For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোবাইলেই লুকিয়ে কুকীর্তি, ফরেন্সিক পরীক্ষার জন্য হায়দরাবাদে যাচ্ছে কেষ্টর দুটি ফোন

মোবাইলেই লুকিয়ে কুকীর্তি, ফরেন্সিক পরীক্ষার জন্য হায়দরাবাদে যাচ্ছে কেষ্টর দুটি ফোন

Google Oneindia Bengali News

গরুপাচারের টাকায় তৈরি সম্পত্তির হদিশ পেতে হিমসিম খাচ্ছে সিবিআই। কোথায় কত টাকা বিিনয়োগ করেছেন কেষ্ট তা ট্র্যাক করতে শেষে অনুব্রত মণ্ডলের মোবাইল ফোন পাঠানো হবে ফরেন্সিক পরীক্ষার জন্য। হায়দরাবাদে কেন্দ্রীয় গবেষণাগারে কেষ্টর দুটি মোবাইল ফোন পরীক্ষার নির্দেশ দিেয়ছে সিবিআইয়ের বিশেষ আদালত। এদিকে গতকাল কেষ্টর দেহরক্ষী সায়গল হোসেনকে ফের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

হায়দরাবাদে যাচ্ছে কেষ্টর দুটি ফোন

অনুব্রত মণ্ডলের বেনামি সম্পত্তির খোঁজ হন্যে হয়ে ঘুরছে সিবিআই। গতকালও অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িত তল্লাশি চািলয়েছিল সিবিআই। কেষ্টর সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। কেষ্টর জেল হেফাজত শেষ হওয়ার আগে আরও প্রমাণ সংগ্রহ করতে চাইছে সিবিআই। সেকারণে কেষ্টর মোবাইল ফোন পরীক্ষার িনর্দেশ দিয়েছেন বিচারক। আসানসোলের সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইকে মোবাইল পরীক্ষার নির্দেশ দিয়েছেন।

তাঁর মোবাইল ফোন দুটিতে কোনও 'ট্যাম্পারিং' করা হয়েছে কি না তা পরীক্ষার নির্দেশ দিয়েছেন। হায়দরাবাদের কেন্দ্রীয় পরীক্ষা কেন্দ্রে তাঁর মোবাইল ফোনটি পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে। গতকাল দুপুরে সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল আসানসোল জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করে। তাঁকে ১৭টি প্রশ্ন করা হয়েছে বলে জানা গিয়েছে। সবকটি প্রশ্ন জুড়েই ছিল তাঁর সম্পত্তির হিসেব জানার চেষ্টা। সম্প্রতি তাঁর জমি ও পুকুর কেনা সহ একাধিক প্রশ্ন করা হয়েছে। তবে কোনও প্রশ্নের উত্তর তিনি দেননি অনুব্রত মণ্ডল। আগের মতই সিবিআইয়ের সঙ্গে অসহযোগিতা করেছেন তিিন।

বিস্তারিত আসছে.....

English summary
Anubrata Mondal's mobile phone will be sent for Forensic test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X