For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা থেকে তৃণমূল , বিজেপির কতজন রয়েছেন সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে! তালিকা একনজরে

বাংলা থেকে তৃণমূল , বিজেপির কতজন রয়েছেন সংসদের স্ট্যান্ডিং কমিতিতে! দেখে নিন তালিকা

  • |
Google Oneindia Bengali News

বর্ষাকালীন অধিবেশন শুরু হতে চলেছে সংসদে । তার আগে বেশ কয়েকজন রাজ্যসভার সাংসদ শপথ গ্রহণ করেছেন। এরমধ্যে ঐতিহাসিক মুহূর্ত হিসাবে ছিল , মধ্যপ্রদেশের দুই যুযুধান শিবির রাজনৈতিক শিবিরের মুখোমুখি হওয়া। রাজ্যসভায় মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও দিগ্বিজয় সিংয়ের মুখোমুখি হওয়ার ঘটনা নজর কাড়ে। তবে এরই মধ্যে পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য আকর্ষণীয় বিষয় হল, বাংলা থেকে কতজন সাংসদ সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন, তার তালিকা।

সংসদীয় কমিটি বিষয়ক তথ্য

সংসদীয় কমিটি বিষয়ক তথ্য

মোট ২৪ টি সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে সংসদে। বিভিন্ন দফতর বিষয়ক এই সংসদীয় কমিটি রয়েছে। নজর কাড়ার মতো বিষয় হিসাবে এবছর প্রাক্তন চিফ জাস্টিস রঞ্জন গগৈ রাজ্যসভার সাংসদ হিসাবে বিদেশমন্ত্রকের কমিটিতে রয়েছেন। শরদ পাওয়ার রয়েছেন প্রতিরক্ষায়, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রয়েছেন হাউসিং ডেভেলপমেন্টে।

 বাংলার বিজেপি সাংসদ ও কমিটি

বাংলার বিজেপি সাংসদ ও কমিটি

সংসদের স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন বাংলার বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তিনি আগেও স্থায়ী কমিটি র সদস্য ছিলেন। খাদ্য ও ক্রেতা বিষয়ক কমিটিতে তিনি রয়েছেন।

তৃণমূল সাংসদ মৌসম কোন কমিটিতে?

তৃণমূল সাংসদ মৌসম কোন কমিটিতে?

রাজ্যসভা থেকে নির্বাচিত হয়ে সাংসদ হয়েছেন তৃণমূলে যোগদান কারী নবাগতা মৌসম নুর। তিনি বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটিতে রয়েছেন।

 দীনেশ ত্রিবেদীর সদস্যপদ কোন কমিটিতে ?

দীনেশ ত্রিবেদীর সদস্যপদ কোন কমিটিতে ?

তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী রয়েছেন স্বরকাষ্ট্র বিষয়ক কমিটিতে। প্রাক্তন রেলমন্ত্রীকে এই কমিটিতেই নির্বাচিত করেছেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।

সুব্রত বক্সি কোন কমিটিতে?

সুব্রত বক্সি কোন কমিটিতে?

বাংলার অন্যতম সাংসদ ও তৃণমূলের কোর কমিটির সদস্য সুব্রত বক্সি রয়েটেন নগরোন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটিতে। উল্লেখ্য, তৃণমূলের মোট ৩ জন রাজ্যসভার সদস্য বিভিন্ন সংসদীয় কমিটিতে রয়েছেন।

 বাকি ২ সাংসদ..

বাকি ২ সাংসদ..

তৃণমূলের অন্যতম সৈনিক তথা নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ ও বামেদের তরফের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য কোন সংসদীয় কমিটিতে নেই । এমনই তথ্য উঠে আসছে।

মুকুলের দূরত্ব আরও বাড়ল বিজেপির সঙ্গে! তবে কোন পথে পা একুশে নির্বাচনের আগেমুকুলের দূরত্ব আরও বাড়ল বিজেপির সঙ্গে! তবে কোন পথে পা একুশে নির্বাচনের আগে

English summary
Bengali MP list who got position in parliamentary standing committe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X