For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোমবার থেকে ছুটবে আরও ৯০টি মেট্রো! বদল হচ্ছে সময়েরও

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে কড়া বিধি নিষেধ জারি রয়েছে। কিন্তু ইতিমধ্যে বাস পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে বাস। ইতিমধ্যে বেসরকারি এবং সরকারি অ

  • |
Google Oneindia Bengali News

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে কড়া বিধি নিষেধ জারি রয়েছে। কিন্তু ইতিমধ্যে বাস পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে বাস। ইতিমধ্যে বেসরকারি এবং সরকারি অফিসেও বেড়েছে কর্মী সংখ্যা।

এই অবস্থায় রাস্তায় ভিড় বাড়ছে। ইতিমধ্যে স্পেশাল ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। এবার আরও বাড়তে চলেছে মেট্রো পরিষেবা। এছাড়াও বেশ কিছু সময়েও বদল করা হচ্ছে।

সোমবার থেকে বাড়ছে পরিষেবা

সোমবার থেকে বাড়ছে পরিষেবা

আগামী সোমবার থেকে বাড়ছে মেট্রো পরিষেবা। ধীরে ধীরে বাড়ছে যাত্রী সংখ্যা। এই অবস্থায় মেট্রো পরিষেবা না বাড়ানো হলে সমস্যা বাড়ছে। আর সেদিকে তাকিয়েই বাড়ানো হচ্ছে স্পেশাল ট্রেনের সংখ্যা। ইতিমধ্যে মেট্রো পরিষেবা বাড়ানো হচ্ছে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ জুলাই সোমবার থেকে আপ এবং ডাউন লাইনে বাড়ছে মেট্রো পরিষেবা। ৯০টি রেকের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

সময়ে কিছু পরিবর্তন হয়েছে!

সময়ে কিছু পরিবর্তন হয়েছে!

একদিকে যেমন মেট্রো সংখ্যা বাড়ছে অন্যদিকে সময়তে কিছু বদল করা হয়েছে। অফিস টাইমে রেকের সংখ্যা বাড়ানো হয়েছে। যেমন সকাল সাড়ে আটতে প্রথম মেট্রো ছাড়বে। তা চলবে সাড়ে এগারোটা পর্যন্ত। এরপর বন্ধ থাকবে পরিষেবা। বিকেল ৩.৪৫ মিনিট থেকে আবার শুরু হবে পরিষেবা। সন্ধে ৭টা পর্যন্ত ৮ মিনিট অন্তরে আপ এবং ডাউন লাইনে চলবে এই মেট্রো পরিষেবা। তবে আগের নিয়মে সোমবার থেকে সপ্তাহে ছয়দিন চলবে মেট্রো। রবিবার বন্ধ থাকছে এই পরিষেবা।

জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা উঠতে পারবে

জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা উঠতে পারবে

পরিষেবা ঠিক রাখতে মেট্রো শুরু করা হয়। কিন্তু এতে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যাত্রীরা উঠতে পারবে বলে জানানো হয়। কিন্তু দেখা যায়, প্রত্যেকদিন এই সংখ্যাটা বাড়ছে। এই পরিস্থিতিতে রেক আরও বাড়াতে বাধ্য হল কলকাতা মেট্রো। সোশ্যাল ডিসটেস্ট থাকছিল না। কিন্তু রেক বাড়ানোতে এবার করোনা পরিস্থিতি সামাল দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

১৫ জুলাই পর্যন্ত বন্ধ মেট্রো

১৫ জুলাই পর্যন্ত বন্ধ মেট্রো

আগামী ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে কড়া বিধি নিষেধ জারি রয়েছে। এর আগে একাধিকবার লোকাল ট্রেন চালু করার কথা বলা হলেও তাতে রাজি হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় নতুন কোভিড ঘোষণাতেও মেট্রো এবং লোকাল ট্রেন চালু নিয়ে কিছু বলা হয়নি। ফলে স্পেশাল ট্রেন চললেও ১৫ তারিখ পর্যন্ত দুটি পরিষেবা বন্ধ থাকছে।

English summary
bengal corona situation more kolkata metro run from monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X