For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাদা শাড়ি, এলোমেলো চুল...! লাটাগুড়ির জঙ্গলে এযেন সাক্ষাৎ 'পেত্নী'র দেখা

ঘন জঙ্গল! হঠাত করে সাদা শাড়ি পড়ে সামনে দাঁড়িয়ে এক মহিলা। এলোমেলো চুল। হাতে সাদা রঙের বালা। লাটাগুড়ির জঙ্গলে এমন ভূতের মুখোমুখি হয়েছেন অনেকেই। ফলে এলাকাতে ছড়িয়ে পড়ে যে সত্যিই বোধহয় লাটাগুড়ির জঙ্গলে ভুত দেখতে আছে।

  • |
Google Oneindia Bengali News

ঘন জঙ্গল! হঠাত করে সাদা শাড়ি পড়ে সামনে দাঁড়িয়ে এক মহিলা। এলোমেলো চুল। হাতে সাদা রঙের বালা। লাটাগুড়ির জঙ্গলে এমন ভূতের মুখোমুখি হয়েছেন অনেকেই। ফলে এলাকাতে ছড়িয়ে পড়ে যে সত্যিই বোধহয় লাটাগুড়ির জঙ্গলে ভুত দেখতে আছে।

Recommended Video

সাদা শাড়ি, এলোমেলো চুল...! লাটাগুড়ির জঙ্গলে এযেন সাক্ষাৎ 'পেত্নী'র দেখা |oneindia Bengali

আর তা ছড়িয়ে পড়তেই সন্ধ্যা হওয়ার আগেই পর্যটকরা জঙ্গল ছেড়ে বেরিয়ে আসেন। এই ভুতের কারণে ব্যবসাতে রীতিমত মার খাচ্ছিল। তবে রবিবার যে হাতেনাতে ভুত এভাবে ধরা পড়ে যাবে তা কল্পনাতেও ভাবতে পারেনি!

জঙ্গল পাড় হচ্ছিলেন এক দম্পত্তি!

জঙ্গল পাড় হচ্ছিলেন এক দম্পত্তি!

রবিবার অনেকটাই রাত হয়ে যায়। কিছুটা মনে সাহস জুগিয়েই রাতে লাটাগুলির জঙ্গল গাড়িতে পার হচ্ছিলেন এক দম্পত্তি। জলপাইগুড়ির বাসিন্দা তাঁরা। রাতে জঙ্গল পার হওয়ার সময়েই হঠাত করে গাড়ির সামনে এসে দাঁড়ায় ওই সাদা কাপড়, এলোমেলো চুলে পেত্নী! রীতিমত চমকে যান তাঁরা। এরপর শুরু হয়ে যায় ওই মহিলারা কারসাজি। ওই দম্পতির দাবি, কখনও গাড়িতে ওঠে পড়ে সে। কখনও সাদা কাপড় ওড়াতে থাকে। প্রথমে ওই দম্পত্তি ভয় পেয়ে গেলেও ধীরে ধীরে ধাতস্থ হন তাঁরা। কোনও রকমে গাড়ি থেকে নেমে ওই মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা।

দাঁড়িয়ে যায় একের পর এক গাড়ি

দাঁড়িয়ে যায় একের পর এক গাড়ি

ততক্ষণে গভীর জঙ্গলে দাঁড়িয়ে গিয়েছে একের পর এক গাড়ি। গাড়ির আলোতে অন্ধকারও কেটে গিয়েছে। ওই দম্পত্তির সাহস দেখে অনেকেই গাড়ি থেকে নেমে পড়েন। ওই মহিলা নিজেকে ভুত বলে দাবি করেন বলে দাবি ওই দম্পতির। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। মেটালি থানার পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে। পুলিশের দাবি, জঙ্গলে নাকি ভুতে দেখা পাওয়া গিয়েছে। এমন একাধিক অভিযোগ আসছিল তাঁদের কাছে। অবশেষে জ্যন্ত-পেত্নীকে হাতেনাতে পেয়ে জেরা শুরু করেছে পুলিশ!

বড়সড় ডাকাতি কিংবা ছিনতাইয়ের ছক?

বড়সড় ডাকাতি কিংবা ছিনতাইয়ের ছক?

ইতিমধ্যে মেটালি থানার পুলিশ ওই মহিলাকে জেরা শুরু করেছে। প্রাথমিক ধারণা ছিল ওই মহিলা আদৌতে একজন মানসিক ভারসাম্যহীণ! কিন্তু জিজ্ঞাসাবাদে উঠে আসছে বারবার বয়ান বদলাচ্ছেন ওই মহিলা। বন্তব্যেও একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। পুলিশের প্রথমিক ধারণা, ওই মহিলাকে সামনে রেখে বড়সড় ডাকাতি কিংবা ছিনতাইয়ের ছক সাজানো হয়েছিল। বিষয়টী বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এর পিছনে বড়সড় চক্রান্ত রয়েছে বলে মনে করা হচ্ছে।

English summary
woman wearing white saree found on road of lataguri jungle
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X