For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টার্গেট পূরণে মরিয়া বিজেপি, অমিত শাহের সভায় 'ধামাকা' করতে শেষ মুহূর্তের 'প্রস্তুতি'

Google Oneindia Bengali News

শনিবার ফের একবার রাজ্যে আসছেন অমিত শাহ। ঠাকুরনগরে ঠাকুরবাড়ির পাশের মাঠে সভা করবেন তিনি। জোরকদমে চলছে সেই সভার প্রস্তুতি। গতকাল সেই কাজ খতিয়ে দেখতে যান বিজেপি নেতা অমিত মালব্য৷ সঙ্গে ছিলেন সভার দায়িত্বে থাকা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত৷ প্রথমে তাঁরা ঠাকুরবাড়ি যান৷ পরে শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে সভাস্থল ও হেলিপ্যাড তৈরির কাজ খতিয়ে দেখেন।

নির্বাচনে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মতুয়া সম্প্রদায়

নির্বাচনে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মতুয়া সম্প্রদায়

নির্বাচনে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মতুয়া সম্প্রদায়৷ তাই এবারও মতুয়াদের মন পেতে অনেক আগে থেকেই উঠেপড়ে লেগেছে প্রতিটি রাজনৈতিক দল। এবার খোদ ঠাকুরনগরেই সভা করতে চলেছেন অমিত শাহ৷ সেই সভায় কোনও খামতি রাখতে নারাজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ বনঁগার সংসদ শান্তনু ঠাকুরের দাবি, ওই দিনের সভায় দুই লাখ মানুষের জমায়েত হবে৷

প্রস্তুতি চলছে

প্রস্তুতি চলছে

এদিকে ইতিমধ্যেই সেই প্রস্তুতি চলছে৷ সভায় কোন অঞ্চল থেকে কত লোক আসবে সেই হিসাব নিয়েও গতকাল অমিত মালব্য ও জ্যোতির্ময় মাহাতের উপস্থিতিতে ঠাকুরবাড়িতে একপ্রস্থ আলোচনা হয় ৷ বিজেপি কর্মীরা ছাড়াও অমিত শাহ-র সভায় মাঠ ভরানোর দায়িত্বে থাকবেন মতুয়া দলপতিরা।

অমিত শাহের সভায় দুই লক্ষের বেশি মানুষের জমায়েত হবে

অমিত শাহের সভায় দুই লক্ষের বেশি মানুষের জমায়েত হবে

বিজেপি সূত্রে খবর, সভায় উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার দলীয় কর্মী-সমর্থকরা হাজির থাকবেন। পাশাপাশি মতুয়াদের বিভিন্ন শাখার নেতাদের উপর জমায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে। শান্তনু ঠাকুর বলেন, 'আমাদের ধারণা, অমিত শাহের সভায় দুই লক্ষের বেশি মানুষের জমায়েত হবে। দলের অন্দরে এই বিষয়ে ইতিমধ্যেই জোরকদমে কাজ চলছে৷'

শাহ-র সভা নিয়ে কটাক্ষ করতে পিছপা হননি তৃণমূল

শাহ-র সভা নিয়ে কটাক্ষ করতে পিছপা হননি তৃণমূল

যদিও, শাহ-র সভা নিয়ে কটাক্ষ করতে পিছপা হননি তৃণমূলের গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস৷ বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। তাঁকে দেখার জন্য লোক হতেই পারে। কিন্তু নাগরিকত্ব নিয়ে কোনও পরিষ্কার ধারণা তিনি দিতে পারবেন না। মতুয়া মহাসংঘের প্রধান দাবি, নিঃশর্ত নাগরিকত্ব। সেটা নিয়ে তিনি বলুক। কিন্তু আমরা জানি, তিনি তা বলতে পারবেন না।'

English summary
Bengal BJP trying to bring more than 2 lakh supporters into Amit Shah's meeting in Thakurnagar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X