বেজে গিয়েছে নির্বাচনী দামামা, একনজরে বাঁকুড়া-পুরুলিয়ায় তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকা
সময় যত এগোচ্ছে ভোটের হাওয়ায় ততই তপ্ত হয়ে উঠছে বাংলার মাটি। এদিকে নির্বানী নির্ঘণ্ট প্রকাশ হতেই দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে একাধিক দল। শুক্রবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরে বাংলায় প্রকাশিত হল আসন্ন বিধানসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের চূড়ান্ত প্রার্থী তালিকা। গোটা রাজ্যের পাশাপাশি যাতে চমক রয়েছে জঙ্গলমহলের বিধানসভা আসনগুলিতেও। এদিকে আসন্ন নির্বাচনে বান্দোয়ান থেকে তৃণমূলের টিকিটে লড়তে চলেছেন রাজীব লোচান সোরেন। অন্যদিকে বলরামপুরে শান্তিরাম মাহাতো। বাঘমুন্ডিতে সুশান্ত মাহাতো।

অন্যদিকে পুরলিয়ার জয়পুরে দাঁড়াচ্ছেন উজ্জল কুমার। পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে দাঁড়াচ্ছেন সুজয় বন্দ্যোপাধ্যায়। মানবাজারে সন্ধ্যা রানী টুডু। কাশীপুরে স্বপন কুমার বেলতরিয়া। পারায় দাঁড়াচ্ছেন উমাপদ বাউরি। রঘুনাথপুরে দাঁড়াচ্ছেন হাজারী বাউরি। একইসাথে চমক রয়েছে বাঁকুড়ার আসনগুলিতেও। বাঁকুড়ার সালতোড়ায় তৃণমূলের টিকিটে দাঁড়াচ্ছেন সন্তোষ মণ্ডল।
অন্যদিকে ছাতনায় তৃণমূল-কংগ্রেসের টিকিটে ব্যাট করতে নামছেন শুভাশিষ বটব্যাল। রানিবাঁধে জ্যোৎস্না মান্ডি দাঁড়াচ্ছেন। রায়পুর লড়ছেন মৃত্যুঞ্জয় মূর্মু। তালডাংরায় দাঁড়াচ্ছেন অরূপ চক্রবর্তী। বাঁকুড়া কেন্দ্রে দাঁড়াচ্ছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যদিও এই কেন্দ্রে তাঁর টিকিট পাওয়া নিয়ে ইতিমধ্যেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন সেখানকার দলীয় নেতৃত্ব। বড়জোড়ায় দাঁড়াচ্ছেন আলোক মূখার্জী। ওন্দায় অরূপ কুমার খান। বিষ্ণুপুরে অর্চিতা বেদ। কতুলপুরে সঙ্গীতা মালিক। ইন্দাসে রুনু মেটে। সোনামুখীতে লড়ছেন শ্যামল সাঁতরা।
একনজরে পূর্ব ও পশ্চিম বর্ধমানে তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা