For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা পাগল! বাংলায় 'হিন্দু রাজের' ডাক দিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ প্রজ্ঞা ঠাকুরের

Google Oneindia Bengali News

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহিন ভাবে আক্রমণ শানালেন ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। রবিবার এই বিষয়ে মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, 'মমতা বুঝেছেন যে এটা ভারত, পাকিস্তান নয়। হিন্দুরা তাঁকে যোগ্য জবাব দেবে।'

রাজ্যে হিন্দু রাজ কায়েম করবে বিজেপি

রাজ্যে হিন্দু রাজ কায়েম করবে বিজেপি

এদিন সাধ্বী প্রজ্ঞা বলেন, 'হিন্দুরা ভারতকে রক্ষা করতে সমর্থ। বিজেপি খুব সহজেই বাংলার নির্বাচনে জিতবে। এবং সেই রাজ্যে বিজেপি হিন্দু রাজ কায়েম করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্ত কারণ তিনি জেনে গিয়েছেন যে তাঁর শাসনকাল শেষ হতে চলেছে।' তিনি মমতা বন্দ্যোয়কে এদিন পাগল বলেও আখ্যা দেন। উল্লেখ্য, আলটপকা মন্তব্য করার জন্যে আলোচিত প্রজ্ঞা ঠাকুর।

নাড্ডার কনভয়ে হামলা ঘিরে তোলপাড় রাজনীতি

নাড্ডার কনভয়ে হামলা ঘিরে তোলপাড় রাজনীতি

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ১০ ডিসেম্বর রাজ্যে আসেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ সেই সময় শিরাকলে তাঁর কনভয়ে হামলা চালানো হয়। অভিযোগ, সেখানে পথ অবরোধ করে তৃণমূলের কর্মীরা। ভাঙচুর করা হয় কৈলাস বিজয়বর্গী-র গাড়ি। কৈলাসের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট। এরপরই নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে৷ রাজ্যজুড়ে প্রতিবাদে সামিল হয় বিজেপি৷ কোথাও ডেপুটেশন জমা দিয়ে, কোথাও বা মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ করে তারা৷

বাংলার জামাইয়ের সঙ্গে প্রবাসী বাঙালিরা!

বাংলার জামাইয়ের সঙ্গে প্রবাসী বাঙালিরা!

এদিকে বাংলার জামাই নাড্ডার কনভয়ে হামলা নিয়ে তোলপাড় মধ্যপ্রদেশের রাজনীতি। দুইদিন আগেই এই ঘটনার আবেগকে কাজে লাগাতে মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী নরোত্তম মিশ্র দেখা করেন জয়া বচ্চনের মা, ইন্দিরা ভাদুরির সঙ্গে। মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী নরোত্তম মিশ্র আগেই জানিয়েছিলেন, জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা নিয়ে মধ্যপ্রদেশে বসবাসকারী বাঙালি পরিবারদের সঙ্গে আলোচনায় বসবেন৷ এদিকে জেপি নাড্ডার উপর হামলার পর বাংলায় এসে বিজেপির হয়ে প্রচার করা ইচ্ছা প্রকাশ করেন তাঁর বাঙালি স্ত্রী।

রাজ্য জুড়ে প্রতিবাদে সরব বিজেপি

রাজ্য জুড়ে প্রতিবাদে সরব বিজেপি

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ একাধিক নেতৃত্বর উপর হামলার প্রতিবাদে একাধিক স্থানে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা৷ পাশাপাশি পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা ঘেরাও করে তারা৷ জমা দেওয়া হয় ডেপুটেশন৷ অবরোধ করা হয় এগরা বাজকুল রাজ্য সড়ক৷ পরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে ঘটনায় ৭ জন গ্রেফতার করা হয়েছে।

জে পি নাড্ডার উপর হামলার ঘটনা উর্দির লজ্জা

জে পি নাড্ডার উপর হামলার ঘটনা উর্দির লজ্জা

এদিকে বিজেপি নেত্রী ভারতী ঘোষ এই ঘটনার প্রেক্ষিতে বলেন,'জে পি নাড্ডার উপর হামলার ঘটনা উর্দির লজ্জা।' সেদিনের ঘটনার সমালোচনা করে তিনি বলেন, 'পুলিশের উচিত ছিল উপযুক্ত আইন প্রয়োগ করে আশপাশে থাকা প্রত্যেককে ওই এলাকা থেকে হটিয়ে দেওয়া । কিন্তু তারা তা করেনি। তাদের তলব করে একদম সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।'

<strong>প্রকাশ্যে কৃষক সংগঠনগুলির অন্তর্দ্বন্দ্ব! রাস্তার অবরোধ সরানো ঘিরে আন্দোলনে চিড়?</strong>প্রকাশ্যে কৃষক সংগঠনগুলির অন্তর্দ্বন্দ্ব! রাস্তার অবরোধ সরানো ঘিরে আন্দোলনে চিড়?

English summary
BJP MP Sadhvi Thakur attacked CM Mamata Banerjee over JP Nadda fiasco in Diamond Harbour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X