For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শত্রুঘ্ন সিনহার মঞ্চ থেকে শুভেন্দুর চামড়া তোলার হুঁশিয়ারি! তৃণমূল নেতা টানলেন সৌমিত্রর 'অন্য' সম্পর্কের কথা

তৃণমূলের দিদির দূত কর্মসূচিতে একের পর এক বিক্ষোভের মধ্যে ফের একবার রাজনীতিতে কুকথা। বাঁকুড়ার তৃণমূল নেতা বিজেপির নেতাদের উদ্দেশ্যে তুই-তোকারির সঙ্গে শুভেন্দু অধিকারীর পিঠের চামড়া তোলার হুঁশিয়ারিও দিলেন। যে মঞ্চে থে

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের দিদির দূত কর্মসূচিতে একের পর এক বিক্ষোভের মধ্যে ফের একবার রাজনীতিতে কুকথা। বাঁকুড়ার তৃণমূল নেতা বিজেপির নেতাদের উদ্দেশ্যে তুই-তোকারির সঙ্গে শুভেন্দু অধিকারীর পিঠের চামড়া তোলার হুঁশিয়ারিও দিলেন। যে মঞ্চে থেকে এত কিছু সেই মঞ্চে শনিবার হাজির হয়েছিলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তবে তিনি কোনও ব্যক্তি আক্রমণে যেতে চাননি।

দিলীপ-সৌমিত্র-শুভেন্দুকে নিশানা

দিলীপ-সৌমিত্র-শুভেন্দুকে নিশানা

আইএনটিটিইউসি নেতা সোমনাথ মুখোপাধ্যায় এদিন বলেন, এ রাজ্যে বিজেপি মানে 'পাগল' দিলীপ, 'চিটিং' সৌমিত্র খাঁ আর 'মিরজাফর' শুভেন্দু অধিকারী। এরপরেই তিনি বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার স্বাদ কিংবা আশা কোনওটাই মেটেনি শুভেন্দু অধিকারীর। নাম করে তিনি শুভেন্দু অধিকারীর উদ্দেশে বলেন, তোদের প্রার্থী দেওয়ার ক্ষমতা আছে? ওই নেতা আরও বলেন, বড়জোড়া, সোনামুখি, জয়পুর, কোতলপুরে বিজেপি বলে কোনও কিছু নেই। ফের তিনি বলেন, তোদের প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই।

শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ

শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁদের 'চাবকে পিঠের চামড়া তুলে' নেওয়ার হুঁশিয়ারিও দেন আইএনটিটিইউসি নেতা সোমনাথ মুখোপাধ্যায়। শনিবাসরীয় বিকেলে বাঁকুড়ার বড়জোড়া ফুটবল মাঠে দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এক সভায় তিনি বলেন, আজকে শান্ত বাঁকুড়াকে অশান্ত করার চেষ্টা করা হলে, যাঁরা তৃণমূল করি তাঁরা হাতে চুড়ি পরে বসে নেই, তৃণমূল কর্মীরা হিজড়ে নয়। পরবর্তীকালে উস্কানিমূলক বক্তব্য রাখলে বড়জোড়া-বাঁকুড়ার মানুষ চাবকে পিঠের চামড়া তুলে নেবে, হুঁশিয়ারি দেন ওই নেতা।

উঠল সৌমিত্রের 'অন্য' সম্পর্কের কথা

উঠল সৌমিত্রের 'অন্য' সম্পর্কের কথা

মঞ্চে ছিলেন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডলও। সেই সময় আইএনটিটিইউসি নেতা সোমনাথ মুখোপাধ্যায় সৌমিত্র খাঁর উদ্দেশে বলেন, শিলিগুড়িতে পারমিতা রায় চৌধুরী কে হন? তাঁর বাচ্চা ছেলের সঙ্গে সৌমিত্র খাঁর সম্পর্কই বা কী, সেই প্রশ্নও করেন ওই নেতা। তিনি অভিযোগ করেন, আজকে পশ্চিমবঙ্গের মাটিকে কলুষিত করছে ওই শুভেন্দু অধিকারী সৌমিত্র খাঁ-এর মতো নেতারা।

হাজির হয়েছিলেন শত্রুঘ্ন সিনহা-মলয় ঘটকরা

হাজির হয়েছিলেন শত্রুঘ্ন সিনহা-মলয় ঘটকরা

আইএনটিটিইউসি নেতা সোমনাথ মুখোপাধ্যায় যে মঞ্চ থেকে এইসব মন্তব্য করেছেন, সেই মঞ্চে হাজির হয়েছিল আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, মন্ত্রী মলয় ঘটকের মতো নেতারা। সোমনাথ মুখোপাধ্যায়ের বক্তব্য রাখার সময় মঞ্চে হাজির ছিলেন, বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই সাংগঠনিক জেলা সভাপতি যথাক্রমে দিব্যেন্দু সিংহমহাপাত্র, অলোক মুখোপাধ্যায়ের মতো শীর্ষ নেতারা। সভায় শত্রুঘ্ন সিনহা কোনও ব্যক্তি আক্রমণে যেতে চাননি।
জেলার রাজনৈতিক মহলের একাংশের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শুক্রবারের সভার পাল্টা শনিবার শত্রুঘ্ন সিনহাকে হাজির করে সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিজেপির বড়জোড়ার সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন। তখনও তিনি জানতেন না সিপিআইএম নামক চোর তাড়িয়ে তিনি ডাকাত বসানোর ব্যবস্থা করছেন। তবে তিনি বলেছিলেন, সেই সময় ভাইপোর কোম্পানি ছিল না। গ্রামে গ্রামে ঘুরে সিপিআইএমকে তাড়ানোর ডাক দিয়েছিলেন তাঁরা। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া-পুরুলিয়ায় দায়িত্বে থাকা ভাইপো বিরোধীদের কাউকে মনোনয়ন জমা করতে দেয়নি বলেও অভিযোগ করেছিলেন তিনি।

Weather Update: ৫১ বছরে উষ্ণতম মকর সংক্রান্তি! ৬ জেলায় হতে পারে বৃষ্টি, একনজরে বাংলার আবহাওয়াWeather Update: ৫১ বছরে উষ্ণতম মকর সংক্রান্তি! ৬ জেলায় হতে পারে বৃষ্টি, একনজরে বাংলার আবহাওয়া

English summary
Bankura TMC leader targets Suvendu Adhikari from shatrughan sinha's Barjora meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X