For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃতীয় দফা ভোটের আগে বিজেপি কতটা কোণঠাসা, খতিয়ান দিলেন ব্রাত্য

তৃতীয় দফা ভোটের আগে বিজেপি কতটা কোণঠাসা, খতিয়ান দিলেন ব্রাত্য

  • |
Google Oneindia Bengali News

বিজেপিকে নিশানা করার একচুল সুযোগও ছাড়ছে না তৃণমূল। তৃণমূলের তরফে এদিন ব্রাত্য বসু এক সাংবাদিক সম্মেলনে রীতিমতো পারদ চড়িয়েছেন। বিজেপি কতটা কোণঠাসা তা বোঝাতে একের পর এক তোপ দেগেছেন তিনি।

দুর্নীতি নিয়ে সরব ব্রাত্য

দুর্নীতি নিয়ে সরব ব্রাত্য

কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে শুভেন্দু অধিকারী কয়লা কেলেঙ্কারির প্রসঙ্গ তোলেন। ৯০০ কোটি টাকা নিয়ে সেক্ষেত্রে শুভেন্দু তোপ দাগেন অভিষেকের বিরুদ্ধে। এদিন তার জাবাবে ব্রাত্য বসু বলেন, এমন সমস্ত লোক দিয়ে বিজেপি অভিযোগ তুলছে যাঁরা ২০১৬ সালে স্টিং অপারেশনের দুর্নীতিতে অভিযুক্ত। ব্রাত্য বলেন, দুর্নীতি নিয়ে নিরপেক্ষ তদন্ত তাঁরাও চাইছেন।

 প্রথম ২ দফার পর বিজেপি কোণঠাসা

প্রথম ২ দফার পর বিজেপি কোণঠাসা

প্রসঙ্গত, প্রথম ২ দফার ভোটের পর বিজেপি কার্যত কোণঠাসা বলে এদিন দাবি করেন ব্রাত্য বসু। তিনি দাবি করেছেন কেরল ও তামিলনাড়ু হাতছাড়া হয়ে যাচ্ছে ভেবে দিল্লিতে বিজেপি শিবিরে ঘন ঘন মিটিং চলছে।

রাজ্যে বিজেপির পরিস্থিতি নিয়ে কটাক্ষ

রাজ্যে বিজেপির পরিস্থিতি নিয়ে কটাক্ষ

এদিন জেপি নাড্ডার চুঁচুড়ার সভা শেষ মুহূর্তে গিয়ে বাতিল করে দেওয়া হয় বিজেপির তরফে। বিরোধীদের দাবি , এই হাইভোল্টেজ সভায় লোক জমায়েত কম থাকায় , তা বাতিল হয়েছে। সেই সুরেই ব্রাত্য বসুর দাবি লোকের অভাব থাকায় বিজেপিকে সভা বাতিল করতে হচ্ছে। আর তা থেকেই স্পষ্ট যে তৃতীয় দফার আগে বিজেপি কোণঠাসা।

মমতাকে কেন্দ্র করে ব্রাত্যর নিশানা

মমতাকে কেন্দ্র করে ব্রাত্যর নিশানা

ব্রাত্য বসু বলেন মমতাকে নিয়ে বারবার মিথ্যা রটানো হয়েছে বিজেপির তরফে। তিনি বলেন, একবার অন্য একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তুলে ধরে ভুয়ো অভিযোগ করে বিজেপি। এরপর তৃণমূল সুপ্রিমো অন্য আসন থেকে লড়বেন বলে বিজেপি বার্তা দেয়। কটাক্ষের সুরে ব্রাত্যর দাবি, 'এবার হয়তো বলতে পারে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার লড়াই করবেন মোদীজি।'

আপত্তিকর পোস্ট নিয়ে অভিযোগ শুভেন্দুর, ব্যবস্থা নিতে নির্দেশ নির্বাচন কমিশনের আপত্তিকর পোস্ট নিয়ে অভিযোগ শুভেন্দুর, ব্যবস্থা নিতে নির্দেশ নির্বাচন কমিশনের

English summary
Bartyu Basu says BJP will loose in TamilNadu and Bengal, Kerala polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X