For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘...দিদিই আসল প্রবলেম’, বাংলার বুকে এবার নয়া স্লোগানের আমদানি বাবুল সুপ্রিয়র

‘...দিদিই আসল প্রবলেম’, বাংলার বুকে এবার নয়া স্লোগানের আমদানি বাবুল সুপ্রিয়র

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের করোনা পরিস্থিতিতে মোকাবিলায় বাড়িতে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। তারপরই মমতার পরামর্শ শুনে এক কটাক্ষের টুইট করলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। তারই পাশাপাশি তিনি একটি স্লোগানও তোলেন। সেই স্লোগানের সঙ্গে বিজেপির থি সং মিশিয়ে মমতার সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠেন তিনি।

বিজেপির নয়া স্লোগান

তৃণমূলে বা টিএমসিকে টিএমছি বলে সম্বোধন করে বাবুল বলেন, দেখুন কী লিখছি, কেমন হয়েছে। তার নিচেই দেওয়া করোনার বাজারে বিজেপির নয়া স্লোগান। সেখানে লেখা- ‘বঙ্গ মানে জ্বলছে ফ্লেম/ দিদিই আসল প্রবলেম'। সেই স্লোগান-পোস্টার টুইটার হ্যান্ডেলে ছড়িয়ে দেন বাবুল সুপ্রিয়।

তৃণমূলকে ‘শুধরে’ দিলেন

বিভিন্ন টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয় তা। দ্য ফ্লাস্টেডেড বেঙ্গতি নামাঙ্কিত একটি টুইটার হ্যান্ডে থেকে এই পোস্টের সঙ্গে তৃণমূলের স্লোগানের উল্টো একটি স্লোগানও দেওয়া হয়। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছিলেন- ‘চিন্তা নেই দিদি আছে'। আর বাবুল এখানে লেখেন- কিন্তু ট্রেন্ড বলছে- ‘চিন্তা আছে দিদি নেই' হবে, ‘চিন্তা নেই দিদি আছে' নয়।

‘টিএমছি’কে জবাব দিতে

আবার টুইটারে এমন লেখাও হয়- টিএমছিকে জবাব দেওয়ার জন্য আমরা বিজেপির ইয়ংস্টাররাই যথেষ্ট। টিএমছির ট্রোলডবাহিনীকে আমরা সামলে নিতে পারি। এ জন্য আলাদা করে ভাবার কোনও দরকার নেই। এভাবেই তিনি সোশ্যাল মিডিয়ার যুদ্ধে বিজেপির জয়ের বার্তা দেন।

বাবুল যখন সম্রাট নিরো

উল্লেখ্য ক-দিন আগে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বাবুলকে সম্রাট নিরোর সঙ্গে তুলনা করেন। তিনি লেখেন- সম্রাট নিরো যেমন রোমের সাম্রাজ্য পুড়ে যাওয়ার সময় বেহালা বাজাচ্ছিলেন, সাংসদ বাবুল সুপ্রিয় করোনা লকডাউনে বাড়িতে বসে গান শোনাচ্ছেন আর মিথ্যা ভিডিও পোস্ট করে চলেছেন সোশ্যাল মিডিয়ায়।

তৃণমূলের পাল্টা

বাবুলকে এরপর পাল্টাও দেয় তৃণমূল। তৃণমূলের পাল্টা টুইট, কাজ করে দেখান। কথা বলে কিছু হবে না। আর কাজ কী করে করতে হয় শিখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। অশ্যই যদি আপনি কাজ করতে চান এবং কাজ করার আপনার কোনও ইচ্ছা থাকে।

{quiz_66}

English summary
BJP MP cum minister Babul Supriyo raises a slogan on Mamata Banerjee. He raises this slogan in this coronavirus lockdown situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X