For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল-বিজেপির 'টাফ ফাইট' এবার বাঁকুড়া জেলার পর পর আসনে, একনজরে এলাকার রাজনৈতিক মানচিত্র

তৃণমূল-বিজেপির 'টাফ ফাইট' এবার বাঁকুড়া জেলার পর পর আসনে, একনজরে এলাকার রাজনৈতিক মানচিত্র

  • |
Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা নির্বাচন ও ২০২১ এর বিধানসভা নির্বাচনের মাঝে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বহু পরিবর্তন হয়েছে। বাংলার রাজনীতির ছবিতে এরমধ্যে সবচেয়ে উজ্জ্বল দিল 'দলবদল'। বহু হেভিওয়েট থেকে নিচু তলার কর্মীদের দলবদলের পর আর কয়েকদিনের মাথায় রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। সেই প্রথম দফার ভোটে থাকছে বাঁকুড়ার বেশ কিছু আসন। ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে একনজরে দেখা যাক ,বাঁকুড়া জেলার বিধানসভা আসনগুলির রাজনৈতিক পরিস্থিতি।

বাঁকুড়া জেলার বিধানসভা কেন্দ্র

বাঁকুড়া জেলার বিধানসভা কেন্দ্র

বাঁকুড়া জেলার আওতায় যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে, তা হল শালতোড়, ছাতনা, রানিবাঁধ, রায়পুর, তালডাংড়া, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস,সোনামুখী। ২৭ মার্চ প্রথম দফার ভোটে শালতোড়া, ছাতনা, রানিবাঁধ এলাকায় ভোট হবে। দ্বিতীয় দফায় ১ এপ্রিল , বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস এবং সোনামুখীতে ভোট হবে।

মুনমুনের পর সায়ন্তিকা , তৃণমূলের স্ট্র্যাটেজি কোন দিকে!

মুনমুনের পর সায়ন্তিকা , তৃণমূলের স্ট্র্যাটেজি কোন দিকে!

২০১৪ সালে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে অভিনেত্রী মুনমুন সেনকে প্রার্থী করে মমতা মাস্টার স্ট্রোক দেন। এরপর ২০১৯ লোকসভায় সেখানে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রার্থী হলেও , তিনি হেরে যান। শোনা যায় তৃণমূলের অন্দরে দলীয় কোন্দলই সুব্রতবাবুকে পিছনে ফেলে দেয় বাকি প্রার্থীদের থেকে। এরপর বাঁকুড়া কেন্দ্রে ২০২১ ভোটে প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা। মুনমুনের পর এবার সায়ন্তিকাকে এনে মমতা বন্দ্যোপাধ্যায় একই বাউন্ডারি হাঁকাতে পারেন কি না, তা জল্পনায়।

বিজেপির গড় দখলে রাখার লড়াই

বিজেপির গড় দখলে রাখার লড়াই

প্রসঙ্গত, ২০১৯ লোকসভা ভোটেতৃণমূলের থেকে বাঁকুড়া ছিনিয়ে নেয় বিজেপি। সেখানে বড় চমক হিসাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী হন সৌমিত্র খাঁ। অন্যদিকে, বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হন সুভাষ সরকার। তিনি তৃণমূলের মন্ত্রী তথা দীর্ঘদিন ঘাসফুল রাজনীতির অন্যতম মুখ সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে কার্যত ইতিহাস গড়ে দেন বাঁকুড়ার বুকে। এদিকে, তৃণমূসের হেভিওয়েট শ্যামল সাঁতরাকে হারিয়ে বিষ্ণুপুর জিতে নেন সৌমিত্র। সেই জায়গা থেকে বাঁকুড়া জেলার ২ টি সংসদীয় আসন বিজেপি র হাতে চলে যায়। এবার সেই লোকসভা আসনের আওতায় থাকা বিধানসভা আসনগুলিতে পদ্ম ফুটিয়ে রাখার চ্যালেঞ্জ বাঁকুড়া বিজেপির সামনে।

 ২০১৬ সালে বাঁকুড়া জেলার ফলাফল

২০১৬ সালে বাঁকুড়া জেলার ফলাফল

২০১৬ সালে বাঁকুড়ার ১২ টি আসনের মধ্যে ৭ টিতে জয় লাভ করে তৃণমূল কংগ্রেস। ৩ টিতে জেতে বামফ্রন্ট । কংগ্রেসের ঘরে গিয়েছে ২ টি আসন। তারমধ্যে একটি ছিল বাঁকুড়া বিধানসভা কেন্দ্র শম্পা দরিপার জয়।

 ২০১৬ সালের ফলাফল ও বাঁকুড়া

২০১৬ সালের ফলাফল ও বাঁকুড়া

প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে বাঁকুড়ায় কংগ্রেসের শম্পা দরিপা ২০১৬ সালে ৮৩ হাজার ভোট পেয়েছে জিতে নেন আসনটি। এদিকে, বড়জোড়া থেকে সেবার সিপিআইএমের সুজিত চক্রবর্তী জয়লাভ করেন। বাঁকুড়ার রাইপুর কেন্দ্র থেকে ২০১৬ সালের ভোটে জয়লাভ করেন উপেন কিস্কু । তিনি সিপিআইএমের সদস্য ছিলেন। ওন্দা আসন থেকে জয়লাভ করেন তৃণমূলের অরূপ খাঁ। বিষ্ণুপুরের টাফ ফাইটে জয় লাভ করেন তুষারকান্তি ভট্টাচার্য। বর্তমানে তাঁর দল বিজেপি। কোতুল পুর তৃণমূলের শ্যামল সাঁতরা দখলে রাখেন। ইন্দারে গুরুপদ মেটে বর্তমান বিধায়ক। অন্যদিকে সোনামুখীতে অজিত রায় জয়লাভ করেন।

২০১৯ লোকসভা ভোটের নিরিখে ফলাফল

২০১৯ লোকসভা ভোটের নিরিখে ফলাফল

প্রসঙ্গত বাঁকুড়ার দুটি সংসদীয় আসনের মধ্যে ১২ টি বিধানসভা আসন রয়েছে। আর এই দুটি আসনেই ২০১৯ লোকসভা নির্বাতনে বিজেপির তরফে জেতেন সৌমিত্র খাঁ ও সুভাষ সরকার। এককালে বামেদের পোক্ত দখলে থাকা বাঁকুড়ায় ইতিহাস গড়ে জোড়াফুল ফুটিয়েছেন মমতার প্রার্থী মুনমুন সেন। তিনি বামেদের বাসুদেব আচারিয়াকে হারিয়ে বাঁকুড়া জয় করেন। এরপর থেকে সেভাবে এই জেলার আসনে বামেদের সেই পুরনো দাপট দেখা যায়নি। তবে ২০২১ এর ফলাফলের দিকে তাকিয়ে গোটা বাংলা।

মমতা নামেই খেলা হবে, কোবরা ডান্স হবে, সায়নীকে পাশে নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা মদন মিত্রেরমমতা নামেই খেলা হবে, কোবরা ডান্স হবে, সায়নীকে পাশে নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা মদন মিত্রের

{quiz_525}

English summary
West Bengal Assembly Election 2021, Bankura's twelve seats are going to be see tough contest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X