For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফরাসি ওপেনের শেষ ১৬-তে গতবারের চ্যাম্পিয়নরা, জকোভিচও প্রি কোয়ার্টারে

Google Oneindia Bengali News

ফরাসি ওপেনের শেষ ১৬-তে পৌঁছে গেলেন পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে গতবারের চ্যাম্পিয়ন যথাক্রমে রাফায়েল নাদাল ও ইগা সোয়াতেক। শীর্ষবাছাই নোভাক জকোভিচও সহজেই পৌঁছে গিয়েছেন প্রি কোয়ার্টার ফাইনালে।

ফরাসি ওপেনের শেষ ১৬-তে গতবারের চ্যাম্পিয়নরা, জকোভিচও

আজ রোলাঁ গারোয় এক ঘণ্টা ৩২ মিনিটের লড়াইয়ে রিকার্দা বেরাঙ্কিসকে স্ট্রেট সেটে হারান ১৮টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এবং এবারের শীর্ষ বাছাই জকোভিচ। খেলার ফল ৬-১, ৬-৪, ৬-১।

ফরাসি ওপেনের শেষ ১৬-তে গতবারের চ্যাম্পিয়নরা, জকোভিচও

ক্লে কোর্টে দাপট দেখিয়ে শেষ ষোলোয় পৌঁছে গিয়েছেন রাফায়েল নাদাল। ক্যামেরন নরিকে তিনি হারালেন ৬-৩, ৬-৩, ৬-৩ ব্যবধানে। ২০১৯ সালের ফাইনালে ডমিনিক থিয়েমের কাছে সেট খোয়ানোর পর আর রোলাঁ গারোয় একটিও সেটে হারেননি নাদাল। আজকের জয়ে টানা ৩০টি সেট জিতলেন ১৩ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন। এবার চ্যাম্পিয়ন হলেও তিনি ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতে টপকে যাবেন রজার ফেডেরারকে। ব্রিটিশ প্রতিপক্ষের বিরুদ্ধে তৃতীয় বাছাই নাদাল আজ জিততে সময় নিলেন ২ ঘণ্টা ৭ মিনিট।

ফরাসি ওপেনের শেষ ১৬-তে গতবারের চ্যাম্পিয়নরা, জকোভিচও

মহিলাদের সিঙ্গলসে প্রি কোয়ার্টারে পৌঁছে গিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন ইগা সোয়াতেক। এস্তোনিয়ার আনা কন্তাভেইতকে সপ্তম বাছাই ইগা হারালেন ৭-৬ (৪), ৬-০ ব্যবধানে। উল্লেখ্য, প্রথম তিন বাছাই-ই ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন ফরাসি ওপেন থেকে। তৃতীয় রাউন্ডের ম্যাচে সহজ জয় পেয়েছেন পঞ্চম বাছাই ইউক্রেনের এলেনা স্ভিতোলিনা। জিতেছেন ৬-৩, ৬-২ সেটে। চতুর্থ বাছাই সোফিয়া কেনিন প্রথম সেটে হেরে গেলেও জেসিকা পেগুলাকে ৪-৬, ৬-১, ৬-৪ ব্যবধানে হারিয়ে প্রি কোয়ার্টারে উঠেছেন। ত্রয়োদশ বাছাই জেনিফার ব্রাডি প্রথম সেট ১-৬-এ হারার পর চোটের কারণে সরে দাঁড়ানোয় প্রি কোয়ার্টারে পৌঁছে গেলেন মার্কিন কোকো গাউফও।

English summary
Defending Champions Nadal And Iga Swiatek Storm Into Last 16 Of French Open. Top Seed Djokovic Also Through To Pre Quarters.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X