For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিসাইডিং অফিসারকে ধমক-শাসানি বিজেপি প্রার্থী লকেটের, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ময়ূরেশ্বর, ১৭ এপ্রিল : নির্বাচনে রিগিংয়ের অভিযোগ তুলে বুথের ভিতরে ঢুকে মেজাজ হারালেন ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ধমকের সঙ্গে শাসানিও প্রিসাইডিং অফিসারকে দিলেন লকেট। কমিশনের নজরে এসেছে বিষয়টি। ফুটেজ ও পরিস্থিতি খতিয়ে দেখে তার পর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিল নির্বাচন কমিশন।

দ্বিতীয় দফার বিধানসভা ভোটের LIVE UPDATE পড়ুন এখানে

রবিবার সকালে ভোট শুরু হওয়ার পর থেকেই ময়ূরেশ্বরের বিভিন্ন বুথে ঘুরে পরিস্থিতি দেখাশোনা করতে শুরু করেন অভিনেত্রী তথা নেত্রী। ময়ূরেশ্বরের ৩০ নম্বর বুথে দুপুর ১১ টা থেকে ১২টা পর্যন্ত ভারি মাত্রায় রিগিং হয়েছে বলে অভিযোগ তোলেন লকেট।

প্রিসাইডিং অফিসারকে রিগিং প্রশ্নে ধমক-শাসানি বিজেপি প্রার্থী লকেটের, রিপোর্ট তলব কমিশনের

এরপরই সোজা বুথের মধ্যে ঢুকে গিয়ে প্রিসাইডিং অফিসারের উপর রীতিমতো চড়াও হন লকেট। বুথে রিগিং হয়েছে, এই কথা প্রিসাইডিং অফিসারের মুখ দিয়ে বলানোর জন্য লকেট চাপ দিতে থাকেন বলেও অভিযোগ। প্রিসাইডিং অফিসার এবং অন্য দলের পোলিং এজেন্টদের রীতিমতো ধমক দিতে শোনা যায় লকেটকে। ধমকের পাশাপাশি প্রিসাইডিং অফিসারকে শাঁসাতেও ছাড়েননি লকেট।

'আমার কাছে রিগিংয়ের ভিডিও ফুটেজ আছে। পাঠাবো দিল্লিতে? পাঠাবে? তারপর আপনার কী অবস্থা হয় দেখা যাবে।' এখানেই শেষ নয়, "তৃণমূলের হয়ে রিগিং করাতে কত টাকা নিয়েছেন, যা পেয়েছেন তাতে আপনার সারা জীবন চলে যাবে তো?" তারস্বরে এই ধরণের একাধিক মন্তব্য শোনা যায় লকেটের মুখে। বিজেপি প্রার্থীর এই ধরণের আচরণের জেরে প্রায় ১৫ মিনিট ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ ছিল ওই বুথে।

এই ঘটনার জেরে ময়ূরেশ্বরের মল্লারপুরে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বুথের ভিতর তিনি নিজের ও দলের হয়ে প্রচার চালিয়েছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গোটা ঘটনাটি কমিশনের মিডিয়া সেলের নজরে আসে। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

শুধু এই নয়, এর আগে সকালে ময়ূরেশ্বরে বহিরাগতদের ভিড় জমেছে বলে অভিযোগ করেন লকেট চট্টোপাধ্যায়ের। এরপর ভোটারদের একাংশের সঙ্গে বচসায়ও জড়িয়ে পড়েন লকেট। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে সমস্যা মেটে।

English summary
BJP candidate Locket Chatterjee charged-threaten on presiding officer, EC calls for report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X