For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোথায় দেখবেন রজার ফেডেরারে শেষ টুর্নামেন্ট লেভার কাপ, জেনে নিন

কোথায় দেখবেন রজার ফেডেরারে শেষ টুর্নামেন্ট লেভার কাপ জেনে নিন

Google Oneindia Bengali News

শেষ বার পেশাদার টেনিস সার্কিটে রজার ফেডেরারকে দেখা যেতে চলেছে আগামী সপ্তাহ থেকে লন্ডনে হতে চলা লেভার কাপে। ২৩-২৫ সেপ্টেম্বর টিম ইউরোপের হয়ে খেলবেন ফেডেরার। তাঁর সঙ্গে খেলবেন বর্তমান টেনিসের অপর সেরা তিন রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে এবং নোভাক জকোভিচ। রজার এই টুর্নামেন্টের পর অবসর নেওয়ার কথা ঘোষণার সঙ্গে লেভার কাপকে ঘিরে টেনিস প্রেমীদের উত্তেজনার পার অনেকটা বেড়ে গিয়েছে। ঐতিহাসিক হতে চলেছে এই টুর্নামেন্ট।

কোথায় দেখবেন রজার ফেডেরারে শেষ টুর্নামেন্ট লেভার কাপ জেনে নিন

২০২১ উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে হাবার্ট হারকাজের বিরুদ্ধে হারের পর আর টেনিস কোর্টে দেখা যায়নি রজার ফেডেরারকে। শেষ ১৮ মাসে তিন বার হাঁটুতে অস্ত্রপোচার হয়েছে রজারের। এতটা ধকল সামলে বিশ্বমানে কোনও ক্রীড়াবীদের পক্ষে নিজের পুরনো ছন্দে ফিরে আসা কঠিন। মহানক্ষত্ররা জানেন কখন থামতে হয়। ৪১ বছর বয়সী ফেডেরার নিজের শরীরকে ভাল মতো বোঝেন, জানেন সেই শরীরের নেওয়ার ক্ষমতা। অবশেষে প্রিয় খেলাকে বিদায় জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেই ফেলেন তিনি।

প্রথম টেনিস তারকা হিসেবে ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির গড়েছিলেন ফেডেরার। পরবর্তীতে রাফায়েল নাদাল এবং নোভাক জকোভিচ সেই কৃতিত্ব অর্জন করলেও প্রথম হিসেবে এই নজির সৃষ্টিকারী ফেডেরার ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন। ২০১৮ সালেরে পর আবার লেভার কাপে দেখা যাবে জোকারকে। তিনি এই নিয়ে দ্বিতীয় বার লেভার কাপে অংশ নিতে চলেছেন। ও ২ এরিনায় আয়োজিত লেভার কাপ। আয়োজকরা মনে করছেন হট কেকের মতো বিক্রি হবে এই লেভার কাপের টিকিট কারণ টেনিসের 'রাজা' রজার ফেডেরারকে শেষ বারের জন্য প্রতিযোগীতা মূলক টুর্নামেন্টে দেখার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না কোনও টেনিসপ্রেমী। ভারতীয় সমর্থকেরা লেভার কাপ ফোনের মধ্যে দেখতে পারবেন সোনি লিভ অ্যাপে। এ ছাড়া সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে লেভার কাপের সম্প্রচার করা হবে লেভার কাপের।

রোনাল্ডোকে নিয়ে বড় মন্তব্য ম্যান ইউ কোচের, ইউরোপা লিগে জয়ে ফিরল হোসে মোরিনহোর দলরোনাল্ডোকে নিয়ে বড় মন্তব্য ম্যান ইউ কোচের, ইউরোপা লিগে জয়ে ফিরল হোসে মোরিনহোর দল

English summary
Where to see Laver Cup 2022, the last competitive tournament where Roger Federer will play
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X