For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আতঙ্ক গ্রাস করছে মদন মিত্রকে, অবনতি হয়েছে শারীরিক অবস্থারও

Google Oneindia Bengali News

আতঙ্ক গ্রাস করতে মদন মিত্রকে, অবনতি হয়েছে শারীরিক অবস্থারও
কলকাতা, ২২ নভেম্বর : সারদা কাণ্ডে সিবিআই তলব করেছে শুনেই হাত-পা ঠাণ্ডা হয়ে গিয়েছিল তার। খবর পাওয়ার পরেই শিরদাঁড়ায় টিউমার নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সিবিআই বেসরকারি ওই হাসপাতালেও পৌছতে পারে শুনে কাউকে কিছু না বলেই এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে আশ্রয় নেন তিনি। শেষে শুক্রবার সন্ধ্যায় সৃঞ্জয় বোসের গ্রেফতারির ঘটনা শুনে বেশ ঘাবড়ে গিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী মদন মিত্র।

সিবিআই-এর হাত ক্রমশ যে প্রভাবশালী ও মাথাদের দিকে এগোচ্ছে তা ভালই ঠাহর করতে পেরেছেন মদনবাবু। আর তাই মুখে প্রকাশ না করলেও তার চোখে মুখে স্পষ্ট ভয় পেয়েছেন তিনি। কেবিন থেকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় তাঁকে সৃঞ্জয় বসুর গ্রেফতারি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি হাসপাতালে ভর্তি। মন্তব্য করতে পারব না।"

এদিকে হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যার পর থেকেই মদনবাবুর 'প্যানিক-অ্যাটাক' হয়েছে। আর তার ফলেই এখন নানাবিধ উপসর্গ দেখা দিচ্ছে মদনবাবুর। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাই অক্সিজেন দেওয়া হচ্ছে। চিকিৎসকদের এক সূত্রের দাবি, আসলে মদনবাবু এতটাই ভয় পেয়ে গিয়েছেন যে, তার জন্যই এইসব উপসর্গ দেখা দিচ্ছে। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তার। আতঙ্ক তাঁকে গ্রাস করে নিচ্ছে ক্রমেই।

আপাতত মদনবাবুকে ঘুমের ওযুধের পাশাপাশি স্নায়ুর উত্তেজনা কমানোর ওযুধ দেওয়া হয়েছে। চিকিৎসকদের মত চিকিৎসায় সাড়া দেওয়ার জন্য মন্ত্রীর মানসিকভাবে আগে সুস্থ হওয়াটা প্রয়োজন। এমনিতেই তাঁক সিপিওডি অর্থাৎ ফুসফুস ও হৃৎপিন্ডের সমস্যা রয়েছে। তার উপর ঘুমের মধ্যে ওনার মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, ফলে প্রয়োজনীয় ঘুমটুকুও হচ্ছে না। এই অবস্থায় এভাবে প্যানিক-অ্যাটাক হতে থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।

English summary
Add panic, anxiety to Madan Mitra's ills
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X