For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতিহাস গড়ে ২১ নম্বর গ্র্যান্ডস্ল্যামটি জিতেও কেন খুশি নন নাদাল, জানতে পড়ুন

ইতিহাস গড়ে ২১ নম্বর গ্র্যান্ডস্ল্যামটি জিতেও কেন খুশি নন নাদাল, জানতে পড়ুন

Google Oneindia Bengali News

বয়স যত বাড়ছে ততই যেন সাফল্যের খিদেটা বাড়ছে রাফায়েল নাদালের। সদ্য অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন স্প্যানিয়ার্ড। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জেতার সুবাদে বিশ্ব টেনিসে তৈরি করেছেন সর্বাকালীন নজির। পুরুষ টেনিস তারকাদের মধ্যে তিনিই সর্বোচ্চ ২১টি গ্ল্যান্ডস্ল্যাম জয়ী। পিছনে ফেলে দিয়েছেন রাফায়েল নাদাল, নোভাক জকোভিচকে।

ইতিহাস গড়ে ২১ নম্বর গ্র্যান্ডস্ল্যামটি জিতেও কেন খুশি নন নাদাল, জানতে পড়ুন

তবুও আরও সাফল্যের স্বপ্নে বুঁদ নাদাল। বুধবার বিশ্ব টেনিসের অন্যতম এই নক্ষত্র জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনে জিতে ২১তম গ্র্যান্ডস্ল্যামের মালিক হয়েও তিনি সন্তুষ্ট নন। নাদালেরসামনে সুযোগ রয়েছে গ্র্যান্ডস্ল্যাম জয়ের সংখ্যাটিকে ২২ করার। ফরাসি ওপেনে আসন্ন জুনেই কেরিয়ারের ২২ নম্বর গ্র্যান্ডস্ল্যাম জিততে পারেন নাদাল। কেরিয়ারে অধিকাংশ সাফল্যই নাদাল পেয়েছেন মাটির কোর্টে। ১৩ বার রোঁলা গারো-এ খেতাব জিতেছেন তিনি।

মালোর্কায় নিজের অ্যাকাডেমিতে একটি সাংবাদিক সম্মেলনে নাদাল বলেছেন, "আমি জানি না কতগুলো গ্র্যান্ডস্ল্যাম জিতব আমি। বেশি দিন আগের কথা নয়, যেখানে আমি যাতে শুধু টেনিস খেলতে পারি সেই প্রার্থনা করছিলাম। আমাদের তিন জনের মধ্যে সর্বাধিক মেজর খেতাব (গ্র্যান্ডস্ল্যাম) জিতে এক নম্বরে থাকতে চাই আমি। এটা হলে আমার ভাল লাগবে কিন্তু এটা হতেই হবে এমনটা মানসিকতা আমার নয়। যাই আসুক তাকে স্বাগত কিন্তু সত্যি বলতে আমার মনে হয় না ২১টা যথেষ্ট। কিন্তু আপনি জানেন না ভবিষ্যতে কী হতে পারে।"

২০২১ সালে চোটের কারণে দীর্ঘ সময়ে কোর্টের বাইরে ছিলেন নাদাল। গত বছর সাত মাসে মাত্র একটি টুর্নামেন্টে অংশ নিতে পেরেছিলেন নাদাল। ফেব্রুয়ারির শেষের দিকে মেক্সিকোর অ্যাকাপুলকোয় তিনি অংশ নিতে পারবেন কি না, তা পরে স্থির করবেন বলে জানিয়েছেন নাদাল, তবে তিনি মরিয়া চেষ্টা চালাচ্ছেন মার্চে আয়োজিত ইন্ডিয়ান ওয়েলস-এ অংশ নেওয়ার জন্য। নাদালের কথায়, "এখনও যখন খেলি তখন লাগে। কিন্তু এখন আমি উচ্চস্তরে খেলছি, চার সপ্তাহ আগেও এই জায়গা ছিলাম না। এটা আমাকে আগে এগিয়ে যেতে অনেক বেশি আত্মবিশ্বাস দেয়। ব্যক্তিগত স্তরে এই অভিজ্ঞতা ভুলে যাওয়ার মতো নয়। আমি আবার উচ্চস্তরে খেলতি পারছি, যেটা কিছু সপ্তাহ আগেও ভাবা সম্ভব ছিল না। পাশাপাশি কিছু বিশেষ অর্জন করা ফলে বিশ্বের সেরাদের বিরুদ্ধে সর্বোচ্চ স্তরে পারফর্ম করার আত্মবিশ্বাসও বেড়েছে। এটা আমার জন্য ভাল দিক, এবং ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ।"

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রাশিয়ার প্রতিদ্বন্দ্বী ড্যানিল মেদভেদেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে নাদাল। ঐতিহাসিক গ্র্যান্ডস্ল্যাম অর্জনের ম্যাচে প্রথম দুই সেটেই হেরেছিলেন স্প্যানিশ তারকা। কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়ান তিনি।

English summary
Rafael Nadal said 21 grandslam is not enough for him. He wants to increase the number of grand slam. In the history of tennis Rafael nadal is the highest men’s singles grandslam winner. His contemporary Novak Djokovic, Roger Federer are one behind. But Nadal wants to increase the number of majors as much as possible.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X