পঞ্চম শ্রেণি এবার থেকে পড়তে হবে প্রাথমিকেই! স্কুল শিক্ষা দফতরের নয়া নির্দেশিকা
এবার প্রাথমিক বিদ্যালয়েই অন্তর্ভুক্ত হচ্ছে পঞ্চম শ্রেণি। অর্থাৎ আর পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে হাইস্কুলে প্রবেশের ছাড়পত্র মিলছে না। আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণি প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত হচ্ছে। রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে এমনই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। রাজ্যের প্রায় ১৮ হাজার স্কুলে অন্তর্ভুক্ত হচ্ছে পঞ্চম শ্রেণি।
রাজ্য শিক্ষা দফতর জেলা প্রাথমিক স্কুল পরিদর্শকদের কাছে থেকে স্কুলের পরিকাঠামোগত রিপোর্ট চেয়ে পাঠায়।

সেইসব স্কুলগুলির মধ্যে পরিকাঠামো রয়েছে এমন স্কুলগুলিতেই এই অন্তর্ভুক্তি হচ্ছে। বাকি স্কুলে পরিকাঠামো গড়ে তোলার পর পঞ্চম শ্রেণির অন্তর্ভূক্ত করা হবে।
একইসঙ্গে জানানো হয়েছে আপার প্রাইমারি স্কুলগুলিও পঞ্চম শ্রেণিতে ভর্তি নিতে পারবে এবার। তবে ২০২১ থেকে আপার প্রাইমারি স্কুলগুলি ভর্তি করতে পারবে না পঞ্চম শ্রেণিতে। তাদের স্থানীয় প্রাথমিক স্কুলগুলি থেকে পঞ্চম শ্রেণি পাস ছাত্রছাত্রীদের ভর্তি নিতে হবে। অর্থাৎ আপার প্রাইমারি থেকে উঠে যাবে পঞ্চম শ্রেণি।
রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, সর্বভারতীয় ব্যবস্থার সঙ্গে সাযুজ্য বজায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইমতো এবার কিছু প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি চালু করা হচ্ছে। আগামী বছর পরিকাঠামো বাড়িয়ে অন্য স্কুল গুলিতেও চালু হয়ে যাবে।