For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪ ঘণ্টাতেই ভোলবদল বিজেপির! মমতার বাড়িতে যাওয়ায় শোভনকে জবাবি চিঠি গেরুয়া শিবিরের

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ভাইফোঁটা নিয়ে এসেছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা বর্তমানে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ভাইফোঁটা নিয়ে এসেছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা বর্তমানে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। এই ঘটনাকে সামাজিক সৌজন্য বলে দিলীপ ঘোষরা অস্বস্তি এড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু একদিন কাটতে না কাটতেই শোভন চট্টোপাধ্যায়ের জবাবদিহি চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি।

শোভনের দিদির বাড়িতে ভাইফোঁটা প্রসঙ্গে

শোভনের দিদির বাড়িতে ভাইফোঁটা প্রসঙ্গে

বৈশাখীকে সঙ্গে নিয়ে দিদির কাছে থেকে শোভন ভাইফোঁটা নিয়ে আসার পর মুখ বাঁচাতে আসরে নেমে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাফাই দেন, এটা নিছক সৌজন্য। তাঁকে ডাকলে তিনিও যেতেন দিদির কাছে ফোঁটা নিতে। কারণ উৎসবকে রাজনীতির ঊর্ধ্বে রাখাই শ্রেয় বলে তাঁর মত।

বিজেপির অবস্থান বদল ২৪ ঘণ্টায়

বিজেপির অবস্থান বদল ২৪ ঘণ্টায়

বুধবার অবশ্য মত বদলে গেল। বিজেপিতে যোগদানের পর শোভন অজ্ঞাতবাসে চলে গিয়েছিলেন। সেখান থেকে তিনি মমতার বাড়িতে ভাইফোঁটা নিতে যাওয়াকে যে বিজেপি ভালো চোখে নিচ্ছে না, তার প্রমাণ এই চিঠি দেওয়ার তোড়জোড়।

অজ্ঞাতবাস থেকে সটান মমতার বাড়িতে!

অজ্ঞাতবাস থেকে সটান মমতার বাড়িতে!

বিজেপতে যোগদানের পর বিজেপির কোনও কর্মসূচিতে যাননি শোভন, অথচ সটান মমতার বাড়িতে ভাইফোঁটায় চলে গেলেন। তার জবাবদিহি চেয়ে বিজেপি চিঠি লিখছে শোভনকে। শোভন বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখাতেই এই পদক্ষেপ নিয়ে যেখ রাজনৈতিক মহলে আলোচনা চলছে, তখন বিজেপি জানতে চাইছে, কেন তিনি একাজ করলেন।

দু-নৌকায় পা দিয়ে চললে হবে না

দু-নৌকায় পা দিয়ে চললে হবে না

এখন শোভন জবাবদিহি করলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বিজেপি। এই চিঠিতে জানতে চাওয়া হবে শোভন কী চাইছেন। তা তাঁকেই জানাতে হবে। দু-নৌকায় পা দিয়ে চললে হবে না। বিজেপিতে থাকতে চাইলে মন দিয়ে দলটা করতে হবে। কেননা বিজেপি শৃঙ্খলাপরাণ একটি দল। দলবিরোধী কাজ বরদাস্ত করা হবে না।

শোভন-মমতা সাক্ষাৎ তাহলে সৌজন্য নয়

শোভন-মমতা সাক্ষাৎ তাহলে সৌজন্য নয়

এর আগে বিজেপি রাজ্য সভাপতি বলেন, এটা নিতান্তই একটা সৌজন্য। দীর্ঘদিন শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ছিলেন। বরাবর ভাই হয়ে ফোঁটা নিয়েছেন দিদির কাছে। তাই এবারও দিদির ডাক ফেলতে পারেননি। একান্তই ব্যক্তিগত সম্পর্ক থেকে শোভনদা গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। দিদির হাতে ফোঁটা নিয়েছেন।

English summary
BJP decides to write show cause letter to Sovan Chatterjee. BJP will write why Sovan Chatterjee went to Mamamta Banerjee’s house to take bhaiphonta
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X