For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

BreakingNow: একেবারে ভিডিও নিয়ে শিল্প সদনে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে পৌঁছে গেল সিবিআই

আইকোর চিটফান্ড মামলাতে সিবিআই স্ক্যানারে শিল্পমন্ত্রী পার্থ চট্টপাধ্যায়। এর আগে একাধিকবার এই মামলাতে বর্ষীয়ান এই নেতাকে এই মামলাতে জেরা করতে চেয়ে নোটিশ পাঠায় সিবিআই। কিন্তু বারবার কাজের অজুহাতে এড়িয়ে গিয়েছেন জেরা পর্ব।

  • |
Google Oneindia Bengali News

আইকোর চিটফান্ড মামলাতে সিবিআই স্ক্যানারে শিল্পমন্ত্রী পার্থ চট্টপাধ্যায়। এর আগে একাধিকবার এই মামলাতে বর্ষীয়ান এই নেতাকে এই মামলাতে জেরা করতে চেয়ে নোটিশ পাঠায় সিবিআই। কিন্তু বারবার কাজের অজুহাতে এড়িয়ে গিয়েছেন জেরা পর্ব। এমনকি আজ সোমবারও সিবিআই জেরা পর্ব এড়িয়ে যান পার্থ চট্টপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে পৌঁছে গেল সিবিআই

ভোটের কাজে ব্যস্ততার কারনে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে দাবি সিবিআইকে চিঠি দিয়ে জানান পার্থবাবু। কিন্তু নতুন করে তাঁকে সময় দিতে নারাজ তদন্তকারীরা। আর সেই কারনে খোদ পার্থ চট্টয়াপধায়ের অফিস শিল্পসদনে পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় হাজিরা দিচ্ছেন না, এই তথ্য জানার পরেই তাঁর খোঁজ শুরু করেন আধিকারিকরা। কোথায় আছেন শিল্পমন্ত্রী? সেই বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেন আধিকারিকরা।

তাঁরা জানতে পারেন আর কিছুক্ষনের মধ্যে তাঁর দফতরে শিল্প সদনে যাচ্ছেন মন্ত্রী। আর তা জানা মাত্র আইকোর মামলার তদন্তকারী আধিকারিককে নিয়ে সোজা পার্থ চট্টোপাধ্যায়ের অফিসে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

সূত্রের খবর, একেবারে কোমর বেঁধে এসেছেন আধিকারিকরা। সঙ্গে একগুচ্ছ ফাইল তাঁরা নিয়ে এসেছেন। মনে করা হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়কে বেশ কিছু কাগজপত্র দেখিয়ে জেরা করতে পারেন আধিকারিকরা। এমনকি আইকোরের এক অনুষ্ঠানে উপস্থিত হইয়ে পার্থবাবু যে বক্তব্য রেখেছিলেন সেই ভিডিও তদন্তকারীরা সঙ্গে নিয়ে এসেছেন বলে খবর। তা দেখিয়ে তাঁকে জেরা করতে পারেন আধিকারিকরা।

উল্লেখ্য, ভুঁইফোড় অর্থলগ্নিকারী সংস্থা আইকোরের একটি অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়কে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, ওই অনুষ্ঠানে আইকোর কর্তা অনুকুল মাইতি সহ একাধিক ব্যাক্তিদের ভূয়ষী প্রশংসাও করতে শোনা যায় পার্থবাবুর গলাতে। কেন রাজ্যের একজন বিধায়ক তথা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এরকম একটি অনুষ্ঠানে হাজির হলেন তিনি, তা নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

শুধু তাই নয়, কেন্দ্রীয় সংস্থার দাবি, আইকোরের ওই অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়কে সরকারি সাহায্যের কথা বলতে শোনা গিয়েছিল। একটি বেসরকারি চিটফান্ড সংস্থাকে কী ভাবে একজন মন্ত্রী সাহায্যের কথা বলতে পারেন? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে সিবিআই।

আইকোর সংস্থার সঙ্গে পার্থবাবুর কী সম্পর্ক? তাঁর সঙ্গে ওই সংস্থার কোনও ধরনের আর্থিক লেনদেন হয়েছিল কি? এই সংক্রান্ত বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অন্যদিকে নাকতলার একটি ক্লাবে আইকোর বেশ কিছু টাকা ঢেলেছিলেন আইকোর কর্তা। সেই ক্লাবের সঙ্গে যোগ রয়েছে পার্থবাবুর। সেই লেনদেন কেন হয়েছিল সেই বিষয়েও পার্থবাবুর কাছ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে চাইবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য এই মামলাতে ের আগে একাধিকবার তলব করা হয় পার্থ চট্টয়াপধায়কে। হাজিরা দেননি।

Recommended Video

একেবারে ভিডিও নিয়ে শিল্প সদনে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে পৌঁছে গেল সিবিআই | Oneindia Bengali

কিন্তু আজ একেবারে খোদ মন্ত্রীর অফিসে পৌঁছে গেলেন আধিকারিকরা।

English summary
CBI reached to question Partha Chatterjee at minister's office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X