For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য জুড়ে ইডি-সিবিআই অভিযান, বিজেপি ক্ষমতায় আসবে তো? সংশয় প্রকাশ করে টুইট তথাগত রায়ের

রাজ্য জুড়ে ইডি-সিবিআই অভিযান, বিজেপি ক্ষমতায় আসবে তো? সংশয় প্রকাশ করে টুইট তথাগত রায়ের

Google Oneindia Bengali News

শহর জুড়ে চলছে ইডি-সিবিআই তল্লাশি। একের পর এক টিএমসি নেতা গ্রেফতার হচ্ছেন। তারমধ্যে হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল রয়েছেন। কিন্তু তাতে বিজেপি সুবিধাজনক অবস্থায় আসতে পারবে তো। সোমবার সকালে ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন তথাগত রায়। তিনি টুইটি বিজেপির সঠিক পরিকল্পনার অভাব রয়েছে বলে বার্তা দিয়েছেন।

ইঙ্গিতপূর্ণ টুইট তথাগত রায়ের

ইঙ্গিতপূর্ণ টুইট তথাগত রায়ের

একুশের বিধানসভা ভোটের পর থেকেই বঙ্গবিজেপির নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছিলেন বিজেপি নেতা তথাগত রায়। পুরসভা ভোটের সময় তিিন এক প্রকার ঘোষণা করেন বিজেপির কর্মকাণ্ড েথকে দূরে থাকবেন। তারপর থেকে বেশ দূরত্ব রেখেই চলছেন তিনি। এরই মাঝে অাবার বিজেপি নেতাদের উদ্দেশ্য করে ইঙ্গিত পূর্ণ বার্তা দিয়েছেন। তিনি টুইটে বিজেপির ক্ষমতায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

টুইটে কী বার্তা তথাগত রায়ের

টুইটে কী বার্তা তথাগত রায়ের

টুইটে বিক্ষুব্ধ বিেজপি নেতা তথাগত রায় লিেখছেন, 'ইডি ও সিবিআই চুরি ধরবে, তৃণমূলের মুখ চুন হবে ঠিকই। কিন্তু বিজেপি ক্ষমতায় আসবে পারবে তখনই, যখন, তাঁরা একটি সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে রাজ্যবাসীকে একটি ভবিষ্যতের চেহারা দেখাতে পারবে। সেই সঙ্গে সংগঠনের দিশেহারা অবস্থাও কাটিয়ে উঠতে হবে। নচেৎ এই রাজ্যের কপালে আছে চরম অরাজকতা।'

ইডি-সিবিআই তৎপরতা

ইডি-সিবিআই তৎপরতা

একুশের ভোটের আগে থেকেই রাজ্যে ইডি-সিবিআই তৎপরতা শুরু হয়েছে। কিন্তু পুরসভা ভোটের পর সেই অভিযান মাত্রা ছাড়িয়েছে। এসএসসি নিয়োগ দুর্ণীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপরেই আবার গরুপাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন টিএমসির দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। তারপরেই আবার চিটফান্ডকান্ডে গ্রেফতার করা হয়েছে হালিশহরের িটএমসি কাউন্সিলর রাজু সাহানিকে, সেই রেশ ধরেই শহরের একাধিক জায়গায় ইডি-সিবিআই অভিযান চলছে.

বিজেপির অন্তর্দন্দ্ব

বিজেপির অন্তর্দন্দ্ব

একদিকে যখন রাজ্যে ইডি-সিবিআই তৎপর হয়ে উঠেছে তখন বিজেপির অন্দরে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব. সেকারনে প্রশ্ন উঠতে শুরু করেছে এই সুযোগের সদব্যবহার করত পারবে তো বিজেপি। কারণ কয়েকদিন আগেই অনুপম হাজরা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছিলেন. এমনকী বিজেপির চিন্তন শিবিরে একাধিক বিজেপি নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। ছিলেন না দিলীপ ঘোষও।

আজ সুপ্রিম কোর্টে কয়লা কাণ্ডের শুনানি, রক্ষাকবচ পাবেন কি অভিষেক?আজ সুপ্রিম কোর্টে কয়লা কাণ্ডের শুনানি, রক্ষাকবচ পাবেন কি অভিষেক?

English summary
Tathagata Roy meaningful tweet to BJP leaders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X