For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেভিস কাপে ডেনমার্ক-বধে প্রত্যয়ী ভারত, ঝুঁকি নিয়েই কোন রণকৌশল?

  • |
Google Oneindia Bengali News

পাঁচ বছর পর ডেভিস কাপের আসর বসছে দিল্লি জিমখানায়। ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফ ওয়ান টাই অনুষ্ঠিত হবে মার্চের ৪ ও ৫ তারিখ। ভারত তিনবার ডেভিস কাপের ফাইনাল খেললেও বর্তমানে ক্রমতালিকার নিরিখে এগিয়ে রয়েছে ডেনমার্ক। ১৯৮৪ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম দিল্লি জিমখানার গ্রাস কোর্টে দেখা যাবে ভারত ও ডেনমার্কের দ্বৈরথ।

ডেভিস কাপে ডেনমার্ক-বধে প্রত্যয়ী ভারত

ভারতকে দুবার ডেভিস কাপে হারিয়েছে ডেনমার্ক। ভারত ডেভিস কাপের ফাইনাল খেলেছে ১৯৬৬, ১৯৭৪ ও ১৯৮৭ সালে। এই প্রিমিয়ার ইভেন্টকে অনেকে টেনিসের বিশ্বকাপ বলেও আখ্যায়িত করে থাকেন। ১৯২৭ সালে কোপেনহেগেনে কোয়ার্টার ফাইনালে ভারতকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল ডেনমার্ক। এরপর হারায় আর্ফসে, ১৯৮৪ সালে ৩-২ ব্যবধানে। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল জৈন বলেন, ভারতে তিন বছর পর হচ্ছে ডেভিস কাপ। এতে ভারতের খেলোয়াড়রা নিজেদের প্রতিভা মেলে ধরার দারুণ সুযোগ পেতে চলেছেন। এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দেশের নানা প্রান্তে টেনিসের বিকাশ ঘটানো আরও সহজ হবে বলে ধারণা তাঁর।

ডেভিস কাপে ডেনমার্ক-বধে প্রত্যয়ী ভারত

ভারতের প্রস্তুতি প্রসঙ্গে নন-প্লেয়িং ক্যাপ্টেন রোহিত রাজপাল বলেন, ডেনমার্ক খুবই ভালো দল। আমাদের দলের প্রস্তুতিও ভালোই হয়েছে। আমাদের শক্তির উপরই এখন ফোকাস ধরে রাখতে হবে। এটাই আমাদের স্ট্র্যাটেজি। গ্রাস কোর্টেই ডেনমার্ককে সমস্যায় ফেলা যাবে বলে জানিয়েছেন রাজপাল। তাঁর কথায়, আমরা যদি ডেনমার্কে যেতাম সেখানে রামকুমারকে গ্রাস কোর্টে ওরা কোনওভাবেই চাইতো না। ইউকি ভামব্রি, রোহন বোপান্নার সঙ্গে কথা বলেই গ্রাস কোর্ট বেছে নেওয়া হয়েছে। রাজপাল আরও জানান, এখনও যা পরিস্থিতি তাতে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ডেভিস কাপ হওয়ার কোনও ইঙ্গিত নেই। আগে যেমন আলাদা জায়গায় আবদ্ধ থেকে থাকা-খাওয়ার ব্যবস্থা ছিল দিল্লিতে এখনও তা নেই। তবে করোনা সংক্রান্ত সবরকম সতর্কতা মেনে চলা হবে। ডেভিস কাপ উপলক্ষে সংবর্ধিত করা হবে বিজয় অমৃতরাজ ও জয়দীপ মুখোপাধ্যায়কে।

ডেভিস কাপের ভারতীয় দল- প্রজনেস গুণেশ্বরণ, ইউকি ভামব্রি, রোহন বোপান্না, রামকুমার রমানাথন, দিভিজ শরণ। রিজার্ভে রয়েছেন সাকেথ মিনেনি, দিগ্বিজয় প্রতাপ সিং।

English summary
Indian Skipper Rohit Rajpal Says There Is No Indication That Davis Cup Tie Will Be Held In Bio-Bubble. India Will Take On Denmark In The World Group Playoff I Tie On March 4 And 5 In Delhi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X