For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নিখোঁজ' রাজীব কুমার মেল করে একমাস সময় চাইলেন সিবিআইয়ের কাছে

শনিবার সকাল ১০টায় হাজিরার জন্য রাজীব কুমারকে নোটিশ দিয়েছিল সিবিআই কর্তারা।

  • |
Google Oneindia Bengali News

শনিবার সকাল ১০টায় হাজিরার জন্য রাজীব কুমারকে নোটিশ দিয়েছিল সিবিআই কর্তারা। কিন্তু এদিন সারা দিন পেরোলেও হাজিরা দিতে এলেন না কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। উপরন্তু হাজিরা এড়িয়ে এদিন বেলা শেষে সিবিআইকে মেইল মারফত জানিয়ে দিলেন তিনি আসতে পারছেন না। সিবিআই এর কাছে একমাস সময় চান তিনি।

নিখোঁজ রাজীব কুমার মেল করে একমাস সময় চাইলেন সিবিআইয়ের কাছে

সূত্রের খবর, এদিন বিকেল ৪ টে নাগাদ রাজীব কুমারের মেইল পান সিবিআই কর্তারা। মেইলে রাজীব জানিয়েছেন, তিনি ছুটিতে রয়েছেন, তাই তিনি আসতে পারবেন না৷ তাঁর স্ত্রীর অসুস্থতার কারণে তিনি ছুটিতে রয়েছেন। তবে রাজীব কুমারকে ১ মাস সময় দিতে রাজি নয় সিবিআই।

আরও জানা গিয়েছে, রাজীব কুমারের এই মেইল পাওয়ার পরেই নিজাম প্যালেসে তড়িঘড়ি বৈঠক ডাকা হয়েছে সিবিআই এর তরফে। সেখানে উপস্থিত থাকছেন সিবিআই এর আইনজীবী ওয়াই জে দস্তুর। শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে র পর তাদের আইনজীবী দস্তুরের পরামর্শ নিয়েই আইনী পদক্ষেপ নেবে সিবিআই।

উল্লেখ্য, শুক্রবার কলকাতা হাইকোর্ট রাজীবের রক্ষাকবচ তুলে নেওয়ার পর থেকেই রাজীব কুমারের নাগাল পেতে তৎপর হয়েছে সিবিআই৷ ওইদিন বিকালেই পার্কস্ট্রিটে রাজীব কুমারের অফিসে যান সিবিআইয়ের অফিসাররা৷ শনিবার সকাল দশটায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে হাজিরার নোটিস দিয়ে আসেন তাঁরা৷ কিন্তু শনিবার নির্দিষ্ট সময়ে হাজিরা দেননি রাজীব কুমার৷ হাজিরা এড়ান তিনি৷ সময় নির্দিষ্ট করে দিয়েছিল সিবিআই।

English summary
Abscond Rajeev Kumar seeks one month time in Saradha Scam case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X