল্প জারি থাকবে। এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা।

English summary
CM Mamata Banerjee gives masterstroke to take plan of 6 projects in budget. TMC government proposes six plans to return losing vote before 2021 Assembly Election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X