For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মুক্ত প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে মাঝরাস্তায় নামাল সরকারি অ্যাম্বুলেন্স! মমতার প্রতি প্রশ্ন সূর্যের

করোনা মুক্ত প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে মাঝরাস্তায় নামাল সরকারি অ্যাম্বুলেন্স! মুখ্যমন্ত্রীর প্রতি প্রশ্ন সূর্যকান্তের

  • |
Google Oneindia Bengali News

বেলেঘাটা আইডি থেকে করোনা মুক্ত হয়ে মাঝ রাস্তা থেকে হেঁটেই বাড়িতে ফিরলেন আশি বছরের বৃদ্ধ। এখানেই শেষ নয়। তাঁর পরিচয় তিনি রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য এবং স্কুল শিক্ষামন্ত্রী পার্থ দে (partha de)। এদিন সরকারি হাসপাতালের এমন অব্যবস্থা নিয়ে টুইটারে সরব হয়েছেন রাজ্যের আরেক প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা সিপিএম (cpm) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (suryakanta mishra)।

৮ ডিসেম্বর বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছিলেন

৮ ডিসেম্বর বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছিলেন

করোনা রিপোর্ট পজিটিভ আসার পর ৮ ডিসেম্বর বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছিলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা স্কুল শিক্ষামন্ত্রী পার্থ দে। চিকিৎসক যোগীরাজ রায়ের তত্ত্বাবধানে ছিলেন তিনি। রিপোর্ট নেগেটিভ আসায় ছয়দিন পর ১৪ ডিসেম্বর তাঁকে বেলেঘাটা আইডি থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে জানানো হয়েছিল, অ্যাম্বুলেন্সই তাঁকে বাড়িতে পৌঁছে দেবে।

 হেঁটেই বাড়ি ফেরেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী

হেঁটেই বাড়ি ফেরেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতাল থেকে ছুটি হওয়ার পরে একঘন্টা অপেক্ষা করতে হয়। এরপর আরও দুজনের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সে বসানো হয়। অভিযোগ বালিগঞ্জ না গিয়ে অ্যাম্বুলেন্স সল্টলেক চত্বর ঘুরে ঘুরপথে বালিগঞ্জ যায়। বালিগঞ্জ ফাঁড়ি আসার পরে যখন তিনি চালকে বলেন, এখান থেকে পাম এভিনিউতে যেতে হয়, তখন, সেখানেই পার্থ দেকে নামিয়ে দেওয়া হয়। বলা হয়, এখান থেকে হেঁটে বাড়ি চলে যান। এরপর প্রাক্তন মন্ত্রী হেঁটেই বাড়ি যান।

 পরিবারের অভিযোগ

পরিবারের অভিযোগ

পার্থ দের কন্যা প্রপা দে পেশায় সরকারি চিকিৎসক। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, যদি কর্তৃপক্ষ ঠিকভাবে বাড়ি ফেরাতে না পারেন, তাহলে পরিবারের লোককেই বলতে পারতেন। তিনি আরও বলেছেন যদিও ওনার সঙ্গেই এই ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কী ঘটছে। এব্যাপারে প্রাক্তন মন্ত্রীর পরিবারের তরফে স্বাস্থ্য দফতর এবং বেলেঘাটা আইডির সুপারকে অভিযোগ জানানো হয়েছে।
মন্ত্রীর কন্যা আরও জানিয়েছেন, তাঁর বাবা প্রচার বিমুখ। তিনি যে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, তা কাউকেই বলেননি। তবে সোমবারের ঘটনায় তিনি এবং তাঁর মা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে জানিয়েছেন।

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কটাক্ষ সূর্যকান্তের

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কটাক্ষ সূর্যকান্তের

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন, রাজ্যের ওপর প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র। তিনি বলেছেন, করোনা হাসপাতালে ভর্তি হতে হলে তাঁর প্রথম পছন্দ বেলেঘাটা আইডি হাসপাতাল। কিন্তু আ্যম্বুলেন্স ও অন্যান্য পরিসেবায় এরকম ত্রুটি গত কয়েক মাসে ঘটেই চলেছে বলে অভিযোগ করেছেন তিনি। চাপের তুলনায় যানবাহন ও কর্মী অপর্যাপ্ত বলেও অভিযোগ তাঁর। এই ঘটনায় সমস্যা কোথায়, খোঁজ নিয়ে মুখ্যমন্ত্রী কি কিছু করতে পারেন, প্রশ্ন করেছেন তিনি।

বাবার আত্মজীবনী নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ প্রণব পুত্র অভিজিতের, কড়া বার্তা প্রকাশকদের বাবার আত্মজীবনী নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ প্রণব পুত্র অভিজিতের, কড়া বার্তা প্রকাশকদের

English summary
Ambulance from Beleghata ID Brought down former health minister and cpim leader in the midway of his house.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X