For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য বিজেপিতে তৈরি হচ্ছে নতুন পদ! দিলীপের নয়া জমানায় কে বসবেন সেই পদে

রাজ্য বিজেপিতে তৈরি হচ্ছে নতুন পদ! দিলীপের নয়া জমানা কে বসবেন সেই পদে

  • |
Google Oneindia Bengali News

রাজ্য বিজেপিতে তৈরি হচ্ছে নতুন পদ। সদ্য টানা দ্বিতীয়বারের জন্য রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছেন দিলীপ ঘোষ। তাঁর উপর চাপ কমাতে এবার নতুন পদ তৈরি করা হচ্ছে। তিনি হবেন দিলীপ ঘোষের ডেপুটি। তাঁর পদের নাম হবে কার্যনির্বাহী সভাপতি। যেমন ছিলেন জেপি নাড্ডা, অমিত শাহের ডেপুটি।

নতুন একটি পদ সৃষ্টির ভাবনা

নতুন একটি পদ সৃষ্টির ভাবনা

সামনেই পুরসভা নির্বাচন। তারপরই ২০২১-এ বিধানসভা নির্বাচন। তিনি এখন আবার বিধায়ক থেকে সাংসদ হয়েছেন। তাঁকে প্রায়ই ছুটতে হচ্ছে সংসদের অধিবেশনে যোগ দিতে। তাই পাহাড় প্রমাণ চাপ দিলীপ ঘোষের উপর। সেই চাপ কমাতেই নতুন একটি পদ সৃষ্টির ভাবনা বলে জানা গিয়েছে বিজেপি সূ্ত্রে।

প্রশ্ন, কে বসবেন সেই পদে

প্রশ্ন, কে বসবেন সেই পদে

এখন প্রশ্ন কে বসবেন সেই পদে। বিজেপির অভ্যন্তরীণ খবর, আরএসএসের কোনও নেতা বা বিশ্বহিন্দু পরিষদের কোনও নেতাকে এই পদে আনা হতে পারে। এই পদে এগিয়ে রয়েছেন দক্ষিণবঙ্গ শাখার বিশ্বহিন্দু পরিষদের প্রান্ত প্রচারক শচীন্দ্রনাথ সিনহাকে।

আগামী মাসেই বিজেপিতে নতুন পদ

আগামী মাসেই বিজেপিতে নতুন পদ

রাজ্য বিজেপিরও পছন্দের তালিকায় তাঁর নাম সবার উপরে রয়েছে। তিনি ১০ বছর ধরে বিশ্ব হিন্দু পরিষদের প্রচারকের দায়িত্বে রয়েছেন। এবার তাঁকে তুলে আনা হবে দিলীপ ঘোষের ডেপুটি হিসেবে। আগামী মাসেই বিজেপিতে এই পদ তৈরি হতে পারে। তার আগে এ মাসেই রাজ্য কমিটি গঠন করে ফেলবে বিজেপি।

সংগঠনিকভাবে শক্তিশালী হতে

সংগঠনিকভাবে শক্তিশালী হতে

বিজেপি আরও সংগঠনিকভাবে শক্তিশালী হয়ে ঝাঁপাতে চাইছে আসন্ন পুরসভা ও ২০২১-এর বিধানসভা নির্বাচনে। তাই দিলীপ ঘোষের উপর চাপ কমাতে বাড়তি পদ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েচে। দিলীপ ঘোষকে প্রচারে কাজে লাগাতেই এই ভাবনা বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপির জুতোয় পা গলিয়েছে তৃণমূল, একের পর এক উদাহরণ সুজনেরবিজেপির জুতোয় পা গলিয়েছে তৃণমূল, একের পর এক উদাহরণ সুজনের

English summary
BJP decides to create a new post in West Bengal as executive president. Who will sit on that speculation growing on
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X