For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা পরিস্থিতিতে বাতিল হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স! ১৭ জুলাই হবে পরীক্ষা

গোটা দেশেই চোখ রাঙাচ্ছে করোনার সংক্রমণ। রাজ্যেও এখনও সংক্রমণ কমে যায়নি। প্রত্যেকদিনই কার্যত কয়েক হাজার করে মানুষ বাংলাতে মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আর এরই মধ্যে থার্ড ওয়েভ আছড়ে পড়ার আশঙ্কা।

  • |
Google Oneindia Bengali News

গোটা দেশেই চোখ রাঙাচ্ছে করোনার সংক্রমণ। রাজ্যেও এখনও সংক্রমণ কমে যায়নি। প্রত্যেকদিনই কার্যত কয়েক হাজার করে মানুষ বাংলাতে মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আর এরই মধ্যে থার্ড ওয়েভ আছড়ে পড়ার আশঙ্কা। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তৃতীয় ওয়েভের সংক্রমণ ছড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।\

এই অবস্থায় ইতিমধ্যে রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে। যদিও এই অবস্থায় বাতিল হচ্ছে না জয়েন্ট এন্ট্রাসের পরীক্ষা। তবে কয়েকটা দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

রাজ্যে ১৭ জুলাই হবে জয়েন্ট এন্ট্রান্স

রাজ্যে ১৭ জুলাই হবে জয়েন্ট এন্ট্রান্স

আজ জয়েন্ট কাউন্সিলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানেই পরীক্ষার বিষয়ে জানানো হয়। কাউন্সিলের তরফে জানানো হয়েছে আগামী ১৭ জুলাই জয়েন্টের এই পরীক্ষা নেওয়া হবে। সবদিক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্যত একমাসের মাথাতে পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হবে। জানানো হয়েছে অগস্টের ১৪ তারিখ এই ফলাফল প্রকাশ করা হবে। তিনটি দফাতে ভর্তির কাউন্সিলিং করা হবে। আর তা ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে বলেও জানানো হয়েছে কাউন্সিলের তরফে।

বাড়ির কাছের সেন্টারে হবে পরীক্ষা

বাড়ির কাছের সেন্টারে হবে পরীক্ষা

জয়েন্টের ফর্ম ফিলাপের সময়ে বাড়ির কাছের সেন্টারের বিষয়ে উল্লেখ করতে হয়েছে আবেদনকারীকে। সেই মতো এবার অফলাইনে পরীক্ষা করা হচ্ছে। বাড়ির কাছে সেন্টার করা হবে। যাতে খুব সহজে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়া যায়। অন্যদিকে, এবার শনিবার এই পরীক্ষা নেওয়া হবে। বোর্ডের তরফে জানানো হয়েছে যে, পরীক্ষার্থীদের শারীরিক অবস্থাটা মাথাতে রাখা হচ্ছে। আর সেজন্যে এবার বাড়তি অনেক সেন্টার নেওয়া হয়েছে। মোট ২৭৪টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও সেই সমস্ত সেন্টারগুলিতে স্যানিটাইজ সহ সমস্ত কিছু করা থাকবে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।

মোট পরীক্ষার্থী ৯২ হাজার ৬৯৫ জন

মোট পরীক্ষার্থী ৯২ হাজার ৬৯৫ জন

এবার মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং মোট পরীক্ষার্থী মিলিয়ে পরীক্ষা দেবে ৯২ হাজার ৬৯৫ জন। সেই মতো ব্যবস্থা করা হচ্ছে। তবে এদিন জয়েন্টের পরীক্ষার দিন ঘোষণা করা হলেও মেনের বাকি থাকা পরীক্ষা ও মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা 'নিট' কী ভাবে ও কবে নেওয়া হবে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত। ফলে সেদিকে পরীক্ষার্থীদের ভাগ্য ঝুলে। তবে খুব শিঘ্র এই বিষয়ে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

বাতিল হয়েছে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক

বাতিল হয়েছে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক

করোনা অবস্থার কথা মাথায় রেখে ইতিমধ্যে বাতিল করা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নবম শ্রেনি এবং দশমের ক্লাস টেস্টের নম্বর মিলিয়ে এবার মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে। একই ভাবে উচ্চ মাধ্যমিকেও দশম অর্থাৎ মাধ্যমিকের নম্বর এবং একাদশ শ্রেনির ফলাফলকে চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে। তবে পরিস্থিতি ঠিক হলে পরীক্ষা দেওয়া যাবে বলে দুক্ষেত্রে জানানো হয়েছে।

English summary
bengal joint entrance examinations will be held on 17 july
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X