For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল-অনুগামীদের প্রাধান্য বিজেপির একুশের টিমে! কাঁটা দিয়ে কাঁটা তুলবেন শাহ

কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছেন অমিত শাহ। তাই ২০২১-এর লক্ষ্যে বঙ্গ বিজেপির টিমে তিনি প্রাধ্যান্য দিতে চেয়েছেন মুকুল অন অনুগামীদের। রাজনৈতিক মহল মনে করছে, এবার বাংলাকে পাখির চোখ করে এগোচ্ছেন অমিত শাহ।

Google Oneindia Bengali News

কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছেন অমিত শাহ। তাই ২০২১-এর লক্ষ্যে বঙ্গ বিজেপির টিমে তিনি প্রাধ্যান্য দিতে চেয়েছেন মুকুল অন অনুগামীদের। রাজনৈতিক মহল মনে করছে, এবার বাংলাকে পাখির চোখ করে এগোচ্ছেন অমিত শাহ। তাই ব্যাটন নিজের হাতে রেখে তিনি দল সাজাচ্ছেন। সেখানে দিলীপকে টেক্কা দিয়ে মুকুলঘনিষ্ঠদেরই আধিক্য দেখা যাচ্ছে।

২০২১-এর জন্য নিজে হাতে টিম তৈরি শাহের!

২০২১-এর জন্য নিজে হাতে টিম তৈরি শাহের!

সম্প্রতি রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, অমিত শাহ চান, বঙ্গ বিজেপি বাংলা-জয়ের জন্য সেরাটা দিয়ে ঝাঁপাক। তিনি দলীয় সভাপতি থাকাকালীনই বঙ্গ বিজেপিকে নিজে হাতে তৈরি করেছেন ২০২১০এর জন্য, এখনও করছেন রাজ্য কমিটিতে রদবদল করে। কেন্দ্রীয় কমিটিতে রদবদলেও সেই ছাপ থাকছে।

বাংলা জয়ের লক্ষ্যে আলাদা ভাবনা একুশের বঙ্গে

বাংলা জয়ের লক্ষ্যে আলাদা ভাবনা একুশের বঙ্গে

জয়প্রকাশের কথায়, অমিত শাহ ব্যক্তিগতভাবে রাজ্য কমিটি গঠনে হস্তক্ষেপ করেন। তিনি কমিটি গঠনের সময় বুঝিয়ে দেন, এবার তাঁদের পাখির চোখ ২০২১-এ বাংলা জয়। তাই এবার একটু আলাদা করে ভাবতেই হচ্ছে। অমিত শাহ নিজে বাংলার নির্বাচনে নেতৃত্ব দেবেন। তাই তাঁর টিম নিজে হাতে তৈরি করেছেন।

তৃণমূল ছেড়ে আসা নেতারাই বিজেপির পদে

তৃণমূল ছেড়ে আসা নেতারাই বিজেপির পদে

অমিত শাহের টিমে এবার দেখা যাচ্ছে মুকুলপন্থীদের আধিক্য। তৃণমূল ছেড়ে আসা নেতারাই বিজেপির পদ আলো করে বসে রয়েছেন। অমিত শাহ যদি নিজেই টিম বানান, তবে সবই নব্য বা তৎকাল বিজেপি কেন, আদিদের কি কোনও গুরুত্ব নেই! প্রশ্ন উঠেছে। একই সঙ্গে বার্তা দেওয়া হয়েছে, অমিত শাহ নিশ্চয় কোনও বিশেষ ভাবনা থেকে এই টিম করেছেন।

মুকুলপন্থীদের নিয়ে কাঁটা দিয়ে কাঁটা তোলার প্ল্যান

মুকুলপন্থীদের নিয়ে কাঁটা দিয়ে কাঁটা তোলার প্ল্যান

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন টিমে মুকুলপন্থীদের নিয়ে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছেন। তিনি চাইছেন তৃণমূলকে দিয়ে তৃণমূলকে ভাঙিয়ে শত্রুর ভিত নাড়িয়ে দিতে. তাহলেই অর্ধেক কাজ হয়ে যাবে। তাই মুকুল রায় এবং তাঁর অনুগামী নেতাদের নিয়ে দল সাজিয়ে তিনি ঝাঁপিয়ে পড়তে চাইছেন।

মুকুল অনুগামীদের নিয়ে বাজিমাত করতে চাইছেন শাহ

মুকুল অনুগামীদের নিয়ে বাজিমাত করতে চাইছেন শাহ

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মুকুল অনুগামীদের রাজ্য কমিটি, শাখা কমিটি এবং কেন্দ্রীয় কমিটিতে গুরুত্ব দেওয়ার পিছনে নিশ্চয়ই কোনও বিশেষ অভিষন্ধি থাকতে পারে। অমিত শাহ স্বয়ং তা করে থাকলেও সমালোচনা কিন্তু পিছু ছাড়ছে না। তবে সেসবে আমল না দিয়ে মুকুল অনুগামী নেতাদের নিয়েই তিনি বাজিমাত করতে চাইছেন।

মুকুল-দিলীপকে পরামর্শ, শাহি-পরিকল্পনা বঙ্গে

মুকুল-দিলীপকে পরামর্শ, শাহি-পরিকল্পনা বঙ্গে

বৃহস্পতিবারের বৈঠকে দিলীপ ঘোষ ও মুকুল রায়কে নির্দিষ্ট ইস্যুতে রাজনৈতিক তৎপরতা তীব্র করতে পরামর্শ দেন অমিত শাহ। রাজ্য নেতাদের প্রত্যেকেই তাঁর মতো করে রাজ্যের পরিস্তিতি বর্ণনা করেন অমিত শাহের সামনে। এরপর ঠিক হয় পুজোর পর অমিত শাহ কলকাতায় বিজেপি রাজ্য কমিটির সঙ্গে বৈঠক করবেন।

মুকুল-দিলীপ বিতর্ক উড়িয়ে নেতৃত্বে অমিত শাহ

মুকুল-দিলীপ বিতর্ক উড়িয়ে নেতৃত্বে অমিত শাহ

এখন আবার দলে গুরুত্ব বাড়িয়ে মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন। ফলে তাঁকে নেতৃত্ব দিয়ে অমিত শাহ এবার বাংলার দায়িত্ব বণ্টন করে দেবেন সকলের মধ্যে এমনটাই ভেবেছিলেন বঙ্গ রাজনীতির বিশেষজ্ঞরা। কিন্তু তা হয়নি। মুকুলের হাতে্ও ব্যাটন ওঠেনি ২০২১ নির্বাচনের। আর দিলীপ ঘোষকেও দায়িত্ব দেওয়া হয়নি।

English summary
Amiit Shah builds a team with Mukul Roy’s close aid leaders to win 2021 Assembly Election in West Bengal. In Amit Shah’s team there are so many leaders who came from TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X