এবার বাংলা 'পাখির চোখ', বিজেপিতে 'বিভাজন'-এর নয়া কৌশল মুকুল-দিলীপের
মোদীর রাজ্যে যুদ্ধ শেষ। এবার যুদ্ধ শুরু বাংলায়। গুজরাট ভোটের ফল বেরনোর পর বাংলার গ্রাম দখলে প্রতিটি সাংগঠনিক জেলায় একটি করে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি। বিজেপি তিনটি দলে ভাগ হয়ে বাংলা চষে বেড়াবে। রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। তিনটি পৃথক দল নির্বাচনও হয়ে গিয়েছে। তিনটি দলে প্রধান কাণ্ডারিরা হলেন মুকুল রায়, দিলীপ ঘোষ ও রাহুল সিনহা।

নির্ধারিত হয়েছে, মুকুলের দলে থাকছেন রূপা গঙ্গোপাধ্যায় ও শমীক ভট্টাচার্য। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দলে রয়েছেন বাবুল সুপ্রিয় ও জয় বন্দ্যোপাধ্যায়। এবং বিজেপির কেন্দ্রীয় নেতা তথা রাজ্য বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রাহুল সিনহার দলে থাকবেন লকেট চট্টোপাধ্যায় ও জর্জ বেকার। ২৪ ডিসেম্বর থেকেই এই জেলা সফর শুরু হচ্ছে।
প্রথম সাংগঠনিক জেলার জনসভা করবেন মুকুল রায়। তাঁর সঙ্গী লকেট ও শমীক। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের গড়েই হবে এই সভা। অনুব্রতর খাসতালুকে দাঁড়িয়েই মুকুল পরের বোমাটি ফাটাতে চাইছেন। কিছুদিন আগেই মুকুল রায়ের হাত থেকে বীরভূমের দুই তৃণমূল নেতা বিজেপির পতাকা তুলে নেন। তার পরের দিনই অনুব্রত মণ্ডল ঘরে ফেরান সেই নেতাদের। তারপর আপাতত যুদ্ধ স্থগিত রয়েছে। তাই বীরভূম সফর থেকেই ফিরতি যুদ্ধ শুরু করতে চাইছেন মুকুল রায়।

শুধু বাংলার পঞ্চায়েত ভোটই নয়, বিজেপি এখন থেকেই টার্গেট করছে লোকসভাকে। বাংলায় অন্তত ২০টি আসনকে তাঁরা টার্গেট করেছে। তার মধ্যে অন্তত ১২টি আসনে জয়ের ব্যাপারে তাঁরা আশাবাদী বলে জানা গিয়েছে। তারই ক্ষেত্র তৈরি করাই বিজেপির লক্ষ্য। পঞ্চায়েতের প্রচারের পাশাপাশি লোকসভা যুদ্ধ-জয়ের সলতে পাকানোও শুরু করতে চাইছে বিজেপি।
রাজ্যের প্রতিটি জেলায় একটি করে বড় জনসভা করে সেই লক্ষ্যের প্রাথমিক ধাপ শুরু হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, 'তৃণমূলের বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলন গড়ে তোলাই আমাদের প্রাথমিক লক্ষ্য। কিছু জনসভায় আমি ও মুকুল রায় একসঙ্গে থাকব। তবে স্থির হয়েছে আমরা বাংলা জয়ের লক্ষ্যে পৃথক তিনটি দলে ভাগ হয়েই ঝাঁপিয়ে পড়ব। প্রত্যেক পদাধিকারীকে একবার করে অন্তত জেলা সফরে যেতে হবে নির্দেশ জারি হয়েছে বিজেপিতে।'
সামনেই অবশ্য সবং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য জনসভা। সেই জনসভায় উপস্থিত থাকবেন মুকুল রায় ও দিলীপ ঘোষ, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপি শীর্ষ নেতৃত্ব। এমনকী সবংয়ে ঘাঁটি গাড়তে পারেন মুকুল রায়। তিনি সবংয়ে থেকে বিজেপির হয়ে ভোট করতে চাইছেন। মুখে সবং জয়ের কথা বললেও, আপাতত সবংয়ে দ্বিতীয় স্থানে থাকতে বদ্ধপরিকর। বাড়ি বাড়ি গিয়েও ভোট প্রচার করতে পারেন দিলীপ ঘোষ ও মুকুল রায়।